Wednesday, January 25, 2017

How to Become a barrister from Bangladesh


How to Become a barrister from Bangladesh

বাংলাদেশ থেকে কিভাবে ব্যারিস্টার হওয়া যা ?

Barrister means Barrister at Law সংক্ষেপে Bar at Law. “Oxford Dictionary of Law” Dictionary তে ব্যারিস্টার (Barrister) শব্দের ব্যাখ্যা করা হয়েছে এভাবে, ইংল্যান্ডের ইনস অব কোর্টের তালিকাভুক্ত ছাত্র হিসেবে কাউন্সিল অব লিগ্যাল এডুকেশনের শিক্ষাক্রম অনুযায়ী অধ্যয়ন প্রশিক্ষণ সমাপ্ত করে সনদপ্রাপ্ত যারা। “Oxford Advanced Learner’s Dictionary” তে Barrister অর্থ a lawyer who has the right to speak and argue in higher courts of law. compare advocate, solicitor etc.

ব্যারিস্টার শব্দ এর সহজ পরিচিতিঃ
বাংলাদেশের আইনজীবীদের বলা হয় অ্যাডভোকেট (Advocate) । আমেরিকাতে আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি (Attorney)। যুক্তরাষ্ট্রের বা অস্ট্রেলিয়ার আইনজীবীকে বলা হয় ব্যারিস্টার (Barrister)। এভাবে বিভিন্ন দেশে আইনজীবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমাদের ঔপনিবেশক (Colonial country) দেশ যুক্তরাজ্য (UK) হবার কারণে স্বাধীন বাংলাদেশ সত্ত্বেও ঔপনিবেশক মন স্বাধীন না হবার কারণে বাংলাদেশে ব্যারিস্টারকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়

ব্যারিস্টার হতে হলে যুক্তরাজ্যের আইনের ওপর পড়াশুনা করতে হবে জন্য ইংল্যান্ডে নয় মাসের একটি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (Bar Professional Training Courser সংক্ষেপে BPTC) করতে হয় এই কোর্সের সফল সমাপ্তি শেষে পাওয়া যায় ইংল্যান্ড বার কাউন্সিলের স্বীকৃতি সনদ (Certifiacate)

ব্যারিস্টার হওয়ার যোগ্যতা
কোনো শিক্ষার্থী এইচএসসি (HSC)  কিংবা A-Level পাশ করে সরাসরি যুক্তরাজ্যে ব্যারিস্টারি পড়াশুনা করার জন্য চলে যেতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীকে আইনের বিষয়ে প্রথমে বছরের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করতে হবে। এরপর তাকে মাসের Bar Vocational Training Course করতে হয়। এই Bar Vocational করা শেষ হলে তিনি ব্যারিস্টার হিসাবে গণ্য হবেন। যুক্তরাজ্যে পড়াশুনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভর্তি সংক্রান্ত সকল সহায়তাদানকারী সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো ব্রিটিশ কাউন্সিল (British Council)

বর্তমানে বাংলাদেশ থেকেও আইনের ওপর গ্র্যাজুয়েশন কোর্স করা যায়। বাংলাদেশে তিন বছরের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করে যুক্তরাজ্য গিয়ে মাসের Bar Vocational Course করা যায়। এক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই আইনের উপর গ্র্যাজুয়েশন কোর্সে ৫৫% মার্ক পেতে হবে এবং IELTS  করতে হবে কোনো শিক্ষার্থী যদি বাংলাদেশ থেকে ইতোমধ্যে আইন বিষয়ে বছরের স্নাতক কিংবা স্নাতকোত্তর করা থাকে সেক্ষেত্রে তাকে গ্র্যাজুয়েশনের ১২টি কোর্সের (Subject) পরিবর্তে ৯টি কোর্স (Subject) করতে হয় এবং বছরে ৯টি কোর্স সম্পন্ন করা সম্ভব। তারপর যথারীতি মাসের Bar Vocational কোর্স যুক্তরাজ্যে করতে হয়। বাংলাদেশে Bar Vocational Course করা সম্ভব নয়। বাংলাদেশে শুধু তিন বছর বা বছর মেয়াদের গ্র্যাজুয়েশন কোর্স করা যায়।

ব্যারিস্টার হতে হলেই বার প্রফেশনাল ট্রেনিং কোর্স করতে হবে। কিন্তু এই কোর্সে সরাসরি ভর্তি হওয়া যায় না। ভর্তি হওয়ার শর্তসমুহ নিম্নরুপঃ
প্রথম শর্ত:
তাঁকে আইইএলটিএস (IELTS) করতে হবে।
দ্বিতীয় শর্ত:
নিচের তিন যোগ্যতার যেকোনো একটি থাকতে হবে :
. কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা তার অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এলএলবি (সম্মান) পাস হতে হবে।
. কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে অনার্স ডিগ্রিধারী কারও যদি তৃতীয় শ্রেণি থাকে, তবে তাঁকে কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা তার অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণিসহ এলএলএম (মাস্টার্স) পাস করতে হবে।
. ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কেউ যদি অন্য কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, তবে তাঁকে নয় মাসের আরেকটি কোর্স সমপন্ন করতে হবে। ক্ষেত্রে অনার্স ডিগ্রিধারীদের উল্লিখিত প্রথম যোগ্যতা অর্জন করতে হবে

ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কেউ অনার্স পাস করলে (যে বিষয়ই হোক), বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে ভর্তি হতে হলে তাঁকে আবার নতুন করে কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে অনার্স করতে হবে তবে ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারীরা একটা বিশেষ সুবিধা পান, তা হলো, তাদের অনার্সের মোট ১২টি বিষয়ের মধ্যে তিনটি বিষয় কম পড়লেই চলে

বাংলাদেশি যে সকল প্রতিষ্ঠানে বার এট ডিগ্রি লাভেসহায়তা পাওয়া যায়:
বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টারি করার জন্য গ্র্যাজুয়েশন কোর্স করা যায়। যেখানে ইংল্যান্ডের পাঠ্যক্রম অনুযায়ী আইন পড়ানো হয়ে থাকে। যেমনঃ
১। ব্রিটিশ স্কুল অব
২। ভূঁইয়া একাডেমি
৩। নিউ ক্যাসেল একাডেমি
৪। লন্ডন কলেজ লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) প্রভৃতি।
এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংল্যান্ডের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে পরীক্ষায় অংশগ্রহন করেন তাঁদের উত্তরপত্রের মূল্যায়নটাও হয় ইংল্যান্ডে। এসব স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে অনার্স পাস করার পর ইংল্যান্ডে সরাসরি বার প্রফেশনাল ট্রেনিং কোর্সে (BPTC) ভর্তি হওয়া যায়। এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী যে কেউ এসব প্রতিষ্ঠানে তিন-চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) কোর্সে ভর্তি হতে পারেন। সে ক্ষেত্রে এসএসসি এইচএসসি মিলে তাঁদের জিপিএ থাকতে হবে। অবশ্য এসব প্রতিষ্ঠানে পড়ার নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডন আর ইউনিভার্সিটি অব নর্দামব্রিয়া দূরশিক্ষণ পদ্ধতিতে ব্রিটিশ ডিগ্রি নেওয়ার সুযোগ দেয়। তবে ঘরে বসে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে অনার্স করা গেলেও নয় মাসের বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের জন্য ইংল্যান্ডে যেতেই হবে

এলএলবি (সম্মানকোর্সে নিম্নলিখিত বিষয়সমূহ পড়তে হবে:

Subject List for Barrister if HSC/A-Level Passed
Standard Entry LLB structure –
Qualifying Law Degree route after HSC/A-Level

Level 1 
One compulsory module   - 1. Common law reasoning and institutions
Three core modules            - 2.  Contract law
                                               3. Criminal law
                                               4. Public law

Level 2 
One core module                5. Tort law

Level 3
One compulsory module     - 6. Jurisprudence and legal theory
Three core modules              - 7. Equity and Trusts
                                                8. Property law
                                                9. EU law

Three optional modules to be chosen from the subjects below:

1.   Administrative law
2.   Civil and criminal procedure
3.   Commercial law
4.   Company law
5.   Conflict of laws
6.   Criminology
7.   Dissertation
8.   Evidence
9.   Family law
10.               Intellectual property
11.               International protection of human rights
12.               Introduction to Islamic law
13.               Labour law
14.               Public international law

Required Documents for Admission:

1. Passport/Birth certificate/National ID
2. All Educational documents
3. Three copies of photograph (1 copy stamp size & 2 copies passport size).

Tuition Fees & Scholarships:

(Fees for SESSION (2014-15 shown below to get an idea)

DIPLOMA IN LAW
  • Fees Payable to British School of Law:
Admission Fee:
Tk.160,000*


Semester Fee:

Semester Name
Duration of Semester
Amount
1st Semester*
Sep to Dec
Tk.28000
2nd Semester*
Jan to May
Tk.35000





  • Fees Payable to UOL:
Type of Fee
Amount
Registration Fee Payable to UOL by 15th Oct 2014
£854.00
Examination FeePayable to UOL by 15th January 2015
£626.00
British Council Centre Fee for four papers
Tk.20,800

LLB 1st YEAR
  • Fees Payable to British School of Law:
Admission Fee:
Tk.100000*


Semester Fee:

Semester Name
Duration of Semester
Amount
1st Semester
Sep to Dec
Tk.28000
2nd Semester
Jan to May
Tk.35000





  • Fees Payable to UOL:
Type of Fees
Amount
Application Handling Fee Payable to UOL
£72.00
Registration Fee Payable to UOL by 15th Oct 2014
£854.00
Examination Fee Payable to UOL by 15th January 2015
£626.00
British Council Centre Fee for papers
Tk.20,800


A Level


Admission Fee:
Tk.50000*
Monthly fee for 2 paper
Tk. 7000
Monthly fee for 1 paper
Tk. 5000

  • Fees Policy:
* Fees of the UOL mentioned above are according to the fees structure provided by the UOL
* All the fees mentioned above are VAT included.
* Admission fee can be paid in two installments
*1st Semester fee must be paid by 10th September-2014 and 2nd Semester fee by 10th January-2015
*Taka 50 will be charged for each day afterwards as late fee
*Scholarships are available on admission fees

Barristers’ Association of Bangladesh (BAB)


There is an association of Barrister in Bangladesh named as “Barristers’ Association of Bangladesh (BAB)”, established in 1960s, is a non-profit making organization in Bangladesh. The BAB has been working for the development of legal profession, and enactment of suitable legislation in the country. Moreover the BAB is tryst of barristers of all generation. ‘Always for Justice’ is the slogan of BAB.

 Addresses of the institution in London:

The Bar Council, 289-393 High Holborn, London WC1V 7HZ, DX: 240 LDE, United Kingdom.
Tell: 020 7242 0082
The Address of the University of London:
Senate House, Malet Street, London WC1E 7HU, United kingdom
Tell: 4420 7862 8000
www.lon.ac.uk
www.londoninternational.ac.uk


The process of becoming a Barrister in short:
1.     LLB or Bachelor of law degree from any british university or British affiliated university. Duration 3 or 4 years. It may be from Bangladesh or from England.
2.     Bar Professional Training Course (BPTC). It must be physically from England. 

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...