Sunday, January 15, 2017

court fees concepts মামলার কোর্ট ফি এর প্রাথমিক ধারণা

মামলার কোর্ট ফি এর প্রাথমিক ধারণা 
Introduction to Court Fees 

মামলা সাধারণত দুই ধরণের হয়ে থাকে:
১. দেওয়ানি মামলা (Civil suit)
২. ফৌজদারি মামলা (Criminal case)

ফৌজদারি মামলায় (Criminal case) সাধারণত কোনো কোর্ট ফি (Court Fee) লাগে না । কিন্তু দেওয়ানি মামলা (Civil suit) করতে গেলে প্রতি মামলায় একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়। এই ফি কে  "কোর্ট ফি" (Court fee) বলে । সরকারের আয়ের একটি উৎস হচ্ছে কোর্ট ফি । সরকার প্রতি বছর বার্ষিক অর্থ পরিকল্পনার মাধ্যমে প্রতি বিষয়ের জন্য আলাদা কোর্ট ফি নির্ধারণ করে থাকেন ।

কোর্ট ফি নির্ধারণের পদ্ধতি:
Court Fee Act 1870 এর chapter III এবং schedule I এ প্রদত্ত পদ্ধতি অনুযায়ী কোর্ট ফি নির্ধারণ করা হয়।

কোর্ট ফি এর প্রকারভেদঃ 
কোর্ট ফি সাধারণত দুই ধরণের হয়ে থাকে। যথা:
১. Ad-valorem court fee
২. Fixed court fee

১. Ad-valorem court fee: মোকদ্দমার মূল্যমানের (suit valuation) উপর ভিত্তি করে Ad-valorem court fee নির্ণয় করা হয়ে থাকে। - Table B Schedule I of Court Fees Act 1870.

২. Fixed court fee: Fixed court fee সবসময় নির্ধারিত থাকে এটি মোকদ্দমার মূল্যমানের উপর নির্ভর করে না

কোর্ট ফি নেওয়ার পদ্ধতি: Section 25 of Court Fees Act 1870.
১. অর্থ মোকদ্দমায় (Money suit):
   এক বছরের দাবিকৃত টাকা X ১০ = মোট পরিমাণ 
যেমন ৫০০০X ১০ = ৫০০০০

২. বিধবার ভরণপোষণের মোকদ্দমায়: 
  শুধু এক বছরের দাবিকৃত টাকার পরিমাণ 

৩. অস্থাবর সম্পত্তির দাবিমোকদ্দমায়
বিষয়ের মূল্যমানের সমান অর্থ 

৪.  যে সম্পত্তির মূল্য নির্ধারণ করা যায় না বা বাজার মূল্য নাই:
সরকার নির্ধারিত মূল্যে ধরা হবে

৫. জমি বা বিল্ডিং এর দখলের মোকদ্দমায়
  বিষয়ের মূল্যমানের সমান অর্থ । অথবা 
 মোকদ্দমার ঠিক আগের বছরে সেই সম্পত্তি যে আয় হয়েছে তার ১৫ গুন্ 

৬. বাটোয়ারা বা পার্টিশন বা সেপারেশন এর মামলায়:
যে অংশের জন্য মামলা করা হয় তার সমপরিমাণ অর্থ ।

৭. সুনির্দিষ্ট প্রতিকারের মামলায় (Specific Relief) :
চুক্তির মামলায় (Contact) = কন্সিডারেশনের মূল্য 
মরগেজের মামলায় (Mortgage) = সিকিউরিটির অর্থ 
লিজ (Lease) = প্রথম বছরের ভাড়া 
এওয়ার্ড (Award)= সম্পত্তির মূল্যমা 

Court Fee নির্ণয়ের পদ্ধতি:
প্রথমে মোট বিষয় মূল্য থেকে অর্থ মোকদ্দমার (Money suit) জন্য ২.৫% এবং বাকি সবের জন্য ২% হরে ধরতে হবে। তারপর প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করবে।
০  থেকে ১৫০০ টাকার হলে ১৫% বাড়বে 
 ২০০১  থেকে ১৫০০০ টাকার হলে ১৫% বাড়বে 
১৫০০০ টাকার বেশি হলে ১৫% বাড়বে  
২০০০  থেকে ২৪০০ টাকার মধ্যে হলে ২৮১.২৫ টাকা হবে 

উদাহরণ:
বিষয়মূল্য ১২০০০ টাকা হলে  
 ১০০০X২% = ২০ টাকা  (অর্থ মামলা ছাড়া বাকি সব কিছুর জন্য ২%)
 ২৮০X১৫% = ৪২
সুতরাং কোর্ট ফি হলো ২৮০+৪২ = ২২ টাকা 

ক। অর্থঋণ মামলায় (Money suit) সর্বনিম্ন কোর্ট ফি ৩০০ টাকা সর্বোচ্চ কোর্ট ফি ৫০,০০০ টাকা 
দেওয়ানি মামলায় (Civil suit) মামলায় সর্বনিম্ন কোর্ট ফি ৩০০ টাকা সর্বোচ্চ কোর্ট ফি ৪২,২৫০ টাকা 
গ। সাকসেশন মামলায় (Succession suit) ২০,০০০ টাকা পর্যন্ত মুক্ত (free) পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত ১% এবং পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত  ২%


 



   

No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...