Saturday, September 23, 2017

Limitation Act 1908 in Bangla

The Limitation Act 1908 এর ধারা সমূহের সংক্ষিপ্ত বর্ণনা 
তামাদি আইনের প্রেক্ষাপট:
প্রথম তামাদি আইন পাশ হয় ১৮৫৯ সালে। পরবর্তীতে ১৮৭১ সালে ও ১৮৭৭ সালে সংশোধিত হয়। সর্বশেষ ১৯০৮ সালে পাশ হয় "The Limitation Act 1908" 

The Limitation Act 1908 এর সাধারণ তথ্য:
প্রকাশিত হয় : 
৭ আগষ্ট ১৯০৮
কার্যকর হয় : 
১ জানুয়ারী ১৯০৯ থেকে 
আইন নং : 
১৯০৮ সনের ৯ নং আইন 
মোট ধারা : 
৩২টি  (বর্তমানে ২৯টি)
মোট তফসিল : 
৩ টি 
১ম তফসিলে অনুচ্ছেদ : 
১৮৩ টি (তামাদি সময়সীমা সম্পর্কে)

ধারা সমূহের সংক্ষিপ্ত বিবরণ:
ধারা ১:  
১লা জানুয়ারী ১৯০৯ থেকে কার্যকর 
ধারা ২: 
সংজ্ঞা সমূহ 
ধারা ২(৪): 
বিবাদী 
ধারা ২(৮): 
বাদী 
ধারা ২(১০): 
মোকদ্দমা 
ধারা ৩: 
তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মামলা/আপীল খারিজ হবে।
ধারা ৪: 
আদালত বন্ধ থাকাবস্থায় তামাদি মেয়াদ শেষ হলে পরবর্তী কার্যদিবসে মামলা/আপীল দাখিল করা যাবে।
ধারা ৫: 
তামাদি মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ।
ধারা ৬: 
বৈধ অপারগতায় তামাদি গণনা স্থগিত থাকবে।
ধারা ৭: 
কতিপয় বাদীর মধ্যে একজনের অপারগতা।
ধারা ৮: 
অগ্রক্রয়ের ক্ষেত্রে ধারা ৬ ও ৭ প্রযোজ্য নয়।
ধারা ৯: 
তামাদি গণনা একবার আরম্ভ হলে অবিরাম চলতে থাকবে।
ধারা ১০: 
অছি বা তার প্রতিনিধির বিরুদ্ধে মামলা।
ধারা ১১: 
বৈদেশিক চুক্তির উপর মামলা 
ধারা ১২: 
যে পরিমান সময় গণনা হতে বাদ 
ধারা ১৩: 
বিবাদীর অনুপস্থিতিকালীন সময় গণনা হতে বাদ 
ধারা ১৪: 
ভুল আদালতে অতিবাহিত সময় গণনা হতে বাদ 
ধারা ১৫: 
মোকদ্দমা স্থগিতকালীন সময় গণনা হতে বাদ
ধারা ১৬: 
বিক্রয় রদের ক্ষেত্রে তামাদি সময় 
ধারা ১৭: 
মামলার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল 
ধারা ১৮: 
প্রতারণার কারণে তামাদির সময়সীমা বন্ধ থাকে 
ধারা ১৯: 
প্রাপ্তি স্বীকারের ফলাফল 
ধারা ২০: 
দায় পরিশোধের ফলাফল 
ধারা ২১: 
অক্ষম ব্যক্তির প্রতিনিধি 
ধারা ২৩: 
অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা 
ধারা ২৪: 
বিশেষ ক্ষতির কারণ না হওয়ায় মামলা করা না গেলে ক্ষতিপূরণের মামলা
ধারা ২৫: 
দলিলের উল্লেখিত সময় গণনা 
ধারা ২৬: 
সুখাধিকার অর্জন 
ধারা ২৮:

সম্পত্তির অধিকার বিলুপ্তি বা জবর দখল 
ধারা ২৯: 
যে ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয় 

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...