Sunday, July 16, 2017

MCQ on The Bangladesh Legal Practitioners and Bar Council Orders and Rules 1972

Group F Syllabus
Professional Ethics, Bar Council Order & Rules, Legal Decisions and Reports

Introduction to Bar Council Order and Rule

    ১. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কত সালের ?
    (ক) ১৯৭২ সালের 
    (খ) ১৯৭১ সালের 
    (গ) ১৯৭৫ সালের 
    (ঘ) ১৮৭২ সালের 

    ২. বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এ কতটি বিধি রয়েছে?
    (ক) ২০১ টি 
    (খ) ১০১ টি 
    (গ) ৯০ টি 
    (ঘ) ৮০ টি 

    ৩. বাংলাদেশ বার কাউন্সিল কি ?
    (ক) বাংলাদেশের আইনজীবীদের সমন্বয়ে গঠিত পরিষদ 
    (খ) আইনজীবীদের তথ্য কেন্দ্র 
    (গ) আইনজীবীদের পরামর্শ কমিটি 
    (ঘ) আইনজীবীদের বিনোদনমুলক কমিটি 

    ৪. আইনজীবীদের সনদের জন্য আবেদনকারীর Pupilage Diary তে অন্যুন কতটি মামলার নোট থাকবে?
    (ক) ১০ টি 
    (খ) ৫ টি 
    (গ) ৬ টি 
    (ঘ) ১২ টি 

    ৫. আইনজীবীদের সনদের জন্য আবেদনকারীর Pupilage Diary তে অন্যুন কতটি দেওয়ানী মামলার নোট থাকবে?
    (ক) ১০ টি 
    (খ) ৫ টি 
    (গ) ৬ টি 
    (ঘ) ১২ টি 

    ৬. আইনজীবীদের সনদের জন্য আবেদনকারীর Pupilage Diary তে অন্যুন কতটি ফৌজদারী মামলার নোট থাকবে?
    (ক) ১০ টি 
    (খ) ৫ টি 
    (গ) ৬ টি 
    (ঘ) ১২ টি 

    ৭. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ টি রাষ্ট্রপতির কত নম্বর আদেশ?
    (ক) ১০ নং আদেশ  
    (খ) ৪৬ নং আদেশ 
    (গ) ৫০ নং আদেশ
    (ঘ) ৪৮ নং আদেশ

    ৮. বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা কি?
    (ক) আদেশ  
    (খ) অধ্যাদেশ 
    (গ) বিশেষ বিধি 
    (ঘ) আইন 

    ৯. আইনজীবী হিসাবে তালিকাভুক্তির পদ্ধতি বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা এর কত অধ্যায়ে?
    (ক) ৬ষ্ট  
    (খ) ৭ম 
    (গ) ৮ম 
    (ঘ) ৫ম  

    ১০. আইনজীবীদের আচরণের বিচার কার্যক্রম কত কোন কোন অনুচ্ছেদে?
    (ক) ৩১-৫১
    (খ) ৫১-৬১
    (গ) ৪১-৫০
    (ঘ) ৬১-৭১


    উত্তরঃ ১:ক, ২:খ, ৩:ক, ৪:ক, ৫:খ, ৬:খ, ৭:খ, ৮:ক, ৯:ক, ১০:গ  



    Legal profession and social responsibilities
      ১. আইনজীবীদের পেশাগত আচরণবিধি সম্পর্কে কোন আইনে লিপিবদ্ধ আছে?
      (ক) দেওয়ানী কার্যবিধি 
      (খ) বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২।
      (গ) ফৌজদারী কার্যবিধি 
      (ঘ) ক ও খ 

      ২. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি অধ্যায় আছে ?
      (ক) ৪ টি।
      (খ) ৫ টি।
      (গ) ক ও খ
      (ঘ) উপরের কোনোটিই না 

      ৩. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি বিধি আছে ?
      (ক) ৪২ টি।
      (খ) ৪০ টি।
      (গ) ক ও খ
      (ঘ) উপরের কোনোটিই না 

      উত্তরঃ ১:খ , ২:ক , ৩:ক 


      Lawyers and Public interest
      আইনজীবী এবং জনস্বার্থ 

      ৪. বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডারের কোন অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ?
      (ক) ২য় অধ্যায়ে।
      (খ) ৪র্থ  অধ্যায়ে।
      (গ) ৫ম অধ্যায়ে।
      (ঘ) ৬ষ্ঠ অধ্যায়ে। 


      উত্তরঃ ৪:খ 

      Confidentiality, transparency and accountability of a Lawyer

      Conduct with Advocate

      ৫. অন্যান্য অ্যাডভোকেটদের সাথে আচরণ কোন অধ্যায়ে ?
      উত্তরঃ ১ম অধ্যায়ে।
      ৬. ১ম অধ্যায়ে কয়টি বিধি আছে ?
      উত্তরঃ ১১ টি
      ৭. আদালতের কর্ম সময়ের পর যে কোনো জরুরি বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট বিচারকের সাথে যোগাযোগ করার পন্থা কি ?
      উত্তরঃ প্রতিপক্ষের আইনজীবীকে সাথে নিয়ে বিচারকের সরকারি কামরায় দেখা করা
      ৮. একের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে মামলা পরিচালনার অধিকার থাকবে কার ?
      উত্তরঃ নিযুক্ত অ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র 

      Conduct with Client

      ৯. মক্কেলের সাথে আচরণ কোন অধ্যায়ে ?
      উত্তরঃ ২য় অধ্যায়ে।
      ১০. ২য় অধ্যায়ে কয়টি বিধি আছে ?
      উত্তরঃ ১৪ টি
      ১১. একটি সম্পত্তির নিলাম বিক্রয়ে একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি কি করবেন ?
      উত্তরঃ সম্পত্তিটি বা তাহার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবে না
      ১২. একজন অ্যাডভোকেট মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো অ্যাডভোকেটকে অর্পণ করবে কখন ?
      উত্তরঃ যদি তাকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয় কোনো দলিলের হেফাজত বিষয়ে

      Conduct with Court

      ১৩. আদালতের সাথে আচরণ কোন অধ্যায়ে ?
      উত্তরঃ ৩য় অধ্যায়ে।
      ১৪. ৩য় অধ্যায়ে কয়টি বিধি আছে ?
      উত্তরঃ ৯ টি
      ১৫. একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো ?
      উত্তরঃ ন্যায়বিচার নিশ্চিত করা

      Conduct with Public 

      ১৬. জনগণের সাথে আচরণ কোন অধ্যায়ে ?
      উত্তরঃ ৪র্থ অধ্যায়ে।
      ১৭. ৪র্থ অধ্যায়ে কয়টি বিধি আছে ?
      উত্তরঃ ৮ টি
      ১৮. কেবল অপর পক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে কোনো পক্ষ মামলা করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন অ্যাডভোকেট এর দায়িত্ব কি ?
      উত্তরঃ মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবে

      Oath of an Advocate
      আইনজীবীদের শপথ

      ১৯. আইনজীবীদের শপথ কোথায় অনুষ্ঠিত হয় ?
      উত্তরঃ বার এসোসিয়েশনে।

      Composition and functions of the Bangladesh Bar Council
      বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী 

      ২০. বাংলাদেশ বার কাউন্সিল কি ?
      উত্তরঃ আইনজীবিদের বিধিবদ্ধ সংস্থা
      ২১. বাংলাদেশ বার কাউন্সিল একটি ?
      উত্তরঃ সংবিধিবদ্ধ সংস্থা
      ২২. বাংলাদেশ বার কাউন্সিল কে নিয়ন্ত্রণ করে ?
      উত্তরঃ জাতীয় সংসদ
      ২৩. বাংলাদেশ বার কাউন্সিল কোন আদেশ বলে গঠিত/নিয়ন্ত্রিত ?
      উত্তরঃ বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ১৯৭২
      ২৪. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও  বিধিমালা ১৯৭২ কি ধরণের আইন ?উত্তরঃ মূল আইন ও পদ্ধতিগত আইন

      ২৫. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও  বিধিমালা ১৯৭২ কি ধরণের আইন ?উত্তরঃ বিশেষ আইন


      ২৬. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও  বিধিমালা ১৯৭২ কি ধরণের আইন ?উত্তরঃ President's Order.



      ২৭. বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে কোন অনুচ্ছেদে বর্ণিত ?
      উত্তরঃ ১০ম অনুচ্ছেদে
      ২৮. বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে/ এর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে কোন অনুচ্ছেদে বর্ণিত ?
      উত্তরঃ ১০ম অনুচ্ছেদে
      ২৯. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও  বিধিমালা ১৯৭২ এর উদ্দেশ্য কি ?
      উত্তরঃ আইনজীবীদের নিয়ন্ত্রণ করা
      ৩০. বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত ?
      উত্তরঃ ১৫ জন
      ৩১. বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কত ?
      উত্তরঃ ১৪ জন
      ৩২. বাংলাদেশ বার কাউন্সিলের অনির্বাচিত সদস্য সংখ্যা কত ?
      উত্তরঃ ১ জন
      ৩৩. বাংলাদেশ বার কাউন্সিলের গ্রূপভিত্তিক নির্বাচিত সদস্য সংখ্যা কত ?
      উত্তরঃ ৭ জন
      ৩৪. বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যগণ কিভাবে নির্ধারিত হয় ?
      উত্তরঃ পদাধিকারবলে ও নির্বাচনের মাধ্যমে
      ৩৫ বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান/সভাপতি কে ?
      উত্তরঃ পদাধিকারবলে এটর্নী জেনারেল/মাহবুবে আলম
      ৩৬. বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি কিভাবে কিভাবে নির্বাচিত হয় ?
      উত্তরঃ নির্বাচনের মাধ্যমে
      ৩৭. বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যগণ এর মেয়াদকাল কত ?
      উত্তরঃ ৩ বছর
      ৩৮. বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যগণ মেয়াদকাল শেষে কোন তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে ?
      উত্তরঃ ৩১ মে
      ৩৯. কোনো অ্যাডভোকেট বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না  উপর্যুপরি ?
      উত্তরঃ ২ বারের বেশি
      ৪০. বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয় কাজটি ?
      উত্তরঃ আইনগত সহায়তা
      ৪১. বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি কমিটির গঠন ?
      উত্তরঃ ১১খ অনুচ্ছেদে
      ৪২. আইনজীবী তালিকাভুক্তি কমিটি (Enrollment Comity) এর সদস্য সংখ্যা  ?
      উত্তরঃ ৫ জন
      ৪৩. নির্বাহী কমিটি (Executive Comity) এর সদস্য সংখ্যা ?
      উত্তরঃ ৫ জন
      ৪৪. অর্থনৈতিক কমিটি (Finance Comity) এর সদস্য সংখ্যা  ?
      উত্তরঃ ৫ জন
      ৪৫. শিক্ষা কমিটি (Education Comity) এর সদস্য সংখ্যা  ?
      উত্তরঃ ৯ জন
      ৪৬. আইনজীবী তালিকাভুক্তি কমিটি (Enrollment Comity) এর চেয়ারম্যান কে ?
      উত্তরঃ আপীল বিভাগের বিচারক
      ৪৭. প্রশ্নঃ বাংলাদেশ বার কাউন্সিল বিধিমালা ১৯৭২ এর বিধি ও ফরম কে পরিবর্তন বা সংশোধন করতে পারবে ?
      উত্তরঃ বাংলাদেশ বার কাউন্সিল
      ৪৮. প্রশ্নঃ বাংলাদেশ বার কাউন্সিল বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব 
      অনুমোদন লাগবে কার  ?
      উত্তরঃ সরকারের
      ৪৯. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (Secretary) নিযুক্ত হয় ? 
      উত্তরঃ সরকার কর্তৃক
      ৫০. বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (Secretary) কে ?
      উত্তরঃ তত্ত্বাবধান কর্মকর্তা

      No comments:

      Post a Comment

      Specific Relief Act 1877 in Bangla

      সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...