Wednesday, May 24, 2017

Bar Council MCQ Model Question 3 and Answer

Bar Council Exam MCQ Model Questions and Answers

Written by Muhammad Mohiuddin, LLB MBA



Model Question-3
and Answers



১. জেলা (District) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(৪) ধারায়
২. বিচারক (Judge) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(৮) ধারায়
৩. দেনাদার/দায়িক (Judgement Debtor) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(১০) ধারায়
৪. যেই ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ   দেনাদার/দায়িক (Judgement Debtor) বলে।
৫. বৈধ বা আইনানুগ প্রতিনিধি (Legal Representative) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(১১) ধারায় 
৬. অন্তর্বর্তীকালীন মুনাফা (Means Profit) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(১২) ধারায়
৭. নিয়মাবলী (Rule) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(১৮) ধারায়
৮. রায় হচ্ছে কি ?
উত্তরঃ  ডিক্রি বা আদেশের ভিত্তি 
৯. মিনস প্রফিট (Means Profit) এর শর্ত হচ্ছে কি ? 
উত্তরঃ  বেআইনী দখলকার ব্যক্তি সম্পত্তি হতে মুনাফা লাভ করতে হবে 
১০. আদেশ হচ্ছে কি ?
উত্তরঃ দেওয়ানী আদালতের কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিক্রি নয় ।
১১. CPC এর পূর্ণাঙ্গ রূপ কি ?
উত্তরঃ  Code of Civil Procedure  
১২. দেওয়ানী মোকদ্দমা দায়ের করার কারণকে কি বলে ?
উত্তরঃ  নালিশের কারণ (Cause of Action) বলা হয়
১৩. প্রত্যাখ্যানের আদেশ হচ্ছে কি ?
উত্তরঃ  ডিক্রী (Decree)
১৪. নামঞ্জুর (Reject Order) এর আদেশ/সিদ্ধান্ত কি ? 
উত্তরঃ আদেশ (Order)
১৫. দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে কি করা যায় ?
উত্তরঃ রিভিশন (Revision) বা বিবিধ আপীল (Miscellaneous Appeal)
১৬. পক্ষে ডিক্রী হলে কি করতে হয় ? 
উত্তরঃ  ডিক্রী জারীর আবেদন করতে হয়।
১৭. বিপক্ষে ডিক্রী হলে কি করতে হয় ? 
উত্তরঃ আপীল আবেদন করতে হয় 
১৮. কায়মোকাম কি ?
উত্তরঃ বাদী এবং বিবাদীর উত্তরাধিকারীকে মোকদ্দমায় পক্ষভুক্ত করাকে কায়মোকাম বলে।
১৯. Lispendens, A pending suit বা অমীমাংসিত মোকদ্দমা কি ? 
উত্তরঃ : "মোকদ্দমা চলাকালে নালিশী সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর করা যাবে না" এই নীতিকে Lispendens বলে।
২০. Pendente lite nihil innovator এর অর্থ কি ? 
উত্তরঃ "মোকদ্দমা রুজু অবস্থায় নতুন মোকদ্দমা সৃষ্টি করা উচিত নয়"
২১. সাধারণ উদ্দেশ্য/যৌথ অপরাধীদের দায়িত্ব কত ধারায় ?
উত্তরঃ ৩৪ ধারায়।
২২. ৩৪ ধারার সর্বোচ্চ শাস্তি কি ?
উত্তরঃ মূল অপরাধের শাস্তি।
২৩. সাধারণ উদ্দেশ্য (Common Object) এর শাস্তি কত ধারায় ?
উত্তরঃ ১৪৯ ধারায়।
২৪. প্ররোচনার সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ১০৭ ধারায়।
২৫. প্ররোচনার শাস্তির বিধান কত ধারায় ?
উত্তরঃ ১০৯ ও ১১০ ধারায়।
২৬. প্ররোচনার ক্ষেত্রে ১০ জনের অধিক ব্যক্তিগোষ্ঠী দ্বারা অপরাধ সংঘটনে সাহায্য করলে শাস্তি কি ?
উত্তরঃ ৩ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় ।
২৭. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১১৫ ধারায়।
২৮. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার পর অপরাধটি সংঘটিত না হলে শাস্তি কি ?
উত্তরঃ ১১৫ ধারা মতে ৭ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) এবং অর্থদণ্ড।
২৯. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার পর অপরাধটি সংঘটিত হলে শাস্তি কি ?
উত্তরঃ ১১৫ ধারা মতে ১৪ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) এবং অর্থদণ্ড।
৩০. Mens rea কি নির্দেশ করে/ বলতে কি বুঝায় ?
উত্তরঃ দোষযুক্ত মন বা Guilty mind
৩১. একজন ৯ বছরের বেশি বয়স্ক অপক্ক শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ১২ বছর।
৩২. পেনাল কোডে কত প্রকার শাস্তির কথা বলা হয়েছে ?
উত্তরঃ ৫ প্রকার
৩৩. শাস্তির বর্ণনা আছে কত ধারায় ?
উত্তরঃ ৫৩ ধারায়
৩৪. কারাদণ্ড কত ধরণের ?
উত্তরঃ ২ ধরণের। যথাঃ সশ্রম ও বিনাশ্রম।
৩৫. পেনাল কোডে কোনটি অনুমিত সাজা নয়/কোন শাস্তির বিধান নাই ?
উত্তরঃ বেত্রাঘাত।
৩৬. পেনাল কোডে সর্বনিম্ন সাজা কোনটি ?
উত্তরঃ ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
৩৭. যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত দিন ?
উত্তরঃ ৫৭ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে ৩০ বছর।
৩৮. যাবজ্জীবন কারাদণ্ড কি ধরণের হবে ?
উত্তরঃ সর্বদাই সশ্রম হবে 
৩৯. দ্বীপান্তর সাজাটি স্থলাভিষিক্ত করা হয়েছে কি শাস্তি দ্বারা ?
উত্তরঃ যাবজ্জীবন কারাদণ্ডের দ্বারা।
৪০. আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তাহা ১/৪ অংশের বেশি হবে না-
উত্তরঃ অপরাধের সর্বোচ্চ শাস্তির।










No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...