Sunday, July 16, 2017

MCQ on Specific Relief Act 1877

MCQ on Specific Relief Act 1877

Specific Relief
সুনির্দিষ্ট প্রতিকার

১. সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন সালে প্রণীত?
(ক) ১৮৭৫ সালে 
(খ) ১৮৭৬ সালে
(গ) ১৮৭৭ সালে 
(ঘ) ১৮৭৮ সালে

উত্তরঃ (গ)  ১৮৭৭ সালে

২. সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন প্রকাশিত হয়?
(ক) ১০ মে ১৮৭৭ সালে
(খ) ৭ ফেব্রুয়ারী ১৮৭৭ সালে
(গ) ৮ ফেব্রুয়ারী ১৮৭৭ সালে
(ঘ) ১ মার্চ ১৮৭৭ সালে

উত্তরঃ (খ) ৭ ফেব্রুয়ারী ১৮৭৭ সালে

৩. সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন থেকে কার্যকর হয়?
(ক) ১০ মে ১৮৭৭ সালে
(খ) ১ মে ১৯৭৭ সালে
(গ) ১ মে ১৮৭৭ সালে
(ঘ) ১ মার্চ ১৮৭৭ সালে

উত্তরঃ (গ) ১ মে ১৮৭৭ সালে

৪. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতগুলো ধারা আছে?
(ক) ৫৫ টি 
(খ) ৫৬ টি 
(গ) ৫৭ টি 
(ঘ) ৫৮ টি 

উত্তরঃ (গ) ৫৭ টি

৫. কোনটি পদ্ধতি বিষিয়ক আইন নয়?
(ক) দেওয়ানী কার্যবিধি 
(খ) ফৌজদারী কার্যবিধি 
(গ) ক ও খ  
(ঘ) সুনির্দিষ্ট প্রতিকার আইন

উত্তরঃ (ঘ) সুনির্দিষ্ট প্রতিকার আইন

৬. সুনির্দিষ্ট প্রতিকার আইন কত নং আইন?
(ক) ১৮৭৭ সালের ৫ নং আইন  
(খ) ১৮৭৭ সালের ১ নং আইন
(গ) ১৮৭৭ সালের ৪৫ নং আইন
(ঘ) ১৮৭৭ সালের ৯ নং আইন


উত্তরঃ (খ) ১৮৭৭ সালের ১ নং আইন

৭. সুনির্দিষ্ট প্রতিকার আইন কত খন্ডে বিভক্ত?
(ক) ২ টি 
(খ) ৫ টি 
(গ) ৩ টি 
(ঘ) ৭ টি 

উত্তরঃ (গ) ৩ টি

৮. সুনির্দিষ্ট প্রতিকার আইন কি?
(ক) যে আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে
(খ) যে আইনের মধ্যে ক্ষতিপূরণের প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে
(গ) ক ও খ 
(ঘ) কোনোটিই না 

উত্তরঃ (ক) যে আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে



Specific Relief How Given
সুনির্দিষ্ট প্রতিকার  মঞ্জুর এবং নামঞ্জুর 

৯. সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় কত প্রকারে?
(ক) ৩ প্রকারে
(খ) ৪ প্রকারে
(গ) ৫ প্রকারে
(ঘ) ৬ প্রকারে

উত্তরঃ (গ) ৫ প্রকারে

১০. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি আছে?
(ক) ৯ ধারায়
(খ) ১২ ধারায়
(গ) ৪ ধারায়
(ঘ) ৫ ধারায়

উত্তরঃ (ঘ) ৫ ধারায়

১১. সম্পত্তি অর্পণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায়?
(ক) ১১ ধারায় 
(খ) ১২ ধারায়
(গ) ১৩ ধারায়
(ঘ) ১৪ ধারায়

উত্তরঃ (ক) ১১ ধারায়

১২. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয়?
(ক) রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে
(খ) দণ্ডমূলক আদেশ প্রদানের মাধ্যমে 
(গ) ক ও খ 
(ঘ) কোনোটিই না  

উত্তরঃ (ক) রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে

১৩. কোন উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে?
(ক) রিসিভার নিয়োগের মাধ্যমে
(খ) অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে
(গ) অগ্রক্রয় আদেশের মাধ্যমে 
(ঘ) বাটোয়ারা ডিক্রী প্রদানের মাধ্যমে


উত্তরঃ (ক) রিসিভার নিয়োগের মাধ্যমে

১৪. নিম্নের কোন উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে
(ক) রিসিভার নিয়োগের মাধ্যমে
(খ) নির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ করে দাবীদারকে প্রত্যর্পণের মাধ্যমে
(গ) সুনির্দিষ্ট আইনগত কর্তব্য সম্পাদনের মাধ্যমে
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ঘ) উপরের সবগুলো 

১৫. কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পরে না?
(ক) চুক্তি বাস্তবায়ন
(খ) নিষেধাজ্ঞা
(গ) আর্থিক ক্ষতিপূরণ
(ঘ) স্বত্ব ঘোষণা 

উত্তরঃ (গ) আর্থিক ক্ষতিপূরণ

১৬. কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না?
(ক) বে-আইনী কাজ করা হতে বারিত করার জন্য
(খ) আংশিক চুক্তি পালনের জন্য
(গ) শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য
(ঘ) সম্পত্তি দখল উদ্ধারের জন্য

উত্তরঃ (গ) শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য


Nature of Preventive Relief

বিবর্তনমূলক প্রতিকারের প্রকৃতি

১৭. নিরোধক প্রতিকার কি?
উত্তরঃ কোনো কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদান

১৮. নিরোধক প্রতিকার (Preventive Relief) কোন ধারায়?
(ক) ৬ ধারায় 
(খ) ৭ ধারায়
(গ) ৮ ধারায়
(ঘ) ৯ ধারায়

উত্তরঃ (ক) ৬ ধারায়

১৯. নিরোধক প্রতিকার কিভাবে প্রদান করা হয়?
উত্তরঃ কোনো কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে

২০. নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়?
(ক) দখল পুনরুদ্ধারের মাধ্যমে
(খ) নিষেধাজ্ঞার মাধ্যমে
(গ) চুক্তি সম্পাদনের মাধ্যমে 
(ঘ) উপরের কোনোটিই না

উত্তরঃ (খ) নিষেধাজ্ঞার মাধ্যমে

২১. নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়?
(ক) আদালতের ইচ্ছাধীন ক্ষমতায়
(খ) স্থায়ী নিষেধাজ্ঞা জারীর মাধ্যমে
(গ) অস্থায়ী নিষেধাজ্ঞা জারীর মাধ্যমে
(ঘ) উপরের সবগুলো


উত্তরঃ (ঘ) উপরের সবগুলো

২২. আদালত তার কোন ক্ষমতা বলে নিরোধক প্রতিকার মঞ্জুর করে?
(ক) আইনমন্ত্রীর ক্ষমতাবলে
(খ) এটর্নীজেনারেলের ক্ষমতাবলে
(গ) ইচ্ছাধীন ক্ষমতাবলে
(ঘ) উপরের সবগুলো


উত্তরঃ (গ) ইচ্ছাধীন ক্ষমতাবলে

১. কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায়।
৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারে কি প্রমান করতে হবে?
উত্তরঃ দখল ও বেদখল
৪. অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার কত ধারায়?
উত্তরঃ ১০ ধারায়
৫. শর্ত সাপেক্ষে খাস দখলের মোকদ্দমায় বিবাদী হেরে গেলে কি করবেন ?
উত্তরঃ আপীল।
৬. দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের -
উত্তরঃ পক্ষ থাকার প্রয়োজন নাই।
৭. জাল দলিল হলে কি করবেন ?
উত্তরঃ দলিল বাতিলের মামলা।
৮. চিরস্থায়ী নিষেধাজ্ঞা কত ধারায় মঞ্জুর করা হয় ?
উত্তরঃ ৫৪ ধারায়।
৯. স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর জকরা হয় ?
উত্তরঃ ডিক্রির মাধমে।
১০. দেওয়ানি আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা-
উত্তরঃ নিরোধমূলক।



To be continued...........




No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...