Wednesday, January 4, 2017

The Code of Civil Procedure 1908 in Bangla


সহজ অধ্যয়ন 
দেওয়ানী কার্যবিধি ১৯০৮
 The Code of Civil Procedure 1908

দেওয়ানী কার্যবিধির ইতিহাসঃ
সর্বপ্রথম দেওয়ানী কার্যবিধি প্রণীত হয় ১৮৫৯ সালে। অন্যভাবে বলা যায়, সর্বপ্রথম সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ (Codified) হয় ১৯৫৯ সালে। দিতীয়বার প্রণীত হয় ১৮৭৮ সালে। তৃতীয়বার প্রণীত হয় ১৮৮২ সালে। চতুর্থবার/সর্বশেষ/বর্তমান দেওয়ানী কার্যবিধি প্রণীত হয় ১৯০৮ সালে যা কার্যকর হয় ১ জানুয়ারী ১৯০৯ সাল থেকে। 


আইন নং - ৫
প্রস্তাবনা - ১টি
অধ্যায় - ১১টি
ধারা - ১৫৮ টি
আদেশ - ৫১ টি (১ম তফসীল)
তফসীল - ৫টি 
প্রণীত হয় - ২১ মার্চ ১৯০৮
কার্যকর হয় - ১ জানুয়ারী ১৯০৯
দেওয়ানী কার্যবিধি এক প্রকার  Code
দেওয়ানী কার্যবিধি এক প্রকার পদ্ধতিগত আইন/ Adjective Law/Procedural Law
তবে ইহা নিছক পদ্ধতিগত আইন নহে বরং মূল আইন এবং পদ্ধতিগত আইনের সংমিশ্রন।

মূল আইন  (Substantive Law):
যে আইন জনগণের পরস্পরের মধ্যে অধিকার ও দায় দায়িত্ব নির্ধারণ করে তাহাকেই বলা হয় মূল আইন। যেমনঃ
চুক্তি আইন,
সুনির্দিষ্ট প্রতিকার আইন,
দন্ডবিধি।

পদ্ধতিগত আইন (Procedural Law/Adjective Law):
মূল আইনকে বাস্তবে প্রয়োগের জন্য যে আইনের সাহায্য নিতে হয় তাহাকেই বলা হয় পদ্ধতিগত। যেমন:
দেওয়ানি কার্যবিধি
ফৌজদারি কার্যবিধি
সাক্ষ্য আইন ইত্যাদি





  1. Legal rights.
  2. Immovable and movable property.
  3. Invisible property 
  4. Copyright
  5. Trademark
  6. Property
  7. Designation
  8. Dignity
  9. Prayer
  10. Worship
  11. Bury
  12. Burning of dead body
  13. Vote
  14. Religious custom and ceremony
  15. Marital right
  16. House lord and tenant rights





        



  

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...