Sunday, July 16, 2017

MCQ on The Evidence Act 1872

The Evidence Act, 1872
১. সাক্ষ্য আইন কোন সালে প্রণীত?
(ক) ১৮৭০ সালে
(খ) ১৮৭১ সালে
(গ) ১৮৭২ সালে
(ঘ) ১৮৭৩ সালে

উত্তরঃ (গ) ১৮৭২ সালে

২. সাক্ষ্য আইন কত নম্বর আইন?
(ক) ১ নম্বর
(খ) ২ নম্বর
(গ) ৫ নম্বর
(ঘ) ৪৫ নম্বর

উত্তরঃ (ক) ১ নম্বর

৩. সাক্ষ্য আইনে কতগুলো ধারা আছে?
(ক) ১৬৫ টি
(খ) ৩২ টি
(গ) ১৫৭ টি
(ঘ) ১৬৭ টি

উত্তরঃ (ঘ) ১৬৭ টি

৪. সাক্ষ্য আইন কোন সালে প্রকাশিত?
(ক) ১৬ মার্চ ১৮৭২
(খ) ১৫ মার্চ ১৮৭২
(গ) ২০ মার্চ ১৮৭২
(ঘ) ১০ মার্চ ১৮৭২

উত্তরঃ (খ) ১৫ মার্চ ১৮৭২

৫. সাক্ষ্য আইনের কার্যকারিতা শুরু হয় কোন সালে?
(ক) ১ সেপ্টেম্বর ১৮৭২
(খ) ১৫ মার্চ ১৮৭২
(গ) ৫ সেপ্টেম্বর ১৮৭২
(ঘ) ১০ মার্চ ১৮৭২

উত্তরঃ (ক) ১ সেপ্টেম্বর ১৮৭২


Facts in Issue and Relevancy of Fact
সাক্ষ্য আইনে প্রাসঙ্গিকতা 

৬. সাক্ষ্য আইনের ৫ ধারায় কোন ২টি বিষয়ে আলোকপাত করা হয়েছে?
(ক) বিচার্য বিষয় ও প্রশাসনিক বিষয়
(খ) বিচার্য বিষয় ও দালিলিক বিষয়
(গ) দালিলিক বিষয় ও গণতান্ত্রিক বিষয়
(ঘ) আইন বিষয় ও প্রশাসনিক বিষয়

উত্তরঃ (ক) বিচার্য বিষয় ও প্রশাসনিক বিষয়

৭. সাক্ষ্য আইনের ৬ ধারায় কোন বিষয়ের গ্রহণীয়তা সম্পর্কে বলা হয়েছে?
(ক) আইনি বিষয়
(খ) বিচার্য বিষয়
(গ) লেনদেনের অংশ

(ঘ) প্রশাসনিক বিষয়

উত্তরঃ (গ) লেনদেনের অংশ

৮. শুধু বিচার্য ঘটনা অথবা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কেই সাক্ষ্য দেয়া যাবে এটা কোন ধারায়?
(ক) ৪ ধারায়
(খ) ৫ ধারায়
(গ) ৬ ধারায়


(ঘ) ৭ ধারায়

উত্তরঃ (খ) ৫ ধারায়

৯. চুড়ান্ত প্রমাণের সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায়?
(ক) ৪ ধারায়
(খ) ৫ ধারায়
(গ) ৬ ধারায়


(ঘ) ৭ ধারায়


উত্তরঃ (ক) ৪ ধারায়

১০. যে সকল ঘটনা একই কাজের অংশ সেই গুলির প্রাসঙ্গিকতা কোন ধারায়?
(ক) ৪ ধারায়
(খ) ৫ ধারায়
(গ) ৬ ধারায়


(ঘ) ৭ ধারায়


উত্তরঃ (গ) ৬ ধারায়

১১. উদ্দেশ্য, প্রস্তুতি ও পূর্ববর্তী কিংবা পরবর্তী আচরণ সম্পর্কে বিধান কোন ধারায়?
(ক) ৪ ধারায়
(খ) ৫ ধারায়
(গ) ৮ ধারায়


(ঘ) ৭ ধারায়



উত্তরঃ (গ) ৮ ধারায়


Admission and Confession
স্বীকার ও স্বীকারোক্তি

১২. স্বীকারোক্তি কি ?
উত্তরঃ অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি প্রদান করা।
১২. দোষ স্বীকারোক্তি (Confession) কোন ধরণের মামলার ক্ষেত্রে প্রযোজ্য ?
উত্তরঃ ফৌজদারী মামলায়।
১৩. ভয়ভীতিতে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৪ ধারায়।
১৪. পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৫ ধারায়।
১৫. ২৫ ধারার বিরুদ্ধনীতি বা ব্যাতিক্রম কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৭ ধারায়।





১. সাক্ষ্য আইন কত সালের আইন ?
উত্তরঃ ১৮৭২ সালের।
২. সাক্ষ্য আইন কত নম্বর আইন ?
উত্তরঃ ১৮৭২ সালের ১ নম্বর
৩. সাক্ষ্য আইনে ধারা কতটি ?
উত্তরঃ ১৬৭ টি।
৪. সাক্ষ্য আইন কোন সালে প্রকাশিত ?
উত্তরঃ ১৫ মার্চ ১৮৭২।
৫. সাক্ষ্য আইন কার্যকর হয় কবে থেকে ?
উত্তরঃ ১ সেপ্টেম্বর ১৮৭২।
৬. স্বীকৃতি কোন ধারায় ?
উত্তরঃ ১৭ ও ১৮ ধারায়।
৭. স্বীকারোক্তি (Confession) কি ?
উত্তরঃ অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি প্রদান করা।
৮. দোষ স্বীকারোক্তি (Confession) কোন ধরণের মামলার ক্ষেত্রে প্রযোজ্য ?
উত্তরঃ ফৌজদারী মামলায়।
৯. ভয় ভিত্তিতে স্বীকারোক্তি করলে তা গ্রহণযোগ্য নয় কোন ধারায় ?
উত্তরঃ ২৪ ধারায়।
১০. পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় কোন ধারায় ?
উত্তরঃ ২৫ ধারায়।
১১. সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য কিরূপ হবে ?
উত্তরঃ প্রত্যক্ষ।
১২. কোনটি উত্তম সাক্ষ্য ?
উত্তরঃ প্রাথমিক সাক্ষ্য।
১৩. কোনটি পাবলিক দলিল ?
উত্তরঃ মামলার আরজি।
১৪. মালিকের অনুমতি নিয়ে 'ক' একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে ?
উত্তরঃ স্ব-কার্যজনিত বাধা (Estoppel)।
১৫. একজন দুষ্কর্মের সহযোগীর যোগ্য সাক্ষী হবে কি ?
উত্তরঃ সহযোগী আসামির বিরুদ্ধে।
১৬. জবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় ?
উত্তরঃ ১৩৭ ধারায়।
১৭. ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) কত ধারায় ?
উত্তরঃ ১৪১ ধারায়



To be continued.................











1 comment:

  1. সাক্ষ্য আইনের অধ্যায় অনুযায়ী MCQদেওয়ার জন্য

    ReplyDelete

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...