Thursday, January 12, 2017

How to write GD in bangla

কিভাবে জিডি (সাধারণ ডায়েরী) করবেন 
আমাদের দেশের পাঠ্যবই তে আইন সম্পর্কে কোনো লেখা অন্তর্ভুক্ত না থাকায় সাধারণ মানুষ অতি প্রয়োজনীয় অনেক সাধারণ আইন জানেনা l বিধায় প্রতিনিয়ত তারা তাদের অনেক ছোট ছোট অধিকার থেকে বঞ্চিত হচ্ছে l তেমনি একটি বিষয় হচ্ছে জিডি বা সাধারণ ডায়েরি l অতীব দুঃখের হলেও সত্যি কথা হচ্ছে দেশের এখনো অনেক মানুষ জানেনা না কিভাবে জিডি করতে হয় এবং জিডি করতে কোনো টাকা লাগে কিনা l তাদের জ্ঞাতার্থে বলছি আইনের কোথাও জিডি করার জন্য কোনো টাকা/ফি (fee) প্রদানের কথা নেই l সুতরাং জিডি করার প্রয়োজন হলে নিজেই নিজের জিডি লিখে বিনা খরচে থানার ডিউটি অফিসারের কাছে গিয়ে জিডি করে আসুন l বর্তমানে নির্দিষ্ট কিছু বিষয়ে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে জিডি করা যায় l নিম্নে দুইটি পদ্ধতিই সকলের জ্ঞাতার্থে প্রদত্ত হলো

G.D/ জেনারেল ডায়েরি লেখার নিয়মঃ
(নিজেই লিখুন নিজের জিডি)
নিম্নে হারানো জিনিস সম্মন্ধে একটি জিডির আবেদন লেখা হল

বরাবর
অফিসার ইনচার্জ
....... মডেল থানা
জেলা:.......

বিষয়ঃ সাধারন ডায়েরী করার আবেদন

জনাব,
যথাযথ সম্মান পূর্বক নিবেদন এই যেআমি নিম্নস্বাক্ষরকারী আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যেগত .../.../১৭ ইং তারিখ ...সময়ঘটিকার সময় আমার নিম্নোক্ত বর্ননার মালামাল আপনার থানাধীন .......... হইতে ....... স্থানে যাওয়ার পথে হারিয়ে যায়
অতএবউপরোক্ত বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করিতে মহোদয়ের মর্জি হয়

হারিয়ে যাওয়া মালামালের বিবরনঃ 
 
 
 যদি মোবাইল হয় তাহলে IMEI number:

বিনীত
স্বাক্ষর
নামঃ
পিতাস্বামীর নামঃ
মাতাঃ
ঠিকানাঃ
থানাঃ
জেলাঃ
মোবাইল নং:

আবেদনটির দুই কপি থানার ডিউটি অফিসারের নিকট জমা দিন ডিউটি অফিসার ইহাতে স্বাক্ষর প্রদান করে জিডি নং লিখে এক কপি আপনাকে প্রদান করিবেন


ইন্টারনেটে ঘরে বসে জিডি করার পদ্ধতিঃ

Citizens Help request (CHR) বা বন্ধু পুলিশ’ প্রকল্পের মাধ্যমে জনসাধারণ জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে সাধারণ ডায়েরী বা জিডি করার অনুরোধসহ আইন সহায়তা লাভ করতে পারবেন জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে প্রবাসীগণও পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকাস্থ প্রবাসী কল্যাণ ডেস্ক-এর সাথে যোগাযোগের জন্য ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন উপরন্তু প্রবাসীগণ বাংলাদেশ পুলিশের প্রবাসী সহায়তা সেল-এর সাথে যোগাযোগের জন্য নিম্নবর্ণিত মাধ্যমগুলোর যে কোন একটি মাধ্যম ব্যবহার করতে পারবেন
-মেইলbangladesh@police.gov.bd.
ফ্যাক্স: +৮৮০--৯৫৫৮৮১৮ 

জরুরী নয়, এমন কিছু বিষয়ের উদাহরণ হচ্ছে:
  1. পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো
  2. বখাটে, মাদক সেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোন অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য (তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন হলে মোবাইল বা অন্য কোন মাধ্যমে সরাসরি ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে হবে)
  3. ছিনতাইয়ের শিকার ব্যক্তি, যখন নিরাপদ অবস্থানে বা তার আবাসস্থলে আছেন (ছিনতাইকারী গ্রেফতার বা মালামাল উদ্ধারের আশায় জরুরী বা তাৎক্ষনিক পুলিশী সাড়ার প্রয়োজন হলে ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে
  4. জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন কোন অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য
  5. গৃহ পারিবারিক, নিয়োগ দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য
  6. নতুন বা পুরোনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য

প্রাথমিকভাবে পাইলট হিসেবে নিম্নবর্নিত থানা/ইউনিটসমূহ থেকে বা বন্ধু পুলিশ’ বা ‘ CHR’-এর সেবা দেয়া হবে
. ঢাকা মহানগর এলাকার সকল থানা
. (কেবল প্রবাসীদের জন্য) প্রবাসী সহায়তা সেল, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা
. নারী নির্যাতন প্রতিরোধ সেল, PHQ
. মানব পাচার প্রতিরোধ সেল, PHQ

জনসাধারণের ভাল সাড়া পাওয়া গেলে এবং কোনরূপ পদ্ধতিগত জটিলতা দেখা না গেলে পর্যায়ক্রমে তা অধিক সংখ্যাক থানায় বিস্তৃত করা হবে

The procedure of making on-line GD:
Simply, go to the web site "https://chr.police.gov.bd/." and fill out the shape. The address within the kind takes one page, is written in straightforward English and might be crammed come in minutes. Upon completion of the shape, you may be given a GD serial range, when a amount of 1 week, you may got to take that serial range to the suitable station and devour your official copy of the criticism. As you may have guessed, this technique has some limitations. For one, most serious offences and crimes can not be reported  on-line, the service focuses totally on the non-serious ones. the rationale for this is often as a result of those crimes or offences need way more thorough legal and legislative work and procedure to method and file. For two, you wish to travel to the station to select up your official GD copy (using the GD serial range provided at the location when submitting the shape.) Since you've got to travel to the station anyways, its really quicker to avoid the web methodology and visit the station yourself. though official sources say that there area unit plans to upgrade this service to induce eliminate the restrictions presently, this is often a strictly tentative date. but on the entire, this is often a beautiful initiative from the a part of DMP or capital of Bangladesh Metropolitan Police and it's positively a step within the right direction.

Sources from CHR 

Bangladesh Police is providing a good on-line system of filing a GD or General Diary.
Usually, to file a General Diary, you may got to find the police headquarters of the realm wherever the crime has taken place and visit it. but If you do not grasp wherever the police headquarters is for a selected space, you'll select the closest one or a 1 you recognize. Afterwards. you fill out the appliance in details and hand it over to the duty officer. the appliance must be addressed  to the OC or Officer responsible of the police headquarters and it should give sure details like your name, gift address, permanent address and phone range. when receiving the appliance the duty officer can place it down in a very register and can offer you variety. this is often you GD serial range for the aim of all future references. This someday may want somewhat frustrating.

To ease the method and be additional subject friendly, few years back, Bangladesh Police started an internet GD filing service. although it had terribly restricted practicality some time past, it's improved immensely in recent times. The service is named CHR or subject facilitate Request and is presently absolutely operational in capital of Bangladesh town, Currently, Not every kind of complaints may be filed, most serious offences still got to filed personally at the suitable station. All non-serious offences and crimes may be filed utterly on-line via this technique. the standards for non-serious complaints include:
Information on Eve Teasing
Information on Snatching
Information regarding loss/theft of certificate, ID and documents
Information regarding Night Guard, Guard, Servant, Caretaker
Information regarding new/old tenants
Expatriate Problems/Complains

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...