Sunday, May 21, 2017

Bar Council MCQ Model Question 2 and Answer

Bar Council Exam MCQ Model Questions and Answers

Written by Muhammad Mohiuddin, LLB MBA



Model Question-2
and Answers



১. দণ্ডবিধি (Penal Code) প্রণীত হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৬০ সালে।
২. দণ্ডবিধিতে (Penal Code) মোট ধারা আছে কতটি ?
উত্তরঃ ৫১১ টি।
৩. দণ্ডবিধিতে মোট কতগুলো অধ্যায়/পরিচ্ছদ আছে ?
উত্তরঃ ২৩ টি 
৪. দণ্ডবিধি (Penal Code) কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৬০ সনের ৬ অক্টবর।
৫. দণ্ডবিধি (Penal Code) কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ মে, ১৮৬১ ।
৬. দণ্ডবিধি (Penal Code) কত নম্বর আইন ?
উত্তরঃ ১৮৬০ সালের ৪৫ নং আইন।
৭. দণ্ডবিধি (Penal Code) কে প্রণয়ন করেন ?
উত্তরঃ লর্ড ম্যাকলে (Lord Mackley)
৮. পেনাল কোড হলো একটি -
উত্তরঃ Substantive Law বা মূল আইন। 
৯. অপরাধ (Offence) কি ?
উত্তরঃ ধারা ৪০ মোতামেক যে সমস্ত কাজ করা বা না করা প্রচলিত আইনে শাস্তিযোগ্য।
১০. অপরাধের সংজ্ঞা কোন ধারায়?
উত্তরঃ দণ্ডবিধির   ৪০ ধারায়।
১১. অপরাধের সংজ্ঞা কোন আইনে আছে ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধি ও দণ্ডবিধিতে। 
           (ফৌজদারী কার্যবিধির ধারা ৪(ণ) এবং দণ্ডবিধির ধারা ৪০)
১২. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ Substantive Law বা মূল আইন।
১৩. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ শাস্তির বিধান।
১৪. দণ্ডবিধিতে "জজ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১৯ ধারায়।
১৫. দণ্ডবিধিতে "অপরাধ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ৪০ ধারায়।
১৬. দণ্ডবিধিতে সরল বিশ্বাস (Good Faith) সম্পর্কে লেখা কোন ধারায় ?
উত্তরঃ ৫২ ধারায়।
১৭. একজন শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ৯ বছর।
১৮. সাধারণ অভিপ্রায় বা Common Intention এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ৩৪ ধারায়।
১৯. একই উদ্দেশ্য সাধনকল্পে কতিপয় লোকের কৃত কাজে সংঘটিত অপরাধের জন্য সবাই সমান দোষী হবে কোন ধারা অনুযায়ী ?
উত্তরঃ ৩৪ ধারায়।
২০. ৩৪ ধারার অপরাধ সংঘটনের জন্য কতজন ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন ?
উত্তরঃ ২ বা ততোধিক।
২১. ফৌজদারী কার্যবিধি কত সালে প্রনয়ণ করা হয় ?
উত্তরঃ ১৮৯৮ সালে।
২২. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ সালের কত নম্বর আইন ?
উত্তরঃ ৫ নং।
২৩. ফৌজদারী কার্যবিধি কখন প্রকাশিত ?
উত্তরঃ ২২ মার্চ ১৮৯৮ ।
২৪. ফৌজদারী কার্যবিধি কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১লা জুলাই ১৮৯৮ ।
২৫. ফৌজদারী কার্যবিধিতে কতগুলো ধারা আছে ?
উত্তরঃ ৫৬৫ টি।
২৬. ফৌজদারী কার্যবিধিতে কতগুলো তফসীল (Schedule) আছে ?
উত্তরঃ ৫ টি ।
২৭. প্রথম ভারতীয় আইন কমিশনের প্রধান কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মেকলে।
২৮. ফৌজদারী কার্যবিধি কি ধরণের আইন ?
উত্তরঃ পদ্ধতিগত আইন।
২৯. Cr.P.C এর পূর্ণ রূপ কি ?
উত্তরঃ Code of Criminal Procedure
৩০. অপরাধ কি ?
উত্তরঃ যে সমস্ত কাজ করা বা করা থেকে বিরত থাকা দেশে বলবৎ কোনো আইনে শাস্তিযোগ্য করা হয়েছে তাকে অপরাধ বলে।
৩১. অপরাধ কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার। 
[(I) আমলযোগ্য অপরাধ (Cognizable Offence)
(II) আমল অযোগ্য অপরাধ (Non-Cognizable Offence) ]
৩২. আমলযোগ্য অপরাধ কি ?
উত্তরঃ যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে। 
[ফৌজদারী কার্যবিধির ২য় তফসীলে বর্ণিত অপরাধসমূহ)]
৩৩. আমল অযোগ্য অপরাধ কি ?
উত্তরঃ যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় বা ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া অপরাধীকে গ্রেফতার করতে পারে না। 
[ফৌজদারী কার্যবিধির ২য় তফসীলের ৩য় কলামে বর্ণিত অপরাধসমূহ]
৩৪. ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না কোন অপরাধে ?

উত্তরঃ আমল অযোগ্য অপরাধে।
৩৫. অনুসন্ধান (Inquiry) কি ?
উত্তরঃ ম্যাজিষ্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার কার্যক্রম ব্যতীত সমস্ত কাজই অনুসন্ধান।
৩৬. অনুসন্ধান এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের পূর্বে মামলার সত্যতা যাচাই করা।
৩৭. তদন্ত (Investigation) কি ?
উত্তরঃ সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার বা ম্যাজিষ্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি (ম্যাজিষ্ট্রেট নহে) কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমই তদন্ত।
৩৮. তদন্ত (Investigation) কি প্রশাসনিক নাকি বিচারিক কার্যক্রম ?
উত্তরঃ তদন্ত সম্পূর্ণরূপে প্রশাসনিক কার্যক্রম।
৩৯. তদন্ত এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করা।
৪০. বিচারিক কার্যক্রম (Trial) কি ?
উত্তরঃ আদালতে বিচারের জন্য মামলা আসার পর বিচারক যে সকল কার্যক্রম গ্রহণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড বা খালাস দিয়ে থাকেন।
১. দেওয়ানি কার্যবিধির সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ দেওয়ানি কার্যবিধি ১৯০৮ (The Code of Civil Procedure 1908)
৪২. দেওয়ানি কার্যবিধি কখন প্রবর্তিত/প্রণীত/প্রকাশিত হয় ?
উত্তরঃ:  ২১ মার্চ ১৯০৮ সালে 
৪৩. দেওয়ানি কার্যবিধি সর্ব প্রথম কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৫৯ সালে 
৪৪. দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের কত নং আইন ?
উত্তরঃ ৫ নং আইন  
৪৫. দেওয়ানি কার্যবিধি কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ জানুয়ারী ১৯০৯ থেকে 
৪৬.  দেওয়ানি কার্যবিধি কি ধরণের আইন ?
উত্তর: পদ্ধতিগত আইন (Procedural Law)  ও কার্যপ্রণালী সংক্রান্ত আইন  
৪৭. দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি ধারা আছে ?
উত্তরঃ: ১৫৮ টি
৪৮. ১৮৮২ সালের দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি ধারা ছিল ?
উত্তরঃ ৬৫৩ টি
৪৯. ধারাগুলো পরিবর্তন বা সংশোধন করতে পারে কে ?
উত্তরঃ দেশের আইনসভা/জাতীয় সংসদ 
৫০. দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি আদেশ আছে ?
উত্তরঃ  ৫১ টি
৫১. দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি তফসীল (Schedule) আছে ?
উত্তরঃ  ৫ টি
৫২. আদেশগুলো পরিবর্তন বা সংশোধন করতে পারে কে ?
উত্তরঃ - সুপ্রীম কোর্ট (১২২ ধারা)
৫৩. দেওয়ানি মামলা কাকে বলা হয় ?
উত্তরঃ সকল প্রকার স্বত্বের মামলাকে 
৫৪. নতুন প্রণীত রুলসগুলোতে সম্মতি লাগবে কার ? 
উত্তরঃ  রাষ্ট্রপতির
৫৫. দেওয়ানি কার্যবিধির সংজ্ঞাসমূহ কত ধারায় ?
উত্তরঃ  ২ ধারায়   
৫৬. কোড (Code) এর সংজ্ঞা  কত ধারায় ?
উত্তরঃ  ২(১) ধারায়   
৫৭. ডিক্রি (decree) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(২) ধারায়
৫৮. ডিক্রি (decree) কত প্রকার ?
উত্তরঃ - ২ প্রকার। যথা প্রাথমিক ডিক্রি ও চূড়ান্ত ডিক্রি
৫৯. ডিক্রীদার (decree holder) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(৩) ধারায়
৬০. যেই ব্যক্তির পক্ষে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ   ডিক্রীদার (decree holder) বলে
৬১. তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কখন ?
উত্তরঃ ১৮৫৯ সালে।
৬২. তামাদি আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৯০৮ সালে।
৬৩. তামাদি আইন ১৯০৮ সালের কত নম্বর আইন ?
উত্তরঃ ১৯০৮ সালের ৯ নম্বর আইন। 
৬৪. তামাদি শব্দের আভিধানিক অর্থ কি ?
উত্তরঃ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া।
৬৫. তামাদি আইনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ২ ভাগে।
৬৬. কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না ?
উত্তরঃ ফৌজদারী মামলা। 
৬৭. তামাদি আইনের মূলনীতি কি ?
উত্তরঃ আইন সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন।
৬৮. তামাদি আইনে ধারা আছে কতটি ?
উত্তরঃ ৩২ টি।
৬৯. তামাদি আইনের ১ নং তফসিলে কতটি অনুচ্ছেদ আছে ?
উত্তরঃ ১৮৩ টি।
৭০. কোনো বিশেষ কারণে মামলাটি সময় মতো আদালতে দায়ের করতে না পাড়ার বিষয়টি প্রমানের দায়িত্ব কার ?
উত্তরঃ বাদীর।
৭১. সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৮৭৭ সালে
৭২. সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ মে ১৮৭৭ সালে
৭৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতগুলো ধারা আছে ?
উত্তরঃ ৫৭ টি 
৭৪. কোনটি পদ্ধতি বিষিয়ক আইন নয় ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন
৭৫. সুনির্দিষ্ট প্রতিকার আইন কি ?
উত্তরঃ যে আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে 
৭৬. সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় কত প্রকারে ?
উত্তরঃ ৫ প্রকার।
৭৭. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি আছে ?
উত্তরঃ ৫ ধারায়।
৭৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয় ?
উত্তরঃ রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে।
৭৯. কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পরে না ?
উত্তরঃ আর্থিক ক্ষতিপূরণ।
৮০. সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না ?
উত্তরঃ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য।
৮১. সাক্ষ্য আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৮৭২ সালে।
৮২. সাক্ষ্য আইন কত নম্বর আইন ?
উত্তরঃ ১ নম্বর।
৮৩. সাক্ষ্য আইনে কতগুলো ধারা আছে ?
উত্তরঃ ১৬৭ টি ।
৮৪. সাক্ষ্য আইনে কোন সালে প্রকাশিত ?
উত্তরঃ ১৫ মার্চ ১৮৭২ ।
৮৫. সাক্ষ্য আইনের কার্যকারিতা শুরু হয় কোন সালে ?
উত্তরঃ ১ সেপ্টেম্বর ১৮৭২।
৮৬. সাক্ষ্য আইনের ৫ ধারায় কোন ২টি বিষয়ে আলোকপাত করা হয়েছে ?
উত্তরঃ বিচার্য বিষয় ও প্রশাসনিক বিষয়।
৮৭. সাক্ষ্য আইনের ৬ ধারায় কোন বিষয়ের গ্রহণীয়তা সম্পর্কে বলা হয়েছে ?
উত্তরঃ লেনদেনের অংশ।
৮৮. শুধু বিবেচ্য ঘটনা অথবা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কেই সাক্ষ্য দেয়া যাবে এটা কোন ধারায় ?
উত্তরঃ ৫ ধারায়।
৮৯. যে সকল ঘটনা একই কাজের অংশ সেই গুলির প্রাসঙ্গিকতা কোন ধারায় ?
উত্তরঃ ৬ ধারায়।
৯০. উদ্দেশ্য, প্রস্তুতি ও পূর্ববর্তী কিংবা পরবর্তী আচরণ সম্পর্কে বিধান কোন ধারায় ?
উত্তরঃ ৮ ধারায়।
৯১. স্বীকারোক্তি কি ? 
উত্তরঃ অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি প্রদান করা।
৯২. দোষ স্বীকারোক্তি (Confession) কোন ধরণের মামলার ক্ষেত্রে প্রযোজ্য ?
উত্তরঃ ফৌজদারী মামলায়।
৯৩. ভয়ভীতিতে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৪ ধারায়।
৯৪. পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৫ ধারায়।
৯৫. ২৫ ধারার বিরুদ্ধনীতি বা ব্যাতিক্রম কোন ধারায় আছে ? 
উত্তরঃ ২৭ ধারায়।
৯৬. আইনজীবীদের পেশাগত আচরণবিধি সম্পর্কে কোন আইনে লিপিবদ্ধ আছে ?
উত্তরঃ বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২।
৯৭. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি অধ্যায় আছে ?
উত্তরঃ ৪ টি।
৯৮. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি বিধি আছে ?
উত্তরঃ ৪২ টি।
৯৯. বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডারের কোন অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ?
উত্তরঃ ৪র্থ  অধ্যায়ে।
১০০. অন্যান্য অ্যাডভোকেটদের সাথে আচরণ কোন অধ্যায়ে ?
উত্তরঃ ১ম অধ্যায়ে।







No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...