Sunday, May 28, 2017

Law Dictionary

Law Dictionary
Most Commonly Used Words in Legal Profession and Their Meaning in Bnagla

A
Accused (n) - Against whom a criminal case is instituted
                      অভিযুক্ত ব্যক্তি 
Adaptation   - স্বাঙ্গীকরণ, অভোযোজন 
Amend (v)   - সংশোধন করা       
Ancillary     - অধীন, সহায়ক, আনুষঙ্গিক 

B
Benevolent  (Adj) - Well wisher
                                 শুভাকাঙ্ক্ষী, দানশীল, কল্যাণময়, পরোপকারেচ্ছু, 
                   Synonyms - Humane- দয়ালু
                                       Kind- দয়ালু 

C
Complainant (n) - Who institute a criminal case
                             অভিযোগকারী 
Consolidate (v)  - একত্র করা 

D
Defendant (n) - Against whom a civil suit is instituted
                                 বিবাদী
Disposal of suits  - মোকদ্দমা নিষ্পত্তিকরণ

E
Expedient   - উপযোগী, সুবিধাজনক, সমীচীন, যুক্তিযুক্ত উচিত, সংগত  

I
Intimation   (N)  - To inform, 
                          জানানো, জ্ঞাতকরণ, বিজ্ঞাপন, অবগতি, আভাস, সংকেত।
                    Synonyms: allude- ইঙ্গিত করা 

                                       imply - আভাস দেওয়া 
Incidental      - আনুষঙ্গিক, সম্ভাব্য, সহযোগী কিন্তু অপরিহার্য নয় এমন

Munsiff        - মুনসেফ হাকিম, বর্তমানে সহকারী জজ 

P
Plaintiff  (n) - Who institute a civil suit
                        বাদী  

                   Synonyms - Complainant- অভিযোগকারী 
Pursuance       - অনুসরণ 
Proclamation  - ঘোষণা 
Provisional     - আপাতকালীন, সাময়িক, অস্থায়ী, শর্তাধীন 

R
Repugnant   - বেমানান

S
Settlement of issue - বিচার্য বিষয় নির্ধারণ

T
Thereto (adv)  - অধিকন্তু 
Therefore      - সুতরাং, যেহেতু 

W
Whereas     -  যেহেতু, অন্যদিকে, পক্ষান্তরে, যখন 
             

                                      










Wednesday, May 24, 2017

Bar Council MCQ Model Question 3 and Answer

Bar Council Exam MCQ Model Questions and Answers

Written by Muhammad Mohiuddin, LLB MBA



Model Question-3
and Answers



১. জেলা (District) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(৪) ধারায়
২. বিচারক (Judge) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(৮) ধারায়
৩. দেনাদার/দায়িক (Judgement Debtor) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(১০) ধারায়
৪. যেই ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ   দেনাদার/দায়িক (Judgement Debtor) বলে।
৫. বৈধ বা আইনানুগ প্রতিনিধি (Legal Representative) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(১১) ধারায় 
৬. অন্তর্বর্তীকালীন মুনাফা (Means Profit) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ   ২(১২) ধারায়
৭. নিয়মাবলী (Rule) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(১৮) ধারায়
৮. রায় হচ্ছে কি ?
উত্তরঃ  ডিক্রি বা আদেশের ভিত্তি 
৯. মিনস প্রফিট (Means Profit) এর শর্ত হচ্ছে কি ? 
উত্তরঃ  বেআইনী দখলকার ব্যক্তি সম্পত্তি হতে মুনাফা লাভ করতে হবে 
১০. আদেশ হচ্ছে কি ?
উত্তরঃ দেওয়ানী আদালতের কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশ যা ডিক্রি নয় ।
১১. CPC এর পূর্ণাঙ্গ রূপ কি ?
উত্তরঃ  Code of Civil Procedure  
১২. দেওয়ানী মোকদ্দমা দায়ের করার কারণকে কি বলে ?
উত্তরঃ  নালিশের কারণ (Cause of Action) বলা হয়
১৩. প্রত্যাখ্যানের আদেশ হচ্ছে কি ?
উত্তরঃ  ডিক্রী (Decree)
১৪. নামঞ্জুর (Reject Order) এর আদেশ/সিদ্ধান্ত কি ? 
উত্তরঃ আদেশ (Order)
১৫. দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে কি করা যায় ?
উত্তরঃ রিভিশন (Revision) বা বিবিধ আপীল (Miscellaneous Appeal)
১৬. পক্ষে ডিক্রী হলে কি করতে হয় ? 
উত্তরঃ  ডিক্রী জারীর আবেদন করতে হয়।
১৭. বিপক্ষে ডিক্রী হলে কি করতে হয় ? 
উত্তরঃ আপীল আবেদন করতে হয় 
১৮. কায়মোকাম কি ?
উত্তরঃ বাদী এবং বিবাদীর উত্তরাধিকারীকে মোকদ্দমায় পক্ষভুক্ত করাকে কায়মোকাম বলে।
১৯. Lispendens, A pending suit বা অমীমাংসিত মোকদ্দমা কি ? 
উত্তরঃ : "মোকদ্দমা চলাকালে নালিশী সম্পত্তি কোনোভাবেই হস্তান্তর করা যাবে না" এই নীতিকে Lispendens বলে।
২০. Pendente lite nihil innovator এর অর্থ কি ? 
উত্তরঃ "মোকদ্দমা রুজু অবস্থায় নতুন মোকদ্দমা সৃষ্টি করা উচিত নয়"
২১. সাধারণ উদ্দেশ্য/যৌথ অপরাধীদের দায়িত্ব কত ধারায় ?
উত্তরঃ ৩৪ ধারায়।
২২. ৩৪ ধারার সর্বোচ্চ শাস্তি কি ?
উত্তরঃ মূল অপরাধের শাস্তি।
২৩. সাধারণ উদ্দেশ্য (Common Object) এর শাস্তি কত ধারায় ?
উত্তরঃ ১৪৯ ধারায়।
২৪. প্ররোচনার সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ১০৭ ধারায়।
২৫. প্ররোচনার শাস্তির বিধান কত ধারায় ?
উত্তরঃ ১০৯ ও ১১০ ধারায়।
২৬. প্ররোচনার ক্ষেত্রে ১০ জনের অধিক ব্যক্তিগোষ্ঠী দ্বারা অপরাধ সংঘটনে সাহায্য করলে শাস্তি কি ?
উত্তরঃ ৩ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় ।
২৭. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১১৫ ধারায়।
২৮. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার পর অপরাধটি সংঘটিত না হলে শাস্তি কি ?
উত্তরঃ ১১৫ ধারা মতে ৭ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) এবং অর্থদণ্ড।
২৯. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার পর অপরাধটি সংঘটিত হলে শাস্তি কি ?
উত্তরঃ ১১৫ ধারা মতে ১৪ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) এবং অর্থদণ্ড।
৩০. Mens rea কি নির্দেশ করে/ বলতে কি বুঝায় ?
উত্তরঃ দোষযুক্ত মন বা Guilty mind
৩১. একজন ৯ বছরের বেশি বয়স্ক অপক্ক শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ১২ বছর।
৩২. পেনাল কোডে কত প্রকার শাস্তির কথা বলা হয়েছে ?
উত্তরঃ ৫ প্রকার
৩৩. শাস্তির বর্ণনা আছে কত ধারায় ?
উত্তরঃ ৫৩ ধারায়
৩৪. কারাদণ্ড কত ধরণের ?
উত্তরঃ ২ ধরণের। যথাঃ সশ্রম ও বিনাশ্রম।
৩৫. পেনাল কোডে কোনটি অনুমিত সাজা নয়/কোন শাস্তির বিধান নাই ?
উত্তরঃ বেত্রাঘাত।
৩৬. পেনাল কোডে সর্বনিম্ন সাজা কোনটি ?
উত্তরঃ ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
৩৭. যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত দিন ?
উত্তরঃ ৫৭ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে ৩০ বছর।
৩৮. যাবজ্জীবন কারাদণ্ড কি ধরণের হবে ?
উত্তরঃ সর্বদাই সশ্রম হবে 
৩৯. দ্বীপান্তর সাজাটি স্থলাভিষিক্ত করা হয়েছে কি শাস্তি দ্বারা ?
উত্তরঃ যাবজ্জীবন কারাদণ্ডের দ্বারা।
৪০. আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তাহা ১/৪ অংশের বেশি হবে না-
উত্তরঃ অপরাধের সর্বোচ্চ শাস্তির।










Sunday, May 21, 2017

Bar Council MCQ Model Question 2 and Answer

Bar Council Exam MCQ Model Questions and Answers

Written by Muhammad Mohiuddin, LLB MBA



Model Question-2
and Answers



১. দণ্ডবিধি (Penal Code) প্রণীত হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৬০ সালে।
২. দণ্ডবিধিতে (Penal Code) মোট ধারা আছে কতটি ?
উত্তরঃ ৫১১ টি।
৩. দণ্ডবিধিতে মোট কতগুলো অধ্যায়/পরিচ্ছদ আছে ?
উত্তরঃ ২৩ টি 
৪. দণ্ডবিধি (Penal Code) কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৬০ সনের ৬ অক্টবর।
৫. দণ্ডবিধি (Penal Code) কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ মে, ১৮৬১ ।
৬. দণ্ডবিধি (Penal Code) কত নম্বর আইন ?
উত্তরঃ ১৮৬০ সালের ৪৫ নং আইন।
৭. দণ্ডবিধি (Penal Code) কে প্রণয়ন করেন ?
উত্তরঃ লর্ড ম্যাকলে (Lord Mackley)
৮. পেনাল কোড হলো একটি -
উত্তরঃ Substantive Law বা মূল আইন। 
৯. অপরাধ (Offence) কি ?
উত্তরঃ ধারা ৪০ মোতামেক যে সমস্ত কাজ করা বা না করা প্রচলিত আইনে শাস্তিযোগ্য।
১০. অপরাধের সংজ্ঞা কোন ধারায়?
উত্তরঃ দণ্ডবিধির   ৪০ ধারায়।
১১. অপরাধের সংজ্ঞা কোন আইনে আছে ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধি ও দণ্ডবিধিতে। 
           (ফৌজদারী কার্যবিধির ধারা ৪(ণ) এবং দণ্ডবিধির ধারা ৪০)
১২. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ Substantive Law বা মূল আইন।
১৩. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ শাস্তির বিধান।
১৪. দণ্ডবিধিতে "জজ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১৯ ধারায়।
১৫. দণ্ডবিধিতে "অপরাধ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ৪০ ধারায়।
১৬. দণ্ডবিধিতে সরল বিশ্বাস (Good Faith) সম্পর্কে লেখা কোন ধারায় ?
উত্তরঃ ৫২ ধারায়।
১৭. একজন শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ৯ বছর।
১৮. সাধারণ অভিপ্রায় বা Common Intention এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ৩৪ ধারায়।
১৯. একই উদ্দেশ্য সাধনকল্পে কতিপয় লোকের কৃত কাজে সংঘটিত অপরাধের জন্য সবাই সমান দোষী হবে কোন ধারা অনুযায়ী ?
উত্তরঃ ৩৪ ধারায়।
২০. ৩৪ ধারার অপরাধ সংঘটনের জন্য কতজন ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন ?
উত্তরঃ ২ বা ততোধিক।
২১. ফৌজদারী কার্যবিধি কত সালে প্রনয়ণ করা হয় ?
উত্তরঃ ১৮৯৮ সালে।
২২. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ সালের কত নম্বর আইন ?
উত্তরঃ ৫ নং।
২৩. ফৌজদারী কার্যবিধি কখন প্রকাশিত ?
উত্তরঃ ২২ মার্চ ১৮৯৮ ।
২৪. ফৌজদারী কার্যবিধি কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১লা জুলাই ১৮৯৮ ।
২৫. ফৌজদারী কার্যবিধিতে কতগুলো ধারা আছে ?
উত্তরঃ ৫৬৫ টি।
২৬. ফৌজদারী কার্যবিধিতে কতগুলো তফসীল (Schedule) আছে ?
উত্তরঃ ৫ টি ।
২৭. প্রথম ভারতীয় আইন কমিশনের প্রধান কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মেকলে।
২৮. ফৌজদারী কার্যবিধি কি ধরণের আইন ?
উত্তরঃ পদ্ধতিগত আইন।
২৯. Cr.P.C এর পূর্ণ রূপ কি ?
উত্তরঃ Code of Criminal Procedure
৩০. অপরাধ কি ?
উত্তরঃ যে সমস্ত কাজ করা বা করা থেকে বিরত থাকা দেশে বলবৎ কোনো আইনে শাস্তিযোগ্য করা হয়েছে তাকে অপরাধ বলে।
৩১. অপরাধ কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার। 
[(I) আমলযোগ্য অপরাধ (Cognizable Offence)
(II) আমল অযোগ্য অপরাধ (Non-Cognizable Offence) ]
৩২. আমলযোগ্য অপরাধ কি ?
উত্তরঃ যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে। 
[ফৌজদারী কার্যবিধির ২য় তফসীলে বর্ণিত অপরাধসমূহ)]
৩৩. আমল অযোগ্য অপরাধ কি ?
উত্তরঃ যে সকল অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় বা ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া অপরাধীকে গ্রেফতার করতে পারে না। 
[ফৌজদারী কার্যবিধির ২য় তফসীলের ৩য় কলামে বর্ণিত অপরাধসমূহ]
৩৪. ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না কোন অপরাধে ?

উত্তরঃ আমল অযোগ্য অপরাধে।
৩৫. অনুসন্ধান (Inquiry) কি ?
উত্তরঃ ম্যাজিষ্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার কার্যক্রম ব্যতীত সমস্ত কাজই অনুসন্ধান।
৩৬. অনুসন্ধান এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের পূর্বে মামলার সত্যতা যাচাই করা।
৩৭. তদন্ত (Investigation) কি ?
উত্তরঃ সাক্ষ্য প্ৰমাণ গ্রহণের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার বা ম্যাজিষ্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি (ম্যাজিষ্ট্রেট নহে) কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমই তদন্ত।
৩৮. তদন্ত (Investigation) কি প্রশাসনিক নাকি বিচারিক কার্যক্রম ?
উত্তরঃ তদন্ত সম্পূর্ণরূপে প্রশাসনিক কার্যক্রম।
৩৯. তদন্ত এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করা।
৪০. বিচারিক কার্যক্রম (Trial) কি ?
উত্তরঃ আদালতে বিচারের জন্য মামলা আসার পর বিচারক যে সকল কার্যক্রম গ্রহণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড বা খালাস দিয়ে থাকেন।
১. দেওয়ানি কার্যবিধির সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ দেওয়ানি কার্যবিধি ১৯০৮ (The Code of Civil Procedure 1908)
৪২. দেওয়ানি কার্যবিধি কখন প্রবর্তিত/প্রণীত/প্রকাশিত হয় ?
উত্তরঃ:  ২১ মার্চ ১৯০৮ সালে 
৪৩. দেওয়ানি কার্যবিধি সর্ব প্রথম কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৫৯ সালে 
৪৪. দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের কত নং আইন ?
উত্তরঃ ৫ নং আইন  
৪৫. দেওয়ানি কার্যবিধি কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ জানুয়ারী ১৯০৯ থেকে 
৪৬.  দেওয়ানি কার্যবিধি কি ধরণের আইন ?
উত্তর: পদ্ধতিগত আইন (Procedural Law)  ও কার্যপ্রণালী সংক্রান্ত আইন  
৪৭. দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি ধারা আছে ?
উত্তরঃ: ১৫৮ টি
৪৮. ১৮৮২ সালের দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি ধারা ছিল ?
উত্তরঃ ৬৫৩ টি
৪৯. ধারাগুলো পরিবর্তন বা সংশোধন করতে পারে কে ?
উত্তরঃ দেশের আইনসভা/জাতীয় সংসদ 
৫০. দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি আদেশ আছে ?
উত্তরঃ  ৫১ টি
৫১. দেওয়ানি কার্যবিধিতে মোট কতটি তফসীল (Schedule) আছে ?
উত্তরঃ  ৫ টি
৫২. আদেশগুলো পরিবর্তন বা সংশোধন করতে পারে কে ?
উত্তরঃ - সুপ্রীম কোর্ট (১২২ ধারা)
৫৩. দেওয়ানি মামলা কাকে বলা হয় ?
উত্তরঃ সকল প্রকার স্বত্বের মামলাকে 
৫৪. নতুন প্রণীত রুলসগুলোতে সম্মতি লাগবে কার ? 
উত্তরঃ  রাষ্ট্রপতির
৫৫. দেওয়ানি কার্যবিধির সংজ্ঞাসমূহ কত ধারায় ?
উত্তরঃ  ২ ধারায়   
৫৬. কোড (Code) এর সংজ্ঞা  কত ধারায় ?
উত্তরঃ  ২(১) ধারায়   
৫৭. ডিক্রি (decree) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(২) ধারায়
৫৮. ডিক্রি (decree) কত প্রকার ?
উত্তরঃ - ২ প্রকার। যথা প্রাথমিক ডিক্রি ও চূড়ান্ত ডিক্রি
৫৯. ডিক্রীদার (decree holder) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(৩) ধারায়
৬০. যেই ব্যক্তির পক্ষে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ   ডিক্রীদার (decree holder) বলে
৬১. তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কখন ?
উত্তরঃ ১৮৫৯ সালে।
৬২. তামাদি আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৯০৮ সালে।
৬৩. তামাদি আইন ১৯০৮ সালের কত নম্বর আইন ?
উত্তরঃ ১৯০৮ সালের ৯ নম্বর আইন। 
৬৪. তামাদি শব্দের আভিধানিক অর্থ কি ?
উত্তরঃ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া।
৬৫. তামাদি আইনকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ২ ভাগে।
৬৬. কোন মামলা তামাদি আইন দ্বারা বাধাপ্রাপ্ত হয় না ?
উত্তরঃ ফৌজদারী মামলা। 
৬৭. তামাদি আইনের মূলনীতি কি ?
উত্তরঃ আইন সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের অধিকার সম্পর্কে সচেতন।
৬৮. তামাদি আইনে ধারা আছে কতটি ?
উত্তরঃ ৩২ টি।
৬৯. তামাদি আইনের ১ নং তফসিলে কতটি অনুচ্ছেদ আছে ?
উত্তরঃ ১৮৩ টি।
৭০. কোনো বিশেষ কারণে মামলাটি সময় মতো আদালতে দায়ের করতে না পাড়ার বিষয়টি প্রমানের দায়িত্ব কার ?
উত্তরঃ বাদীর।
৭১. সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৮৭৭ সালে
৭২. সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ মে ১৮৭৭ সালে
৭৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতগুলো ধারা আছে ?
উত্তরঃ ৫৭ টি 
৭৪. কোনটি পদ্ধতি বিষিয়ক আইন নয় ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন
৭৫. সুনির্দিষ্ট প্রতিকার আইন কি ?
উত্তরঃ যে আইনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বর্ণিত আছে 
৭৬. সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় কত প্রকারে ?
উত্তরঃ ৫ প্রকার।
৭৭. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার দেওয়ার পদ্ধতি আছে ?
উত্তরঃ ৫ ধারায়।
৭৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিভাবে প্রতিকার প্রদান করা হয় ?
উত্তরঃ রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে।
৭৯. কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পরে না ?
উত্তরঃ আর্থিক ক্ষতিপূরণ।
৮০. সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না ?
উত্তরঃ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য।
৮১. সাক্ষ্য আইন কোন সালে প্রণীত ?
উত্তরঃ ১৮৭২ সালে।
৮২. সাক্ষ্য আইন কত নম্বর আইন ?
উত্তরঃ ১ নম্বর।
৮৩. সাক্ষ্য আইনে কতগুলো ধারা আছে ?
উত্তরঃ ১৬৭ টি ।
৮৪. সাক্ষ্য আইনে কোন সালে প্রকাশিত ?
উত্তরঃ ১৫ মার্চ ১৮৭২ ।
৮৫. সাক্ষ্য আইনের কার্যকারিতা শুরু হয় কোন সালে ?
উত্তরঃ ১ সেপ্টেম্বর ১৮৭২।
৮৬. সাক্ষ্য আইনের ৫ ধারায় কোন ২টি বিষয়ে আলোকপাত করা হয়েছে ?
উত্তরঃ বিচার্য বিষয় ও প্রশাসনিক বিষয়।
৮৭. সাক্ষ্য আইনের ৬ ধারায় কোন বিষয়ের গ্রহণীয়তা সম্পর্কে বলা হয়েছে ?
উত্তরঃ লেনদেনের অংশ।
৮৮. শুধু বিবেচ্য ঘটনা অথবা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কেই সাক্ষ্য দেয়া যাবে এটা কোন ধারায় ?
উত্তরঃ ৫ ধারায়।
৮৯. যে সকল ঘটনা একই কাজের অংশ সেই গুলির প্রাসঙ্গিকতা কোন ধারায় ?
উত্তরঃ ৬ ধারায়।
৯০. উদ্দেশ্য, প্রস্তুতি ও পূর্ববর্তী কিংবা পরবর্তী আচরণ সম্পর্কে বিধান কোন ধারায় ?
উত্তরঃ ৮ ধারায়।
৯১. স্বীকারোক্তি কি ? 
উত্তরঃ অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি প্রদান করা।
৯২. দোষ স্বীকারোক্তি (Confession) কোন ধরণের মামলার ক্ষেত্রে প্রযোজ্য ?
উত্তরঃ ফৌজদারী মামলায়।
৯৩. ভয়ভীতিতে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৪ ধারায়।
৯৪. পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোন ধারায় আছে ?
উত্তরঃ ২৫ ধারায়।
৯৫. ২৫ ধারার বিরুদ্ধনীতি বা ব্যাতিক্রম কোন ধারায় আছে ? 
উত্তরঃ ২৭ ধারায়।
৯৬. আইনজীবীদের পেশাগত আচরণবিধি সম্পর্কে কোন আইনে লিপিবদ্ধ আছে ?
উত্তরঃ বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২।
৯৭. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি অধ্যায় আছে ?
উত্তরঃ ৪ টি।
৯৮. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি বিধি আছে ?
উত্তরঃ ৪২ টি।
৯৯. বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডারের কোন অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ?
উত্তরঃ ৪র্থ  অধ্যায়ে।
১০০. অন্যান্য অ্যাডভোকেটদের সাথে আচরণ কোন অধ্যায়ে ?
উত্তরঃ ১ম অধ্যায়ে।







Thursday, May 18, 2017

Bar Council MCQ Model Question-1 and Answer

Bar Council Exam MCQ Model Question and Answer

Written by Muhammad Mohiuddin, LLB MBA



Model Question-1
and Answer


১. দেওয়ানি কার্যবিধি সর্ব প্রথম কখন প্রকাশিত হয় ?
(ক) ১৮৫৯ সালে (খ) ১৮৬০ সালে (গ) ১৮৬১ সালে (ঘ) ১৮৬২ সালে
উত্তরঃ (ক) ১৮৫৯ সালে
২. দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের কত নং আইন ?
(ক) ৬ নং আইন (খ) ৫ নং আইন (গ) ৪৫ নং আইন (ঘ) ১০ নং আইন
উত্তরঃ (খ) ৫ নং আইন
৩. দেওয়ানি মামলা কাকে বলা হয় ?
(ক) অস্থাবর সম্পত্তির মামলাকে (খ) সকল প্রকার স্বত্বের মামলাকে (গ) স্থাবর সম্পত্তির মামলাকে (ঘ) উত্তরাধিকারীর সম্পত্তির মামলাকে
উত্তরঃ (খ) সকল প্রকার স্বত্বের মামলাকে 
৪. নতুন প্রণীত রুলসগুলোতে সম্মতি লাগবে কার ? 
(ক) হাই কোর্টের (খ) সুপ্রিম কোর্টের (গ) রাষ্ট্রপতির (ঘ) প্রধানমন্ত্রীর 
উত্তরঃ (গ) রাষ্ট্রপতির
. ডিক্রি (decree) এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ  ২(২) ধারায়
৬. রায় হচ্ছে কি ?
উত্তরঃ  ডিক্রি বা আদেশের ভিত্তি 
৭. সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার - 
উত্তরঃ ২ লক্ষ টাকা
৮. আপীল এখতিয়ার আছে কার  ?
উত্তরঃ জেলা জজ আদালতের
৯. Res subjudice কত ধারায় ? 
উত্তরঃ ১০ ধারায়।
১০. পূনরায় মোকদ্দমা করার বাধা সম্পর্কে বলা আছে - 
উত্তরঃ ১২ ধারায় ।
১১. মোকদ্দমার বিষয়বস্তু যেখানে মোকদ্দমা সেখানে কোন ধারায় ? 
উত্তরঃ ১৬ ধারায় 
১২. ক্ষতিপূরণের মোকদ্দমায় আদালত নির্ধারণ হবে - 
উত্তরঃ ১৯ ধারা অনুযায়ী। 
১৩. মোকদ্দমা দায়েরের সময় আদালতে কয়টি আরজির কপি জমা দিতে হয়?
উত্তরঃ ১ কপি ।
১৪. Pleadings সংশোধন করা যায় কখন ?
উত্তরঃ Proceedings (প্রসিডিংস) এর যেকোনো পর্যায়ে ।১৫. আরজি সংশোধনের আবেদন নামঞ্জুরের প্রতিকার কি 
উত্তরঃ রিভিশন (Revision)
১৬. আরজির ফেরত (Return of Plaint) কত আদেশে ?
উত্তরঃ আদেশ ৭(১০)
১৭. আরজি খারিজের আবেদন মঞ্জুর হলে কি করতে হবে ?
উত্তরঃ আপীল আবেদন।
১৮. আরজি খারিজের আবেদন না-মঞ্জুর হলে কি করতে হবে ?
উত্তরঃ রিভিশন আবেদন।
১৯. কোনো পক্ষের সময় প্রার্থনায় খরচা প্রদান ছাড়া আদালত কতবার সময় মঞ্জুর/মূলতবি করতে পারেন ?
উত্তরঃ সর্বোচ্চ ৬ বার ।
২০. দেওয়ানি মামলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা মূলতবি খরচ (Adjournment Cost) দেয়া যেতে পারে ?
উত্তরঃ সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ১০০০ টাকা।
২১. ফৌজদারী কার্যবিধি কত সালে প্রনয়ণ করা হয় ?
উত্তরঃ ১৮৯৮ সালে।
২২. তদন্ত এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করা।
২৩. দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ মামলা প্রাপ্তির কতদিনের মধ্যে বিচারকার্য সমাপ্ত করবেন ?
উত্তরঃ ৩৬০ দিন।
২৪. পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিকে কতক্ষন আটক করে রাখতে পারে ?
২৪ ঘন্টা।
২৫. ভূমি সংক্রান্ত বিরোধে কে আদেশ জারি করেন ?
উত্তরঃ জেলা ম্যাজিষ্ট্রেট।
২৬. ১৪৪ ধারার আদেশ কোথায় কার্যকর হবে না ?
উত্তরঃ মহানগর এলাকায়।
২৭. ১০৭ ধারার মামলা কোথায় দায়ের করতে হয় ?
উত্তরঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে।
২৮. জমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের আশংকা থাকলে কোন ধারায় মামলা হবে ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায়।
২৯. আমলযোগ্য অপরাধের সংবাদ কোন ধারায় ?
উত্তরঃ ১৫৪ ধারায়।
৩০. ম্যাজিস্ট্রেট আসামীকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারেন কত দিন ?
উত্তরঃ অনধিক ১৫ দিন।
৩১. ফৌজদারী কার্যবিধি অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত কাজ সম্পন্ন করার বিধানটি-
উত্তরঃ নির্দেশনামূলক।
৩২. সুরতহাল রিপোর্ট (Inquest Report) কে তৈরী করেন ?
উত্তরঃ পুলিশ অফিসার।
৩৩. কবর হতে লাশ উত্তোলন (Disinter Corpses) করতে পারেন কে ?
উত্তরঃ ম্যাজিস্ট্রেট।
৩৪. ফৌজদারী মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই ?
উত্তরঃ শাস্তি।
৩৫. নালিশী মামলা প্রত্যাহার -
উত্তরঃ ২৪৮ ধারায়।
৩৬. অভিযোগ (Complaint) প্রত্যাহার করা হলে -
উত্তরঃ আসামীর খালাস পাবে।
৩৭. ফৌজদারী মামলায় কোন পর্যায়ে আসামী অব্যাহতির (Discharge) আবেদন করতে পারে ?
উত্তরঃ চার্জ গঠনের সময়।
৩৮. ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি (Discharge) প্রদান করলে ফরিয়াদী পক্ষ কত ধারায় আবেদন করবে ?
উত্তরঃ ৪৩৫, ৪৩৯(ক) ধারায়।
৩৯. ম্যাজিস্ট্রেট আদালত খালাস (Acquittal) প্রদান করেন কোন ধারায় ?
উত্তরঃ ২৪৫ ধারায়।
৪০. ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী আপীল না-মঞ্জুর (Reject) হলে -
উত্তরঃ রিভিশন আবেদন।
৪১. দণ্ডবিধি (Penal Code) কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৬০ সনের ৬ অক্টবর।
৪২. দণ্ডবিধি (Penal Code) কখন থেকে কার্যকর হয় ?
উত্তরঃ ১ মে, ১৮৬১ ।
৪৩. দণ্ডবিধি (Penal Code) কত নম্বর আইন ?
উত্তরঃ ১৮৬০ সালের ৪৫ নং আইন।
৪৪. দণ্ডবিধি (Penal Code) কে প্রণয়ন করেন ?
উত্তরঃ লর্ড ম্যাকলে (Lord Mackley)
৪৫. পেনাল কোড হলো একটি -
উত্তরঃ Substantive Law বা মূল আইন। 
৪৬. অপরাধ (Offence) কি ?
উত্তরঃ ধারা ৪০ মোতামেক যে সমস্ত কাজ করা বা না করা প্রচলিত আইনে শাস্তিযোগ্য।
৪৭. অপরাধের সংজ্ঞা কোন ধারায়?
উত্তরঃ দণ্ডবিধির   ৪০ ধারায়।
৪৮. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ Substantive Law বা মূল আইন।
৪৯. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ শাস্তির বিধান।
৫০. দণ্ডবিধিতে "অপরাধ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ৪০ ধারায়।
৫১. একজন শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ৯ বছর।
৫২. সাধারণ অভিপ্রায় বা Common Intention এর সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ৩৪ ধারায়।
৫৩. ৩৪ ধারার অপরাধ সংঘটনের জন্য কতজন ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন ?
উত্তরঃ ২ বা ততোধিক।
৫৪. প্ররোচনার সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ১০৭ ধারায়।
৫৫. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১১৫ ধারায়।
৫৬. Mens rea কি নির্দেশ করে/ বলতে কি বুঝায় ?
উত্তরঃ দোষযুক্ত মন বা Guilty mind
৫৭. একজন ৯ বছরের বেশি বয়স্ক অপক্ক শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ১২ বছর।
৫৮. পেনাল কোডে কত প্রকার শাস্তির কথা বলা হয়েছে ?
উত্তরঃ ৫ প্রকার
৫৯. কারাদণ্ড কত ধরণের ?
উত্তরঃ ২ ধরণের। 
৬০. পেনাল কোডে কোনটি অনুমিত সাজা নয়/কোন শাস্তির বিধান নাই ?
উত্তরঃ বেত্রাঘাত।
৬১. আইনজীবীদের পেশাগত আচরণবিধি সম্পর্কে কোন আইনে লিপিবদ্ধ আছে ?
উত্তরঃ বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২।
৬২. বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ এ আইনজীবীদের পেশাগত আচরণবিধির কয়টি অধ্যায় আছে ?
উত্তরঃ ৪ টি।
৬৩. বাংলাদেশ বার কাউন্সিলের অর্ডারের কোন অধ্যায়ে জনসাধারণের প্রতি আইনজীবীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ?
উত্তরঃ ৪র্থ  অধ্যায়ে।
৬৪আদালতের কর্ম সময়ের পর যে কোনো জরুরি বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট বিচারকের সাথে যোগাযোগ করার পন্থা কি ?
উত্তরঃ প্রতিপক্ষের আইনজীবীকে সাথে নিয়ে বিচারকের সরকারি কামরায় দেখা করা
৬৫. একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো ?
উত্তরঃ ন্যায়বিচার নিশ্চিত করা
৬৬. সাক্ষ্য আইন কত সালের আইন ?
উত্তরঃ ১৮৭২ সালের।
৬৭. সাক্ষ্য আইন কত নম্বর আইন ?
উত্তরঃ ১৮৭২ সালের ১ নম্বর
৬৮. সাক্ষ্য আইনে ধারা কতটি ?
উত্তরঃ ১৬৭ টি।
৬৯. স্বীকৃতি কোন হ্যারে ?
উত্তরঃ ১৭ ও ১৮ ধারায়।
৭০. স্বীকারোক্তি (Confession) কি ?
উত্তরঃ অপরাধ স্বীকারের ইঙ্গিত বহনকারী কোনো বিবৃতি প্রদান করা।
৭১. দোষ স্বীকারোক্তি (Confession) কোন ধরণের মামলার ক্ষেত্রে প্রযোজ্য ?
উত্তরঃ ফৌজদারী মামলায়।
৭২. ভয় ভিত্তিতে স্বীকারোক্তি করলে তা গ্রহণযোগ্য নয় কোন ধারায় ?
উত্তরঃ ২৪ ধারায়।
৭৩. পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় কোন ধারায় ?
উত্তরঃ ২৫ ধারায়।
৭৪. সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য কিরূপ হবে ?
উত্তরঃ প্রত্যক্ষ।
৭৫. কোনটি উত্তম সাক্ষ্য ?
উত্তরঃ প্রাথমিক সাক্ষ্য।
৭৬. কোনটি পাবলিক দলিল ?
উত্তরঃ মামলার আরজি।
৭৭. মালিকের অনুমতি নিয়ে 'ক' একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে ?
উত্তরঃ স্ব-কার্যজনিত বাধা (Estoppel)।
৭৮. একজন দুষ্কর্মের সহযোগীর যোগ্য সাক্ষী হবে কি ?
উত্তরঃ সহযোগী আসামির বিরুদ্ধে।
৭৯. জবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায় ?
উত্তরঃ ১৩৭ ধারায়।
৮০. ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) কত ধারায় ?
উত্তরঃ ১৪১ ধারায়
৮১. সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় কত প্রকারে ?
উত্তরঃ ৫ প্রকার।
৮২. কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না ?
উত্তরঃ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায়।
৮৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারে কি প্রমান করতে হবে ?
উত্তরঃ দখল ও বেদখল
৮৪. অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার কত ধারায় ?
উত্তরঃ ১০ ধারায়
৮৫. শর্ত সাপেক্ষে খাস দখলের মোকদ্দমায় বিবাদী হেরে গেলে কি করবেন ?
উত্তরঃ আপীল।
৮৬. দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের -
উত্তরঃ পক্ষ থাকার প্রয়োজন নাই।
৮৭. জাল দলিল হলে কি করবেন ?
উত্তরঃ দলিল বাতিলের মামলা।
৮৮. চিরস্থায়ী নিষেধাজ্ঞা কত ধারায় মঞ্জুর করা হয় ?
উত্তরঃ ৫৪ ধারায়।
৮৯. স্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর জকরা হয় ?
উত্তরঃ ডিক্রির মাধমে।
৯০. দেওয়ানি আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা -
উত্তরঃ নিরোধমূলক।
৯১. তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কখন ?
উত্তরঃ ১৮৫৯ সালে।
৯২. তামাদি আইন তফসিল কতটি ?
উত্তরঃ ৩ টি।
৯৩. এজাহার দাখিলের তামাদি সময়সীমা কত ?
উত্তরঃ তামাদি সময়সীমা নাই
৯৪. বিলম্ব মওকুফ কত ধারায় ?
উত্তরঃ ৫ ও ১৪ ধারায়।
৯৫. The Limitation Act, 1908 এর ৫ ধারা প্রযোজ্য হবে না -
উত্তরঃ স্যুটের ক্ষেত্রে।
৯৬. বৈধ অপারগতা কোন ধারায় ?
উত্তরঃ ৬ ধারায়।
৯৭. তামাদি মেয়াদ গণনা শুরু হলে আর স্থগিত হয় না। ইহা কোন ধারায় ?
উত্তরঃ ৯ ধারায়।
৯৮. তামাদি মেয়াদ গণনা কোন ধারায় ?
উত্তরঃ ১২ হতে ২৫ ধারায়। 
৯৯. কোন কারণে ব্যয়িত সময় আপীল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে ?
উত্তরঃ রায়ের নকল সংগ্রহ।
১০০. কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা প্রযোজ্য নয় ?
উত্তরঃ ফৌজদারি মূল মামলায় ও চুক্তি আইনের ২৫ ধারায়।






Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...