Sunday, October 15, 2017

Penal Code 1860 in Bangla

Penal Code 1860


দণ্ডবিধির প্রেক্ষাপটঃ 

অবিভক্ত ভারতে ইংরেজ সরকার এর শাসন আমলে "১ম আইন কমিশন" এর সভাপতি "লর্ড মেকলে" ১৮৩৫  সালে "ভারতীয় দণ্ডবিধি" এর একটি খসড়া (Draft) প্রস্তুত করেন। যা ১৮৩৭ সালে গভর্নর জেনারেল কাউন্সিলে পেশ (Submit) করেন। অতঃপর ইহা ১৮৫৬ সালে বিধান সভায় উপস্থাপন করা হয় এবং ১৮৬০ সনের ৬ অক্টোবর বিধান সভায় অনুমোদিত হয়। 

সুতরাং অবিভক্ত ভারতে ইংরেজ সরকার ১৮৬০ সালে "ভারতীয় দণ্ডবিধি" (১৮৬০ সনের ৪৫ নং আইন) নামে একটি আইন প্রবর্তন করেন। পাকিস্তান স্বাধীন হওয়ার পর এর নামকরণ করা হয় পাকিস্তান "পাকিস্তান দণ্ডবিধি"। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৩০-০৬-১৯৭৩ তারিখের ৮ নং আইন দ্বারা পাকিস্তান শব্দটি বাদ দেওয়া হয় এবং এর নাম হয় "দণ্ডবিধি" যা বাংলাদেশে "দণ্ডবিধি, ১৮৬০" নামে প্রচলিত। 



দন্ডবিধির প্রাথমিক ধারণা:

মোট অধ্যায়
২৩ টি 
ধারা
৫১১ টি
আইন নং
১৮৬০ সনের ৪৫ নং আইন
আইনের ধরণ
মূল আইন 
প্রকাশিত হয়
৬ অক্টোবর ১৮৬০ সালে 
কার্যকর হয়
১লা মে ১৮৬১ হইতে
দন্ডবিধির সর্বোচ্চ শাস্তি  মৃত্যুদন্ড।
দন্ডবিধির সর্বনিম্ন শাস্তি ২৪ ঘন্টা বিনাশ্রম কারাদন্ড ও ১০ টাকা অর্থদিন্ড


অধ্যায়সমূহের বিবরণ:
অধ্যায়  ১
(ধারা: ১ - ৫)   : সূচনা
অধ্যায়  ২
(৬ - ৫২ক): সাধারণ ব্যাখ্যাসমূহ
অধ্যায় ৩
(৫৩ - ৭৫): সাজা প্রসঙ্গে
অধ্যায় ৪
(৭৬ - ১০৬): সাধারণ বাতিক্রমগুলো
অধ্যায় ৫
(১০৭ - ১২০): অপরাধে সহায়তা প্রসঙ্গে
অধ্যায় ৫ক
(১২০ক - ১২০খ): অপরাধমূলক ষড়যন্ত্র
অধ্যায় ৬
(১২১ - ১৩০): রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত
অধ্যায় ৭
(১৩১ - ১৪০): সেনা, নৌ ও বিমানবাহিনী বিষয়ক অপরাধ
অধ্যায় ৮
(১৪১ - ১৬০): জনগণের শান্তি বিরোধী অপরাধ
অধ্যায় ৯
(১৬১- ১৭১): সরকারী কর্মচারী বিষয়ক অপরাধ
অধ্যায় ৯ক
(১৭১ক - ১৭১ঝ): নির্বাচন বিষয়ক অপরাধ
অধ্যায় ১০
(১৭২-১৯০): সরকারী কর্মচারীদের আইনানুগ ক্ষমতার অবমাননা
অধ্যায় ১১
(১৯১ - ২২৯): মিথ্যা সাক্ষ্য ও সাধারণের ন্যায়বিচার বিরোধী অপরাধগুলো
অধ্যায় ১২
(২৩০ - ২৬৩ক): মুদ্রা ও সরকারী স্ট্যাম্পসমূহ সংক্রান্ত
অধ্যায় ১৩
(২৬৪ - ২৬৭): ওজন ও ম্যাপ সংক্রান্ত অপরাধ
অধ্যায় ১৪
(২৬৮ - ২৯৪খ): জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা ও নৈতিকতা বিরোধী
অধ্যায় ১৫
(২৯৫ - ২৯৮): ধর্ম সংক্রান্ত অপরাধসমূহ সংক্রান্ত
অধ্যায় ১৬
(২৯৯ - ৩৭৭): মানবদেহ সংক্রান্ত অপরধসমূহ
অধ্যায় ১৭
(৩৭৮-৪৬২খ): সম্পত্তি বা চুরি সংক্রান্ত অপরাধসমূহ
অধ্যায় ১৮
(৪৬৩- ৪৮৯উ): দলিলপত্র, ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীক সম্পর্কিত অপরধসমূহ
অধ্যায় ১৯
(৪৯০- ৪৯২): অপরাধমূলকভাবে চাকরির চুক্তিভঙ্গ প্রসঙ্গে
অধ্যায় ২০
(৪৯৩ - ৪৯৮): বিবাহ সংক্রান্ত অপরধসমূহ
অধ্যায় ২১
(৪৯৯- ৫০২): মানহানি সম্পর্কিত অপরাধ
অধ্যায় ২২
(৫০৩ - ৫১০): ভীতি প্রদর্শন, অপমান, অনিষ্টকর কার্য ও বিরক্তি উৎপাদন
অধ্যায় ২৩
(৫১১): অপরাধ সংঘটনের উদ্যোগ প্রসঙ্গে


প্রয়োজনীয় ধারাসমূহের সংক্ষিপ্ত বিবরণ: 

ধারা ১:
সংক্ষিপ্ত শিরোনাম, আওতা ও আরম্ভ।
সংক্ষিপ্ত শিরোনামঃ দন্ডবিধি ১৮৬০
আওতাঃ সমগ্র বাংলাদেশ
আরম্ভঃ ১ মে ১৯৬১
ধারা ২:
বাংলাদেশের ভিতরে অপরাধসমূহ
ধারা ৩:
বাংলাদেশের বাহিরে অপরাধসমূহ
ধারা ১৯:
বিচারক।
যে ব্যক্তি আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত হয়ে আইনানুগভাবে অপরাধের বিচার করেন।
ধারা ৩৪
সাধারণ অভিপ্রায়।
কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্যে কোনো অপরাধ সংঘটন করলে প্রত্যেকে দায়ী হবে।
উপাদানঃ 
(ক) ২ বা ততোধিক ব্যক্তি।
(খ) উদ্দেশ্য অভিন্ন।
(গ) অপরাধটি অবশ্যই সংঘটিত হতে হবে।
ধারা ৩৫
জ্ঞানের ভিন্নতা। 
জ্ঞানের ভিন্নতার জন্য শাস্তি হবে ভিন্ন ভিন্ন।
ধারা ৩৭
অপরাধমূলক কতিপয় কাজের একটি করলেও প্রত্যেকে সমান শাস্তি পাবে।
ধারা ৩৮
অভিপ্রায়ের ভিন্নতা।
অভিপ্রায়ের ভিন্নতার জন্য শাস্তি হবে ভিন্ন ভিন্ন।
ধারা ৪০:
অপরাধের সংগা।
শাস্তযোগ্য কাজ বা নিবৃত্তিকে অপরাধ বলে।
ধারা ৫৩: 
দণ্ডের প্রকারভেদ।
দন্ডবিধিতে ৫ ধরণের শাস্তির বিধান আছে। যথাঃ 
(ক) মৃত্যুদন্ড
(খ) যাবজ্জীবন কারাদন্ড
(গ) কারাদন্ড
(ঘ) সম্পত্তি বাজেয়াপ্ত 
(ঙ) অর্থদন্ড
দন্ডবিধিতে মৃত্যুদন্ডের বিধান আছে মোট - ১০টি ধারায়।
যাবজ্জীবন কারাদন্ডের বিধান - ৫৫ টি ধারায়।
কারাদন্ডের বিধান - ধারায়
সম্পত্তি বাজেয়াপ্ত এর বিধান- ১৯ টি ধারায়
অর্থদন্ড এর বিধান
ধারা ৫৪
সরকার কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ হ্রাস বা রূপান্তরকরণ 
ধারা ৫৫: 
সরকার কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস বা রূপান্তরকরণ
ধারা ৫৫ক: 
রাষ্ট্রপতি সাজা মওকুফ
ধারা ৫৭: 
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর

ধারা ৬৩:
অর্থদন্ডের পরিমাণ
ধারা ৬৪: 
অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড
ধারা ৬৫: 
উভয় দন্ডের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সীমা 
ধারা ৬৬: 
অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের ধরণ

ধারা ৭৩: 
নির্জন কারাবাস 
ধারা ৭৪: 
নির্জন কারাবাসে সাজার সীমা 

ধারা ৯৬: 
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কাজ অপরাধ নয় 
ধারা ৯৭: 
শরীর ও সম্পত্তি রক্ষায় আত্মরক্ষা
ধারা ৯৮: 
পাগলের বিরুদ্ধে আত্মরক্ষা
ধারা ৯৯: 
আত্মরক্ষার সীমা
ধারা ১০০: 
দেহ রক্ষার জন্য মৃত্যু ঘটানোর অধিকার
ধারা ১০১:
মৃত্যু ঘটানো যায় যায়না যেখেত্রে 
ধারা ১০২: 
আরম্ভ এবং স্থিতিকাল 
ধারা ১০৩: 
সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায়
ধারা ১০৪:
মৃত্যু ঘটানো যায়না
ধারা ১০৫: 
আরম্ভ ও স্থিতিকাল
ধারা ১০৬:
নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষা 
ধারা ১০৭: 
প্ররোচনা বা কোনো ব্যাপারে সহায়তা প্রদান 
ধারা ১০৮: 
প্ররোচনাকারী 
ধারা ১০৯: 
প্ররোচনার শাস্তি
-সংঘটিত অপরাধের অনুরূপ শাস্তি  

ধারা ১২০ক: 
অপরাধজনক ষড়যন্ত্রের সংজ্ঞা 
ধারা ১২০খ: 
অপরাধজনক ষড়যন্ত্রের শাস্তি 
-সংঘটিত অপরাধের অনুরূপ শাস্তি 

ধারা ১২১: 
বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা উদ্যোগের শাস্তি 
-মৃত্যুদণ্ড/যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
ধারা ১২৪ক: 
রাষ্ট্রদ্রোহের শাস্তি
-যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড বা ৩ বছর কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিন অযোগ্য

ধারা ১৪১: 
বে-আইনী সমাবেশের সংজ্ঞা
ধারা ১৪২:
বে-আইনী সমাবেশের সদস্য হওয়া
ধারা ১৪৩: 
বে-আইনী সমাবেশের শাস্তি
ধারা ১৪৪:
অস্ত্র সহ বে-আইনী সমাবেশের শাস্তি
ধারা ১৪৫: 
নিষেধ থাকা সত্বেও বে-আইনী সমাবেশের শাস্তি ধারা ১৪৬: 
দাঙ্গা হাঙ্গামার সংজ্ঞা 
ধারা ১৪৭: 
দাঙ্গা হাঙ্গামার শাস্তি
-২ বছর কারাদণ্ড/জরিমানা/উভয়
-জামিনযোগ্য অপরাধ 
ধারা ১৪৮: 
মারাত্মক অস্ত্রে দাঙ্গার শাস্তি 
-৩ কারাদণ্ড/জরিমানা/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ১৪৯: 
সাধারন উদ্দেশ্য

ধারা ১৯১: 
মিথ্যা সাক্ষ্য
ধারা ১৯৩: 
মিথ্যা সাক্ষ্যের শাস্তি 
-৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ১৯৪: 
মৃত্যুদন্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি 
-যাবজ্জীবন কারাদণ্ড/১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা
-উহার ফলে নিরাপরাধীর দণ্ড বা ফাসি হলে শাস্তি মৃত্যুদণ্ড/উপরোক্ত  দণ্ড 
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ১৯৫: 
যাবজ্জীবন কারাদণ্ড বা ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি 
-অপরাধটির অনুরূপ 
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ১৯৭: 
মিথ্যা সার্টিফিকেট প্রদান বা স্বাক্ষর করলে শাস্তি 
-অপরাধটির অনুরূপ 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ২০৫: 
দেওয়ানী বা ফৌজদারী মামলার উদ্দেশ্যে মিথ্যা পরিচয় দেওয়ার শাস্তি 
-৩ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়। 
ধারা ২১১: 
ক্ষতির উদ্দেশ্যে মিথ্যা মামলার শাস্তি 
-২ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড/উভয়
মৃত্যুদণ্ড/যাবজ্জীবন/৭ বছর বা তদূর্ধ মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের মিথ্যা মামলার শাস্তি 
-৭ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

ধারা ২১২: 
দোষী ব্যাক্তিকে আশ্রয় দানের শাস্তি 
মৃত্যুদন্ডে দণ্ডনীয় ব্যাক্তিকে আশ্রয় দিলে 
-৫ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় ব্যাক্তিকে আশ্রয় দিলে 
-৩ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
১ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় ব্যাক্তিকে আশ্রয় দিলে 
-উক্ত অপরাধের দীর্ঘতম মেয়াদের শাস্তির এক চতুর্থাংশ পর্যন্ত কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 

ধারা ২৯৯: 
অপরাধজনক নরহত্যা
ধারা ৩০০: 
খুন ৫টি ব্যতিক্রম সাপেক্ষে
ধারা ৩০১: 
ভুলক্রমে অন্য ব্যক্তির মৃত্যু ঘটানো একই অপরাধ
ধারা ৩০২: 
খুনের শাস্তি
-মৃত্যুদন্ড/যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড
(মৃত্যুদন্ডের ক্ষেত্রে হাইকোট এর অনুমতি লাগবে ফৌ. কা.-৩৭৪)
-জামিনের অযোগ্য অপরাধ
ধারা ৩০৩: 
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি 
-মৃত্যুদন্ড
-জামিনের অযোগ্য অপরাধ
ধারা ৩০৪: 
খুন নয় এমন নরহত্যার শাস্তি 
-যাবজ্জীবন/১০ বছর পর্যন্ত কারাদণ্ডে ও অর্থদণ্ড 
-জামিনের অযোগ্য অপরাধ
ধারা ৩০৪ক: 
অবহেলাবশত: প্রাণহানির শাস্তি 
- ৫ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়  
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩০৪খ: 
বেপরোয়া গাড়ি চালানোর ফলে মৃত্যু ঘটানোর শাস্তি 
- ৩ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়  
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩০৫: 
শিশু, উম্মাদ ও নির্বোধকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার শাস্তি 
-মৃত্যুদন্ড/যাবজ্জীবন/১০ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিনের অযোগ্য অপরাধ
ধারা ৩০৬: 
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার শাস্তি 
-১০ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিনের অযোগ্য অপরাধ
ধারা ৩০৭: 
খুনের চেষ্টার শাস্তি 
-১০ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
খুনের চেষ্টার ফলে কেউ আহত হলে শাস্তি 
-যাবজ্জীবন কারাদণ্ড/উপরোক্ত দণ্ড
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের চেষ্টার ফলে কেউ আহত হলে শাস্তি 
-মৃত্যুদণ্ড/উপরোক্ত দণ্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩০৮: 
অপরাধজনক নরহত্যার চেষ্টার শাস্তি 
-৩ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড/অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
অপরাধজনক নরহত্যার চেষ্টার ফলে কেউ আহত হলে শাস্তি 
-যাবজ্জীবন কারাদণ্ড/উপরোক্ত দণ্ড
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের চেষ্টার ফলে কেউ আহত হলে শাস্তি 
-৭ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড/অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩০৯: 
আত্মহত্যার নরহত্যার চেষ্টার শাস্তি 
-১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড/অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ

ধারা ৩১৯: 
দৈহিক আঘাতের সংজ্ঞা 
ধারা ৩২০: 
গুরুতর আঘাতের সংজ্ঞা
ধারা ৩২৩: 
আঘাতের শাস্তি 
- বছর পর্যন্ত কারাদন্ড/১ হাজার টাকা অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩২৪: 
ইচ্ছাপূর্বক অস্ত্র দ্বারা আঘাতের শাস্তি 
-৩ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড/অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩২৫: 
ইচ্ছাপূর্বক ভোতা অস্ত্র দ্বারা আঘাতের শাস্তি 
-৭ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড/অর্থদন্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩২৬: 
ইচ্ছাপূর্বক গুরুতর আঘাতের শাস্তি
-যাবজ্জীবন কারাদণ্ড/১০ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩২৬খ: 
ইচ্ছাপূর্বক দুই চোখ, মাথা বা মুখমন্ডল বিকৃতকরণে গুরুতর আঘাতের শাস্তি
-মৃত্যুদণ্ড/যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩২৭: 
বে-আইনি কার্য করতে বা সহায়তার জন্য বল প্রয়োগ করতে  গিয়ে ইচ্ছাপূর্বক আঘাতের শাস্তি
-১০ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৩০: 
স্বীকারোক্তি বা সম্পত্তি প্রত্যর্পণ করতে ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তি 
-৭ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩৩৯: 
অন্যায় নিয়ন্ত্রণ বা বাধা
ধারা ৩৪০: 
অন্যায়ভাবে আটক
ধারা ৩৪১: অন্যায় নিয়ন্ত্রণের শাস্তি 
-১ মাস বিনাশ্রম কারাদন্ড/৫০০ টাকা অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩৪২: 
অন্যায় আটকের শাস্তি 
-১ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড/১০০০ টাকা পর্যন্ত অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩৪৫: 
রিটে মুক্তির পর অন্যায়ভাবে আটক রাখার শাস্তি 
-২ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড
-জামিনযোগ্য অপরাধ

ধারা ৩৫৯: 
লোক অপহরণ ও ইহার প্রকারভেদ
ধারা ৩৬০: 
বাংলাদেশ হইতে লোক অপহরণ
ধারা ৩৬১: 
অভিভাবকের নিকট হইতে লোক অপহরণ
ধারা ৩৬২: 
বলপূর্বক লোক অপহরণ
ধারা ৩৬৩: 
অপহরণের শাস্তি
-৭ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩৬৪: 
হত্যা করার উদ্দেশ্যে অপহরণের শাস্তি 
-যাবজ্জীবন/ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ 
ধারা ৩৬৪ক:
১০ বছরের কম বয়স্ক শিশু অপহরণের শাস্তি 
-মৃত্যুদণ্ড/যাবজ্জীবন/ ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড তবে ৭ বছরের কম নয় 
-জামিন অযোগ্য অপরাধ 
ধারা ৩৬৫: 
গোপনে আটক রাখার জন্য অপহরণের শাস্তি
-৭ বছর পর্যন্ত সশ্রম/বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ 
ধারা ৩৬৬: 
কোনো নারীকে বিবাহের বা ধর্ষণের জন্য অপহরণের শাস্তি
-১০ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ 
ধারা ৩৬৬ক: 
অপ্রাপ্ত বালিকা সংগ্রহের শাস্তি
-১০ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ 
ধারা ৩৬৬খ: 
বিদেশ হতে বালিকা আমদানির শাস্তি
-১০ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৬৯: 
শিশুর দেহ থেকে সম্পত্তি চুরির উদ্দেশ্যে অপহরণের শাস্তি
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ


ধারা ৩৭৫: 
ধর্ষণের সংজ্ঞা 
ধারা ৩৭৬: ধর্ষণের শাস্তি 
নিজ স্ত্রী ১২ বছরের কম না হলে
-২ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড/অর্থদন্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ 
অন্যান্য ক্ষেত্রে
-যাবজ্জীবন/ ১০ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ

ধারা ৩৭৮: 
চুরির সংজ্ঞা
ধারা ৩৭৯: 
চুরির শাস্তি
-৩ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড/অর্থদন্ড/উভয় 
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৮০: 
বাসগৃহে চুরির শাস্তি
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৮১: 
কর্মচারী বা চাকর কর্তৃক চুরির শাস্তি
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড/অর্থদন্ড/উভয়
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৮২: 
চুরির উদ্দেশ্যে মৃত্যু ঘটানো বা আঘাতের চেষ্টার শাস্তি
-১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ

ধারা ৩৮৩: 
ছিনতাই
ধারা ৩৮৪: 
ছিনতাই এর শাস্তি
-৩ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড/অর্থদন্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৩৮৫: 
ভয় দেখানোর মাধ্যমে ছিনতাই এর শাস্তি
-১৪ বছর পর্যন্ত যেকোনো কারাদন্ড কিন্তু পাঁচ বছরের কম নয় 
-জামিন অযোগ্য অপরাধ

ধারা ৩৯০
দস্যুতার সংজ্ঞা 
ধারা ৩৯১
ডাকাতির সংজ্ঞা (৫ বা ততোধিক ব্যক্তির দস্যুতা)
ধারা ৩৯২
দস্যুতার শাস্তি
১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও জরিমানা
সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে দস্যুতার শাস্তি
-১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৩: 
দস্যুতার চেষ্টার শাস্তি
-৭ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে দস্যুতার শাস্তি
-১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৪: 
দস্যুতার সময় স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি
-যাবজ্জীবন/১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৫: 
ডাকাতির শাস্তি
-যাবজ্জীবন/১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৬: 
খুনসহ ডাকাতির শাস্তি
-মৃত্যুদণ্ড/যাবজ্জীবন/১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৭: 
মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টাসহ দস্যুতা বা ডাকাতির শাস্তি
-কমপক্ষে ৭ সশ্রম কারাদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৮: 
মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতির শাস্তি
-কমপক্ষে ৭ সশ্রম কারাদন্ড 
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৩৯৯: 
ডাকাতির প্রস্তুতির শাস্তি
-১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪০০: 
ডাকাত দলে থাকার শাস্তি
-যাবজ্জীবন/১০ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪০১: 
চোরের দলে থাকার শাস্তি
-৭ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
-জামিন অযোগ্য অপরাধ

ধারা ৪০৩: 
সম্পত্তি আত্মসাতের শাস্তি 
-২ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ 
ধারা ৪০৪: 
মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাতের শাস্তি 
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪০৫: 
অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা 
ধারা ৪০৬: 
অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি
-৩ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪০৭: 
বাহক কর্তৃক পরিবহনের ক্ষেত্রে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪০৮: 
কর্মচারী বা ভৃত্য কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪০১১: 
চোরাইমাল গ্রহণের শাস্তি
-৩ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 
-জামিন অযোগ্য অপরাধ

ধারা ৪১৫: 
প্রতারণার সংজ্ঞা 
ধারা ৪১৬: 
মিথ্যা পরিচয়ে প্রতারণার সংজ্ঞা
ধারা ৪১৭: 
প্রতারণার শাস্তি
-১ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪১৯: 
মিথ্যা পরিচয়ে প্রতারণার শাস্তি
-৩ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪২০: 
প্রতারণা করে সম্পত্তি অর্জন বা দলিল প্রণয়নের শাস্তি
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিনযোগ্য অপরাধ

ধারা ৪২৫: 
ক্ষতি বা অনিষ্টসাধন (Mischief)
ধারা ৪২৬: 
অনিষ্টসাধনের শাস্তি 
-৩ মাস পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় 
-জামিনযোগ্য অপরাধ

ধারা ৪৪১: 
অনধিকার প্রবেশ
ধারা ৪৪২: 
গৃহে অনধিকার প্রবেশ
ধারা ৪৪৩: 
সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ
ধারা ৪৪৪: 
রাত্রিতে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ
ধারা ৪৪৫: 
দরজা ভেঙে গৃহে অনধিকার প্রবেশ
ধারা ৪৪৬: 
সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে দরজা ভেঙে গৃহে অনধিকার প্রবেশ
ধারা ৪৪৭: 
অনধিকার প্রবেশের শাস্তি 
-৩ মাস পর্যন্ত যেকোনো কারাদণ্ড/৫০০ টাকা অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৪৮: 
গৃহে অনধিকার প্রবেশের শাস্তি 
-১ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/১০০০ টাকা অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৪৯: 
মৃত্যুদণ্ড ঘটানোর উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি 
-যাবজ্জীবন কারাদণ্ড/১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪৫০: 
যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডনীয় অপরাধ ঘটানোর উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি 
-১০ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪৫১: 
কারাদন্ডে দণ্ডনীয় অপরাধ ঘটানোর উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি 
-২ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৬০: 
রাত্রিতে অনধিকার প্রবেশের ফলে মৃত্যু ঘটানো বা গুরুতর আঘাতের শাস্তি 
-যাবজ্জীবন কারাদণ্ড/১০ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ

ধারা ৪৬৩: 
জালিয়াতির সংজ্ঞা
ধারা ৪৬৪: 
মিথ্যা অথবা জাল দলিল প্রনয়ণ
ধারা ৪৬৩: 
জালিয়াতির শাস্তি: 
-২ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৬৭: 
মূল্যবান জামানত বা উইল জালিয়াতির শাস্তি: 
-যাবজ্জীবন কারাদণ্ড/১০ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৪৬৮: 
জালিয়াতির শাস্তি: 
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিন অযোগ্য অপরাধ 
ধারা ৪৭০: 
জাল দলিলের সংজ্ঞা
ধারা ৪৭১: 
জাল দলিল খাঁটি দলিল বলে চালানোর শাস্তি: 
-আইনে নির্ধারিত শাস্তি
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৮০: 
মিথ্যা ট্রেড মার্ক ব্যবহার 
ধারা ৪৮২: 
মিথ্যা ট্রেড মার্ক ব্যবহারের শাস্তি: 
-১ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৮৯ক: 
ব্যাংক নোট জাল করা 

ধারা ৪৯৪: 
স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহের শাস্তি: 
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৯৫: 
পূর্ববর্তী বিবাহ গোপন করে পুনরায় বিবাহের শাস্তি: 
-১০ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৯৬: 
প্রতারণামূলক বিবাহের শাস্তি:
-৭ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড ও অর্থদণ্ড
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৪৯৭: 
ব্যাভিচারের শাস্তি: 
-৫ বছর পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ

ধারা ৪৯৯: 
মানহানি বা দুর্নাম করা 
ধারা ৫০০: 
মানহানির শাস্তি:  
-২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৫০১: 
মানহানিকর বস্তু মুদ্রণের শাস্তি:
-২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ

ধারা ৫০৫ক: 
শব্দ দ্বারা ক্ষতিকর কাজের শাস্তি:  
-৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিন অযোগ্য অপরাধ
ধারা ৫০৬: 
অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি:
-৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৫০৯: 
নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা বলা, অঙ্গভঙ্গি করা, শব্দ করার শাস্তি:  
-১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ
ধারা ৫১০: 
মাতাল ব্যক্তির অসংলগ্ন আচরণ, যাহার শাস্তি:
-২৪ ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড/১০ টাকা অর্থদণ্ড/উভয়
-জামিনযোগ্য অপরাধ ধারা ৫১১: 
যাবজ্জীবন কারাদন্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের শাস্তি:
-অপরাধটি সংঘটিত হওয়ার অনুরূপ শাস্তির দীর্ঘতম মেয়াদের অর্ধেক পর্যন্ত যেকোনো কারাদণ্ড/অর্থদণ্ড/উভয়

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...