Friday, September 29, 2017

Evidence Act 1872 in Bangla

The Evidence Act 1872
সাক্ষ্য আইন ১৮৭২
সাক্ষ্য আইনের প্রেক্ষাপট:
সাক্ষ্য আইন প্রথম প্রণীত হয় ১৮৩৫ সালে 
জেমস স্টিফেন কর্তৃক সর্বশেষ প্রণীত হয় ১৮৭২ সালে 

সাক্ষ্য আইন ১৮৭২ এর প্রাথমিক তথ্য:
প্রকাশিত : ১৫ মার্চ ১৮৭২
কার্যকর : ১ লা সেপ্টেম্বর ১৮৭২ 
আইন নং: ১৮৭২ সালের ১ নং আইন 
খন্ড : ৩টি 
ধারা : ১৬৭ টি 
১ম খন্ডে : ১ - ৫৫ ধারা - ঘটনার প্রাসঙ্গিকতা 
২য় খন্ডে : ৫৬ - ১০০ ধারা - ঘটনার প্রমাণ  
৩য় খন্ডে : ১০১ - ১৬৭ ধারা - সাক্ষ্য উপস্থাপন ও ইহার ফলাফল 

সাক্ষ্য আইনের ধারা সমূহের সংক্ষিপ্ত বর্ণনা:


Part 1
ধারা ১ - ৫৫
ঘটনার প্রাসঙ্গিকতা 

ধারা ৩: 
সংজ্ঞা/ব্যাখ্যা সমূহ
ধারা ৪: 
অনুমান করতে পারে
ধারা ৫: 
বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে
ধারা ১০: 
অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ
ধারা ১৭: 
স্বীকৃতির সংজ্ঞা 
ধারা ১৮: 
মোকদ্দমার পক্ষ বা প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি 
ধারা ১৯: 
মোকদ্দমার বিরুদ্ধ পক্ষের স্বীকৃতি
ধারা ২২: 
দলিলে উল্লেখিত বিষয়ে মৌখিক সীকৃতি যখন প্রাসঙ্গিক
ধারা ২৩: 
দেওয়ানী মোকদ্দমার সীকৃতি যখন প্রাসঙ্গিক
ধারা ২৪: 
প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দ্বারা দোষ স্বীকার অপ্রাসঙ্গিক 
ধারা ২৫: 
পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার অপ্রাসঙ্গিক 
ধারা ২৬: 
পুলিশ হেফাজতে জবানবন্দি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে না হলে অপ্রাসঙ্গিক 
ধারা ২৭: 
পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার অনুযায়ী আলামত পাওয়া গেলে উক্ত স্বীকার প্রাসঙ্গিক 
ধারা ২৮: 
প্রলোভন, ভীতি-প্রদর্শন, প্রতিশ্রুতি মুক্ত দোষ স্বীকার প্রাসঙ্গিক 
ধারা ২৯: 
স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয় প্রতিশ্রুতি ইত্যাদির দরুণ তাহা অপ্রাসঙ্গিক হবে না  
ধারা ৩০: 
সহ-আসামীর দোষ স্বীকার প্রাসঙ্গিক 
ধারা ৩১: 
স্বীকৃতি চূড়ান্ত প্রমান নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে 
ধারা ৩২: 
মৃত ব্যক্তির ঘোষণা, জনশ্রুতি প্রাসঙ্গিক 
ধারা ৩৩: 
পূর্ববর্তী মামলার সাক্ষ্য প্রাসঙ্গিক 
ধারা ৪০: 
দ্বিতীয় মামলা নিষিদ্ধের জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক 


Part 2
ধারা ৫৬ -১০০
প্রমাণ 

ধারা ৫৬: 
বিচারের দৃষ্টিগোচর হইবার বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই
ধারা ৫৮: 
স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই (২০১৭)
ধারা ৫৯: 
মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ 
ধারা ৬০: 
মৌখিক সাক্ষ্য সর্বক্ষেত্রে প্রত্যক্ষ হতে হবে 
ধারা ৬১: 
দলিলের বিষয়বস্তু প্রমাণ 
ধারা ৬২: 
প্রাথমিক সাক্ষ্য 
ধারা ৬৩: 
মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য (দলিলের নকল)
ধারা ৬৫: 
যেই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যায় 
ধারা ৭৪: 
সরকারী দলিল বা সর্বসাধারণের দলিল 
ধারা ৭৫: 
বে-সরকারী বা ব্যক্তিগত দলিল 
ধারা ৭৭: 
সই মোহর নকল উপস্থাপন করে দলিল প্রমাণ 
ধারা ৭৮: 
অন্যান্য সরকারী দলিল প্রমাণ 


Part 3
ধারা ১০১ - ১৬৭
সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল 

ধারা ১০১: 
প্রমানের দায়িত্ব 
ধারা ১০২: 
সাক্ষীর অনুপস্থিতিতে যেই পক্ষের হার হবে প্রমাণের দায়িত্ব তার 
ধারা ১০৩: 
যিনি বিশ্বাস করতে চাইবেন, প্রমাণের ভার তার উপর 
ধারা ১০৪: 
যেই ব্যাক্তি ঘটনা উপস্থিত করবে, প্রমাণের দায়িত্ব তার উপর 
ধারা ১০৫: 
ব্যতিক্রম দাবির ক্ষেত্রে আসামীকে প্রমাণ করতে হবে যে সে কোন ব্যতিক্রমের দ্বারা নির্দোষ 
ধারা ১০৬: 
যাহার অবগতিতে থাকবে সেই ব্যক্তির উপরই ইহা প্রমাণের দায়িত্ব
ধারা ১০৭: 
কোনো ব্যক্তি জীবিত বা মৃত দাবির ক্ষেত্রে প্রমানের দায়িত্ব 
ধারা ১০৮: 
৭ বছর খবরহীন থাকলে যে জীবিত দাবী করবে প্রমাণের দায়িত্ব তার 
ধারা ১০৯: 
অংশীদার, জমিদার বা প্রজা, মালিক ও প্রতিনিধি দাবির ক্ষেত্রে যে দাবী করবে প্রমাণের দায়িত্ব তার 
ধারা ১১০: 
মালিকানা প্রমানের দায়িত্ব 
ধারা ১১৪: 
যেই সব ঘটনা আদালত অনুমান করতে পারে 
ধারা ১১৫: 
এস্টোপেল বা প্রতিবন্ধনীতি 
ধারা ১১৬: 
প্রজার অস্বীকৃতির বাধা 
ধারা ১১৮: 
সাক্ষীর অযোগ্যতা 
ধারা ১১৯: 
বোবা সাক্ষী 
ধারা ১২০: 
স্বামী বা স্ত্রী সাক্ষী হইবার যোগ্য 
ধারা ১৩৩: 
অপরাধের সহযোগী আসামী সাক্ষীর উপযুক্ত 
ধারা ১৩৭: 
মূল জবানবন্দি, জেরা ও পুন:জবানবন্দি 
ধারা ১৩৮: 
সাক্ষ্য গ্রহণের ক্রম 
ধারা ১৩৯: 
দলিল দাখিল করার জন্য আদেশপ্রাপ্ত ব্যক্তি সাক্ষী বলে গণ্য হবে না 
ধারা ১৪০: 
চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা যায় 
ধারা ১৪১: 
ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (যাহাতে উত্তর সন্নিবেশিত থাকে)
ধারা ১৪২: 
পুন:জবানবন্দিতে বিরুদ্ধপক্ষ আপত্তি করলে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায় না 
ধারা ১৪৫: 
সাক্ষীর পূর্বে উল্লেখিত বিষয়ের জেরা 
ধারা ১৪৬: 
জেরায় আইনসঙ্গত প্রশ্ন 
ধারা ১৫১: 
কেলেঙ্কারি বা অশালীন প্রশ্ন আদালত নিষেধ করতে পারেন 
ধারা ১৫২: 
অপমানজনক ও আক্রমনাত্মক হলে এরূপ প্রশ্ন আদালত কর্তৃক নিষিদ্ধ 
ধারা ১৫৪: 
বৈরী সাক্ষী/ নিজের সাক্ষীকে জেরা করা যায় (২০১৭)
ধারা ১৫৫: 
সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন 
ধারা ১৫৭: 
সাক্ষীর পূর্বে প্রদত্ত বিবৃতি প্রমাণ করা যেতে পারে 
ধারা ১৫৯: 
সাক্ষ্য দানের সময় সাক্ষী আদালতের অনুমতি নিয়ে দলিল দেখে স্মৃতি জাগ্রত করতে পারেন
ধারা ১৬৫: 
বিচারক সাক্ষীকে প্রশ্ন করতে পারেন (২০১৭) 
ধারা ১৬৭: 
অন্যায়ভাবে সাক্ষ গ্রাহ্য কিংবা অগ্রাহ্য হলে তজ্জন্য নতুন করে বিচার হবে না 

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...