Sunday, January 8, 2017

Code of Civil Procedure 1908 in Bangla

Sections of The Code of Civil Procedure 1908

দেওয়ানি কার্যবিধি ১৯০৮


দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর প্রেক্ষাপট:
ব্রিটিশ ভারতে ১৮৫৯ সালে প্রথম দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করা হয়। এটি রহিত হয় ১৮৭৭ সনের কার্যবিধি দ্বারা। এটি আবার রহিত হয় ১৮৮২ সনের কার্যবিধি দ্বারা। এই কার্যবিধিতে কোনো আদেশ বা বিধি ছিল না শুধুমাত্র ৬৫৩ টি ধারা ছিল। ১৮৮২ সনের দেওয়ানি কার্যবিধিকে পুনর্বিন্যাস করে ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধিতে পদ্ধতি বিষয়ক নীতিগুলি ধারায় এবং সাধারণ নীতিগুলি আদেশের অধীনে বিধিতে বিন্যাস করা হয়। ধারাসমূহে বর্ণিত আছে মূল বিধান এবং আদেশসমূহে বর্ণিত আছে কার্যকরণের বিধান। 

দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর প্রারম্ভিক আলোচনা:
মোট ধারা:
১৫৮ টি
মোট আদেশ: 
৫১ টি 
মোট তফসিল: 
৫ টি
আইন নং: 

প্রকাশ হয়: 
২১ মার্চ ১৯০৮
কার্যকর হয়: 
১ জানুয়ারী ১৯০৯

দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ধারাসমূহের বর্ণনা:
ধারা ১
সংক্ষিপ্ত শিরোনাম
ধারা ২: 
সংজ্ঞাসমূহ 
ধারা ২(১):
বিধি (Code)
ধারা ২(২): 
ডিক্রী (Decree)
ধারা ২(৩): 
ডিক্রীদার (Decree holder)
ধারা ২(৪): 
জেলা (District)
ধারা ২(৭): 
সরকারি উকিল (Government pleader)
ধারা ২(৮): 
বিচারক (Judge)
ধারা ২(৯): 
রায় (Judgement)
ধারা ২(১০): 
সাব্যস্ত দেনাদার বা দায়িক (Judgement Debtor)
ধারা ২(১১): 
বৈধ প্রতিনিধি (Legal Representative)
ধারা ২(১২): 
অন্তর্বর্তীকালীন মুনাফা (Means Profit)
ধারা ২(১৩): 
অস্থাবর সম্পত্তি (Movable Property)
ধারা ২(১৪): 
আদেশ (Order)
ধারা ২(১৫): 
উকিল (Pleader)
ধারা ২(১৭): 
সরকারি কর্মকর্তা (Public Officer)  
ধারা ২(১৮): 
নিয়মাবলী (Rules)
ধারা ৩:
আদালতের পর্যায়ক্রম
ধারা ৫:
রাজস্ব আদালতে দেওয়ানী কার্যবিধির প্রয়োগ 
ধারা ৬:
আর্থিক এখতিয়ার
ধারা ৭:
স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত।
ধারা ৯: 
নিষেধ না থাকলে দেওয়ানি আদালত সকল দেওয়ানি মোকদ্দমার বিচার করবেন 
ধারা ১০: 
মোকদ্দমা স্থগিত রাখা (Res Sub Judice/Stay of suit) 
ধারা ১১: 
পূর্ববিচার বা দোবারা দোষ (Res Judicata)
ধারা ১২: 
পুনরায় মোকদ্দমা দায়েরে বাধা 
ধারা ১৫: 
এখতিয়ার সম্পন্ন নিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে 
ধারা ১৬: 
বিষয়বস্তু যেখানে মোকদ্দমা দায়ের করতে হবে সেখানে
ধারা ১৭: 
একাধিক আদালতের এখতিয়ারে স্থাবর সম্পত্তি অবস্থিত হলে যেকোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে
ধারা ১৮: 
আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কে অনিশ্চিত হলে যেকোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে
ধারা ১৯: 
ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের আদালত 
ধারা ২০: 
বিবাদী বসবাস করে বা নালিশের কারণ উদ্ভব হয় যেখানে মোকদ্দমা দায়ের সেখানে 
ধারা ২১: 
এখতিয়ার সম্পর্কে আপত্তি 
ধারা ২২:
একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা 
ধারা ২৩: 
 স্থানান্তরের দরখাস্ত যে আদালতে করতে হয়
ধারা ২৪: 
মোকদ্দমা স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা
ধারা ২৬: 
আরজি উপস্থাপনের দারা মোকদ্দমা দায়ের (আদেশ ৪ বিধি ১) 
ধারা ২৭: 
সমন জারি (আদেশ ৫)
ধারা ২৯:
বিদেশী সমন জারি ধারা ৩০:  আদেশ ১১
আবিষ্কার ও পরিদর্শন এর জন্য সমন
ধারা ৩১:
সাক্ষীর প্রতি সমন (আদেশ ১৬)
ধারা ৩২:
সমন অমান্যের দন্ড  ধারা ৩৩:  আদেশ ২০
রায় ও ডিক্রী

ধারা ৩৪:
সুদ
ধারা ৩৫: 
মোকদ্দমার খরচ সংক্রান্ত বিধানাবলী (৬%)
ধারা ৩৫ক: 
মিথ্যা দাবির জন্য ক্ষতিপূরণ (২০,০০০ টাকা পর্যন্ত)
ধারা ৩৫খ:
বিলম্বের খরচ ২০০০ টাকা/ ৩০০০ টাকা ধারা ৩৮: 
ডিক্রী জারিকারক আদালতের ক্ষমতা 
ধারা ৩৯: 
ডিক্রী স্থানান্তরকরণ
ধারা ৪১: 
জারি কার্যক্রমের ফলাফল অবহিতকরণ 

ধারা ৪৮: 
১২ বছর পর ডিক্রী জারীর আবেদন বারিত
ধারা ৫০: 
বৈধ প্রতিনিধি।
বৈধ প্রতিনিধিকে ডিক্রির অর্থ প্রদানে বাধ্য করা যাবে তার প্রাপ্ত অংশের অনুপাতে।    

ধারা ৫১:
ডিক্রি জারিতে আদালতের ক্ষমতা। 
ডিক্রি জারিতে আদালত নিম্নলিখিত আদেশ দিতে পারবেন- 
(I) গ্রেপ্তারি পরোয়ানা 
(II) সম্পত্তি ক্রোক 
(III) অনধিক ৫০০ টাকা জরিমানা 
(IV) জামানত এর আদেশ এবং পালনে ব্যর্থ হলে ৬ মাস দেওয়ানী কারাদন্ড।
   
ধারা ৫২: 
বৈধ প্রতিনিধির উপর ডিক্রির কার্যকারিতা
ধারা ৫৪: 
বাটোয়ারা মোকদ্দমা (আদেশ ২০ বিধি ১৮)
ধারা ৫৫:
গ্রেফতার ও আটক
ধারা ৫৬:
মহিলার আটকে বাধা
ধারা ৫৭:
খোরপোষ ভাতা
ধারা ৫৮:
আটক ও মুক্তি
ধারা ৫৯:
অসুস্থতার জন্য মুক্তি
ধারা ৬০:
ডিক্রি জারিতে সম্পত্তি ক্রোক ও বিক্রয়
ধারা ৬১:
কৃষিজাত উতপাদিত দ্রব্যে আংশিক অব্যাহতি
ধারা ৬৩:
বিভিন্ন আদালতে ডিক্রি জারিতে ক্রোক কৃত সম্পত্তি
ধারা ৬৪:
ক্রোকের পর সম্পত্তির বেসরকারী হস্তান্তর বাতিল হইবে
ধারা ৭৪:
ডিক্রি জারি কার্যে বাধা
ধারা ৭৫: আদেশ ২৬ বিধি ৯
কমিশন নিয়োগ
ধারা ৭৭:
অনুরোধপত্র
ধারা ৭৯: আদেশ ২৭
সরকার কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
ধারা ৮০:
নোটিশ
ধারা ৮১:
গ্রেফতার ও ব্যক্তিগত হাজিরা হইতে অব্যাহতি
ধারা ৮২:
সরকারের বিরুদ্ধে ডিক্রি জারি
ধারা ৮৩:
বিদেশী শত্রু যখন মোকদ্দমা করিতে পারে
ধারা ৮৪:
বিদেশী রাষ্ট্র যখন মকদ্দমা করিতে পারে
ধারা ৮৬এ:
কূটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা
ধারা ৮৮:
ইন্টারপ্লিডার মোকদ্দমা

ধারা ৮৯ক: 
মধ্যস্থতা
ধারা ৮৯খ:
সালিশ
ধারা ৮৯গ:
আপীলের মধ্যস্থতা
ধারা ৯১:
গণ উতপাত ধারা ৯৬: / ৪১ আদেশ ১-৬ বিধি
মূল ডিক্রী হতে আপীল
ধারা ৯৭: 
প্রাথমিক ডিক্রী হতে আপীল না করলে চূড়ান্ত ডিক্রী হতে আপীল করা যাবে না 
ধারা ৯৮: 
দুই বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপীলের ক্ষেত্রে সিদ্ধান্ত
ধারা ৯৯:
গুনাগুন বা এখতিয়ার খর্ব না করিলে ভ্রান্তি বা অনিয়মের জন্য ডিক্রি পরিবর্তন বা সংশোধন করা যায় না

ধারা ১০৪:  ৪৩ আদেশ ১ বিধি
যেসকল আদেশ হইতে আপীল দায়ের করা যায়
ধারা ১০৫:
যেসকল আদেশ হইতে আপীল করা যায় না
ধারা ১০৬: 
যেই আদালতে আপীল শুনানি হবে 
ধারা ১০৭:  ৪১ আদেশ
আপীল আদালতের ক্ষমতা
ধারা ১০৯:
সুপীম কোর্টের আপীল বিভাগে যখন মামলা করা যায়
ধারা ১১৩:
রেফারেন্স ধারা ১১৪:  ৪৭ আদেশ ১ বিধি
রিভিউ/পুনর্বিবেচনা
ধারা ১১৫: 
 রিভিশন/পুনরীক্ষণ 
ধারা ১১৫(১): 
হাইকোর্ট বিভাগে 
ধারা ১১৫(২): 
জেলা জজ আদালতে
ধারা ১৪৪: 
পুনরুদ্ধার বা প্রত্যাবর্তনের (Restitution) আবেদন
ধারা ১৫১: 
আদালতের সহজাত ক্ষমতা এবং সহজাত ক্ষমতা সংরক্ষণ 
ধারা ১৫২: 
রায়, ডিক্রী বা আদেশ সংশোধন
ধারা ১৫৩: 
সংশোধন করার সাধারণ ক্ষমতা 
ধারা ১৫৪: 
আপীলের বর্তমান অধিকার সংরক্ষণ 
ধারা ১৫৫: 
৪র্থ তফসিলের কতিপয় আইনের সংশোধন

আদেশসমূহ:

আদেশ ১
মোকদ্দমার পক্ষসমুহ (Parties of Suits)
আদেশ  বিধি 
হুন্ডি মোকদ্দমা
আদেশ  বিধি 
বিবাদী কে হবে এ ব্যাপারে সন্দেহ থাকলে সকলের বিরুদ্ধে মোকদ্দমা করা যাবে
আদেশ ১ বিধি ১০: 
মোকদ্দমায় পক্ষভুক্তির আবেদন/ভুল বাদীর নামে মামলা
আদেশ ২:
মোকদ্দমা গঠন
আদেশ ২ বিধি ২: 
আংশিক দাবী বর্জন করলে পরে আর মামলা দায়ের করা যাবে না
আদেশ ৩:
হাজিরা ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধি বা আইনজীবী/কৌসুলির মাধ্যমে দেয়া যাবে 
আদেশ ৪:
মোকদ্দমা দায়ের
আদেশ ৪ নিয়ম ১:
যতজন বিবাদী ততকপি আরজির অবিকল নকল দাখিল করতে হবে
আদেশ ৫:
সমন দেওয়া ও জারি (ধারা ২৭)
আদেশ ৫ নিয়ম ১০:
সমন জারির পদ্ধতি
আদেশ ৬: 
প্লিডিংস (Pleadings)
আদেশ ৬ বিধি ৩:
আরজি জবাবের ফরম বা নমুনাসমূহ
আদেশ ৬ বিধি ১৭: 
প্লিডিংস সংশোধন
আদেশ ৭: 
আরজি
আদেশ ৭ বিধি ১
আরজিতে যে সকল বিষয় অন্তর্ভুক্ত করতে হবে
আদেশ ৭ বিধি ১০
আরজি ফেরৎ
৭ আদেশ ১১ বিধি
আরজি খারিজ আদেশ ৭ বিধি ১৩
নতুন আরজি দাখিল
আদেশ ৭ বিধি ১৪
আরজির সাথে দলিল দাখিল
আদেশ ৮: 
লিখিত জবাব
আদেশ ৮ বিধি ৩: 
অস্বীকার সুনির্দিষ্ট হবে
আদেশ ৯: 
পক্ষগণের উপস্থিতি ও অনুপস্থিতির ফলাফল
আদেশ ৯ বিধি ৩: 
কোনো পক্ষ হাজির না হলে মোকদ্দমা খারিজ
আদেশ ৯ বিধি ৪: 
খারিজাদেশ রদের আবেদন
আদেশ ৯ বিধি ৫:
সমন ফেরত আসলে মোকদ্দমা খারিজ
আদেশ ৯ বিধি ৬:
বাদী হাজির কিন্তু বিবাদী হাজির না হলে-একতরফা ডিক্রি
আদেশ ৯ বিধি ৮:
বিবাদী হাজির কিন্তু বাদী হাজির না হলে-মোকদ্দমা খারিজ
আদেশ ৯ বিধি ৯:
খারিজাদেশ রদের আবেদন
আদেশ ৯ বিধি ১৩: 
একতরফা ডিক্রি রদের আবেদন
আদেশ ১০: 
পক্ষগণের জবানবন্দি গ্রহণ 
আদেশ ১১: 
আবিষ্কার ও পরিদর্শন (ধারা ৩০)
আদেশ ১২: 
স্বীকারোক্তি
আদেশ ১৩: 
দলিল দাখিল, আটক ও ফেরত
আদেশ ১৪: 
বিচার্য বিষয়
আদেশ ১৫: 
প্রথম শুনানীতে মোকদ্দমা নিষ্পত্তি
আদেশ ১৬: 
সাক্ষীর সমন ও হাজিরা (ধারা ৩১)
আদেশ ১৭: 
মুলতবী
আদেশ ১৭ বিধি ১:
আদালত সময় মঞ্জুর এবং শুনানী মুলতবি রাখতে পারে/সময়ের প্রার্থনা করে দরখাস্ত
আদেশ ১৮: 
মোকদ্দমা শুনানী ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ
আদেশ ১৮ বিধি ১৭: 
সাক্ষী পুনরায় তলব (Re-call)
আদেশ ১৯: 
হলফনামা (Affidavits)
আদেশ ২০: 
রায় ও ডিক্রি (ধারা ৩৩)
আদেশ ২১: 
ডিক্রি ও আদেশ জারি
আদেশ ২২: 
পক্ষগনের মৃত্যু, বিবাহ ও দেউলিয়া অবস্থা
আদেশ ২৩:
 মোকদ্দমা প্রত্যাহার ও মিমাংশা
আদেশ ২৩ বিধি ১: 
মোকদ্দমা প্রত্যাহার
আদেশ ২৩ বিধি ৩: 
আপোষ নিষ্পত্তি বা সোলেনামা
আদেশ ২৪:
আদালতে অর্থ প্রদান
আদেশ ২৫:
খরচার জন্য জামানত
আদেশ ২৬:
কমিশন
আদেশ ২৭:
সরকার বা সরকারী কর্মকর্তা কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
আদেশ ২৮: 
সেনা, নৌ বা বিমানবাহিনী কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
আদেশ ২৯:
কর্পোরেশন কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
আদেশ ৩০: 
ফার্মের নাম বা বেনামি কর্পোরেশন কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
আদেশ ৩১: 
অছি, নির্বাচক এবং প্রশাসক কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
আদেশ ৩২: 
নাবালক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা
আদেশ ৩৩: 
নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা
আদেশ ৩৪: 
স্থাবর সম্পত্তির বন্ধক সম্পর্কে মোকদ্দমা
আদেশ ৩৫: 
ইন্টারপ্লিডার মোকদ্দমা
আদেশ ৩৬: 
বিশেষ মোকদ্দমা
আদেশ ৩৮: 
রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতার
আদেশ ৩৮ বিধি ৫: 
রায়ের পূর্বে ক্রোকাদেশ
আদেশ ৩৯:
অস্থায়ী নিষেধাজ্ঞা
আদেশ ৪০:
সিসিভার নিয়োগ
আদেশ ৪০ বিধি ১:
সিসিভার নিয়োগ
আদেশ ৪০ বিধি ২:
সিসিভারের পারিশ্রমিক
আদেশ ৪১:
মূল ডিক্রী হইতে আপীল (ধারা ৯৬)
আদেশ ৪২:
আপিলের ডিক্রী হইতে আপীল 
আদেশ ৪৩:
আদশাবলী হইতে আপীল (ধারা ১০৪)
আদেশ ৪৪:
নিঃস্ব ব্যক্তির আপীল 
আদেশ ৪৫:
আপীল বিভাগে আপীল
আদেশ ৪৬:
রেফারেন্স
আদেশ ৪৭:
রিভিউ
আদেশ ৪৮:
বিবিধ
আদেশ ৪৯:
হাইকোর্ট বিভাগ 
আদেশ ৫০:
ছোট ছোট মামলা



THE END

1 comment:

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...