Friday, January 13, 2017

How many days needed to complete a civil suit

How many days needed to complete a civil suit
একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তিতে কতদিন সময় লাগে:


আগে  একটি দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তিতে প্রায় ৫০ থেকে ৬০ বছর সময় লেগে যেত কিন্তু ১৯৮৩ সালের সংশোধনিতে তড়িৎ বিচারের ব্যবস্থা করা হয় |  উক্ত আইনে নিন্মলিখিত ভাবে তড়িৎ বিচারের ব্যবস্থা করা হয়:   
  • কোর্ট ফি ও কাগজপত্র দাখিলের জন্য - ২১ দিন 
  • মোকদ্দমার সঠিক মূল্যায়নের বা দরকারি স্ট্যাম্প পেশ করার - ২১ দিন - Order 7(11) of CPC 1908)
  • নোটিশ বা সমন জারির পর থেকে জবাব প্রদানের সময় - ৬০ দিন  - Order 8(1) of CPC 1908)
  • জবাব দাখিলের পর থেকে বিচার্য বিষয় নির্ধারণ - ১৫ দিন
  • লিখিতরূপে প্রশ্নমালা প্রদান বিচার্য বিষয় প্রণয়নের তারিখ থেকে - ১০ দিন  -  Order 11(1) of CPC 1908)
  •  প্রশ্নমালা সম্বলিত দরখাস্ত এর সিদ্ধান্ত দিবে আদালত - ১৪ দিনে - Order 11(2) of CPC 1908)
  •  শপথনামা দাখিলের দ্বারা প্রশ্নমালার উত্তর দিতে হবে - ১০ দিন  - Order 11(8) of CPC 1908)
  • ইস্যু গঠনের পর থেকে চূড়ান্ত শুনানি পর্যন্ত - ১২০ দিন 
  • চূড়ান্ত শুনানি থেকে রায় ঘোষণা - ৭ দিন 
  • রায়ের পর ডিক্রী - ৭ দিন 
দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারায় বিচারককে ন্যায়বিচারের স্বার্থে নির্দিষ্ট আইনের অবর্তমানে নিজস্ব বিবেচনা দ্বারা রায় প্রদানের অসীম ক্ষমতা দেয়া হয়েছে বিধায় পক্ষগণ ঐ ধারায় বারবার সময় প্রার্থনা করে বিচারের বিলম্ব ঘটায় | এছাড়াও বিচারক ও এজলাসের স্বল্পতার কারণেও বিচারের বিলম্ব ঘটে |

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...