Tuesday, April 24, 2018

MCQ on Civil Code in Bangla Part 3

Summons
সমন 

১. সমন কত ধারায়?
(ক) ধারা ২৬, আদেশ ৪
(খ) ধারা ২৭, আদেশ ৫
(গ) ধারা ২৮, আদেশ ৫
(ঘ) ধারা ৩০, আদেশ ২

উত্তরঃ (খ) ধারা ২৭, আদেশ ৫

২. যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইবার জন্য এবং ফরিয়াদির উত্তর প্রদানের জন্য  লিখিত আদেশকে কি বলে?
(ক) সমন    (খ) ডিক্রী    (গ) আদেশ     (ঘ) রায়

উত্তরঃ (ক) সমন

৩. সমন কেন দেওয়া হয়?
(ক) নির্ধারিত তারিখে বিবাদীকে হাজির হতে
(খ) ফরিয়াদির উত্তর প্রদানের জন্য
(গ) ক ও খ 
(ঘ) একটিও না

উত্তরঃ (গ) ক ও খ    [আদেশ ৫ বিধি ১]

৪. কখন বিবাদীর প্রতি সমন প্রেরণ করা যাবে না?
(ক) আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে ফরিয়াদির দাবী স্বীকার করে নিলে
(খ) আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে ফরিয়াদির দাবী স্বীকার করে না নিলে
(গ) ফরিয়াদির সাথে আপোষ করলে 
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ক) আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে ফরিয়াদির দাবী স্বীকার করে নিলে  [আদেশ ৫ বিধি ১]

৫. সমন প্রেরণ করার পর বিবাদী কিভাবে হাজিরা দিতে পারবে?
(ক) ব্যক্তিগতভাবে
(খ) মক্কেলের নির্দেশ প্রাপ্ত সকল প্রশ্নের উত্তর দনে সক্ষম ব্যক্তির দ্বারা  
(গ) আইনজীবী কর্তৃক
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ঘ) উপরের সবগুলো     [আদেশ ৫ বিধি ১]

৬. প্রত্যেকটি সমন স্বাক্ষরিত হবে কার দ্বারা?
(ক) আইনজীবী দ্বারা
(খ) বিচারক দ্বারা
(গ) স্বাক্ষরের উদ্দেশ্যে বিচারক কর্তৃক নিয়োগকৃত কোনো অফিসার দ্বারা
(ঘ) খ ও গ

উত্তরঃ (ঘ) খ ও গ     [আদেশ ৫ বিধি ১]

৭. বিবাদীর প্রতি কিভাবে সমন জারি হতে পারে?
(ক) ব্যক্তিগতভাবে সমন প্রদান
(খ) বিবাদীর গৃহে সমন ঝুলিয়ে দেয়া   
(গ) পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সমন প্রদান
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ঘ) উপরের সবগুলো
[তিন ভাবে, যথাঃ ব্যক্তিগতভাবে, বিকল্পভাবে (লটকাইয়া/দৈনিক পত্রিকায়) ও ডাকযোগে]

৮. সমনের সঙ্গে কি থাকতে হবে?
(ক) রায় 
(খ) আরজির নকল
(গ) ডিক্রী
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (খ) আরজির নকল

৯. কখন কোনো পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না?
(ক) বাসস্থান থেকে আদালতের দূরত্ব ৫০ মাইলের বেশি হলে
(খ) দূরত্বের ৬ ভাগের ৫ ভাগ পথে রেল/স্টিমার যোগাযোগ না থাকলে
(গ) গণযানবাহন থাকলে দূরত্ব ২০০ মাইলের বেশি হলে
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ঘ) উপরের সবগুলো

১০. বিকল্প সমন জারী (Substituted Service) কত ধারায়?
(ক) আদেশ ৫ বিধি ২০
(খ) আদেশ ৫ বিধি ২১
(গ) আদেশ ৫ বিধি ২২
(ঘ) আদেশ ৫ বিধি ২৩

উত্তরঃ (ক) আদেশ ৫ বিধি ২০

১১. বিনা জারিতে সমন ফেরত আসার কত দিনের মধ্যে বাদী নতুন সমন দেয়ার আবেদন করতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ হয়?
(ক) ১ মাস     (খ) ২ মাস    (গ) ৩ মাস    (ঘ) ৪ মাস


উত্তরঃ (গ) ৩ মাস

১২. কাকে কাকে সমন দেওয়া যায়?
(ক) বাদী    (খ) বিবাদী   (গ) সাক্ষী   (ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ঘ) উপরের সবগুলো

১৩. একাধিক বিবাদী থাকলে কাকে সমন দিতে হবে?
(ক) সবাইকে 
(খ) প্রধান বিবাদীকে 
(গ) সাক্ষীকে 
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ক) সবাইকে

১৪. কোন ব্যক্তি সমন দিবে বা issue করবে?
(ক) আইনজীবী 
(খ) সমন দেওয়ার জন্য নিয়োগকৃত কর্মকর্তা 
(গ) বিচারক 
(ঘ) আদালতের রেজিস্ট্রার

উত্তরঃ (খ) সমন দেওয়ার জন্য নিয়োগকৃত কর্মকর্তা

১৫. মোকদ্দমা দায়ের করার তারিখ হতে কত কার্যদিবসের মধ্যে সমন দিতে হবে বা issue করতে হবে?
(ক) ৫    (খ) ১০    (গ) ২০    (ঘ) ৪০

উত্তরঃ (ক) ৫

১৬. মোকদ্দমা দায়ের করার তারিখ হতে ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে সমন দিতে হবে বা issue করতে হবে। এটা 
(ক) আদেশসূচক
(খ) বাধ্যতামূলক
(গ) অনুরোধসূচক
(ঘ) বিবেচনামূলক

উত্তরঃ (খ) বাধ্যতামূলক

১৭. যদি নির্ধারিত সময়ে সমন প্রদানের জন্য নিয়োগকৃত আদালতের কর্মকর্তা সমন প্রদানে ব্যর্থ হয় তাহলে কি হবে? 
(ক) ১০০০ টাকা জরিমানা দিবে
(খ) ১০০০ টাকা জরিমানা দিবে
(গ) অসদাচরণের জন্য দায়ী হবে 
(ঘ) আদালত তাকে ভর্ৎসনা করবে


উত্তরঃ (গ) অসদাচরণের জন্য দায়ী হবে

১৮. বিবাদীর উপর সমন জারীর জন্য বাদী কোর্ট ফি বা ডাক খরচ না দেয়ার ফলে সমন জারী না হলে আদালত কি করবে? 
(ক) টাকা বাদীর নিকট হতে পরবর্তীতে আদায় করতে পারে 
(খ) মামলা খারিজের আদেশ দিতে পারে 
(গ) বাদীকে কোর্ট ফি দিতে বলতে পারে 
(ঘ) উপরের একটিও না 


উত্তরঃ (খ) মামলা খারিজের আদেশ দিতে পারে

১৯. নিচের কোনটি সমনে উল্লেখ করতে হয়? 
(ক) আত্মপক্ষ সমর্থন
(খ) বিচার্য বিষয় 
(গ) মামলার শুনানির তারিখ
(ঘ) উপরের সবগুলো 


উত্তরঃ (ঘ) উপরের সবগুলো

২০. বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো দেওয়ানী আদালত কর্তৃক ইস্যুকৃত সমন বাংলাদেশে জারীর জন্য কোথায় পাঠানো যেতে পারে?
(ক) বাংলাদেশের কোনো আদালতে 
(খ) বার কাউন্সিলে 
(গ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে
(ঘ) উপরের সবগুলো 


উত্তরঃ (ক) বাংলাদেশের কোনো আদালতে  [ধারা -২৯]

২১. যখন সমন জারির সময় বিবাদী তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে বা বিবাদীর সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি থাকে না তখন কার বরাবর সমন জারি করা হয়?
(ক) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো লোকের উপর 
(খ) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো পুরুষ লোকের উপর  
(গ) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো মহিলা লোকের উপর 
(ঘ) পরিবারের যেকোনো লোকের উপর 


উত্তরঃ (ক) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো লোকের উপর [আদেশ-৫ বিধি-১৫]

২২. বিবাদী সৈনিক, নাবিক বা বৈমানিক হলে কার বরাবর সমন জারি করা হয়?
(ক) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো লোকের উপর 
(খ) বিবাদীর কমান্ডিং অফিসারকে  
(গ) বাহিনী প্রধানকে 
(ঘ) বিবাদীর স্ত্রীকে

উত্তরঃ (খ) বিবাদীর কমান্ডিং অফিসারকে

২৩. বিবাদী জেলে থাকলে কার বরাবর সমন জারি করা হয়?
(ক) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো লোকের উপর 
(খ) জেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে  
(গ) বিবাদীর আত্মীয়কে 
(ঘ) বিবাদীর স্ত্রীকে

উত্তরঃ (খ) জেলের দায়িত্বে থাকা কর্মকর্তাকে

২৪. বিবাদী সরকারি কর্মচারি হলে কার বরাবর সমন জারি করা হয়?
(ক) পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো লোকের উপর 
(খ) বিবাদীর অফিসের প্রধানকে
(গ) বিবাদীর আত্মীয়কে 
(ঘ) বিবাদীর স্ত্রীকে

উত্তরঃ (খ) বিবাদীর অফিসের প্রধানকে

২৫. দলিল উদ্ঘাটনের জন্য আদালত কোনো ব্যক্তিকে সমন জারি করলে, উক্ত ব্যক্তি হাজির না হলে আদালত কত জরিমানা করবেন?
(ক) অনধিক ৫০০ টাকা
(খ) অনধিক ১০০০ টাকা
(গ) অনধিক ১৫০০ টাকা
(ঘ) অনধিক ২০০০ টাকা

উত্তরঃ (ক) অনধিক ৫০০ টাকা


Discovery and Inspection
আবিষ্কার ও পরিদর্শন 

২৬. আবিষ্কার বা উদঘাটন (Discovery) ও পরিদর্শন (Inspection) কত ধারায়?
(ক) আদেশ ১০  (খ) আদেশ ১১  (গ) আদেশ ১২  (ঘ) আদেশ১৩

উত্তরঃ (খ) আদেশ ১১   [বিধি ১ থেকে ১১]

২৭. মোকদ্দমার আবশ্যকীয় ও আইনত বিষয়ে প্রশ্নের মাধ্যমে উত্তর প্রত্যাশা করাকে কি বলে ?
(ক) আবিষ্কার বা উদঘাটন (Discovery)
(খ) পরিদর্শন (Inspection)
(গ) তদন্ত 
(ঘ) অনুসন্ধান

উত্তরঃ (ক) আবিষ্কার বা উদঘাটন (Discovery)

২৮. বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে কত দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা দাখিল করতে হবে?
(ক) ১০ দিন  (খ) ১৫ দিন  (গ) ২০ দিন   (ঘ) ৩০ দিন

উত্তরঃ  (ক) ১০ দিন 

২৯. কত দিনের মধ্যে প্রশ্নমালার উত্তর দাখিল করতে হবে?
(ক) ১০ দিন  (খ) ১৫ দিন  (গ) ২০ দিন   (ঘ) ৩০ দিন

উত্তরঃ (ক) ১০ দিন

৩০. প্রশ্নমালা অযৌক্তিক বা কুৎসামূলক হলে কত দিনের মধ্যে উহা কেটে ফেলার আবেদন করবেন?
(ক) ৭ দিন  (খ) ১০ দিন  (গ) ১৫ দিন   (ঘ) ৩০ দিন

উত্তরঃ (ক) ৭ দিন     [আদেশ ১১(৭)]

৩১. প্রশ্নমালা অযৌক্তিক বা কুৎসামূলক হলে কে খরচ প্রদান করবে?
(ক) বাদী   (খ) বিবাদী   (গ) দোষীপক্ষ   (ঘ) আদালত

উত্তরঃ (গ) দোষীপক্ষ 

৩২. পরিদর্শন কত ধারায়?
(ক) আদেশ ১০ (১২-২০)
(খ) আদেশ ১২ (১২-২০) 
(গ) আদেশ ১১ (১-২০)
ঘ) আদেশ ১১ (১২-২০)

উত্তরঃ (ঘ) আদেশ ১১ (১২-২০)

৩৩. যে সকল দলিল মোকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে দেখতে বাধ্য তাহা উপস্থাপনের জন্য আদালতে আবেদন করাকে কি বলে? 
(ক) পরিদর্শন (Inspection)
(খ) উৎঘাটন (Discovery)
(গ) আবেদন
(ঘ) ডিক্রি

উত্তরঃ (ক) পরিদর্শন (Inspection)


 Appearance and Non appearance of Parties
পক্ষসমূহের উপস্থিতি এবং অনুপস্থিতি 

৩৪. শুনানীর তারিখে বাদী ও বিবাদী উভয়ই অনুপস্থিত থাকলে কি হবে?
(ক) মোকদ্দমা খারিজের আদেশ
(খ) মোকদ্দমা ফেরতের আদেশ
(গ) মোকদ্দমার রায় প্রকাশ
(ঘ) মোকদ্দমার ডিক্রি প্রদান

উত্তরঃ (ক) মোকদ্দমা খারিজের আদেশ

৩৫. শুনানীর তারিখে বাদী অনুপস্থিত এবং বিবাদী উপস্থিত থাকলে কি হবে?
(ক) মোকদ্দমা খারিজের আদেশ
(খ) মোকদ্দমা ফেরতের আদেশ
(গ) মোকদ্দমার রায় প্রকাশ
(ঘ) মোকদ্দমার ডিক্রি প্রদান


উত্তরঃ (ক) (ক) মোকদ্দমা খারিজের আদেশ
[বিবাদী মেনে না নিলে মোকদ্দমা খারিজের আদেশ
          বিবাদী মেনে নিলে স্বীকৃত অংশের জন্য বিবাদীর বিরুদ্ধে ডিক্রী]

৩৬. বাদী বিনা পদক্ষেপে অনুপস্থিত থাকলে কি হবে?
(ক) মোকদ্দমা খারিজের আদেশ
(খ) মোকদ্দমা ফেরতের আদেশ
(গ) মোকদ্দমার রায় প্রকাশ

(ঘ) মোকদ্দমার ডিক্রি প্রদান

উত্তরঃ (ক) মোকদ্দমা খারিজের আদেশ

১৫১. বাদী কর্তৃক খরচ প্রদানে ব্যর্থতায় সমন জারি না হলে কি হবে?
উত্তরঃ মোকদ্দমা খারিজের আদেশ ।
১৫২. বাদী সমন জারির জন্য ডাক মাশুল না দিলে কি হবে ?
উত্তরঃ মোকদ্দমা খারিজের আদেশ ।
১৫৩. অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ হলে বাদীর প্রতিকার কি ?
উত্তরঃ তামাদি সময়সীমার মধ্যে হলে নতুন মোকদ্দমা দায়ের, 
          খারিজ আদেশ রদের আবেদন, 
          আদেশ ৯(৮) এ খারিজ হলে নতুন মোকদ্দমা দায়ের, 
          ৯৬ ধারা অনুযায়ী উচ্চ আদালতে রদের জন্য আপীল, 
          আদেশ ৪৭(১) এ রদের জন্য রিভিউ আবেদন।
১৫৪. শুনানীর তারিখে বাদী উপস্থিত এবং বিবাদী  অনুপস্থিত থাকলে কি হবে ?
উত্তরঃ সমন যথারীতি জারী হলে এক তরফা (Ex-parte) নিষ্পত্তি হবে ।
১৫৫. এক তরফা (Ex-parte) ডিক্রী কি ?
উত্তরঃ শুনানীর তারিখে বাদী উপস্থিত এবং বিবাদী  অনুপস্থিত থাকলে বিবাদীর বিরুদ্ধে আদালত যে ডিক্রী প্রদান করেন তাকে  এক তরফা (Ex-parte) ডিক্রী বলে
################

১৫৬. এক তরফা (Ex-parte) ডিক্রী হলে বিবাদীর প্রতিকার কি ?
উত্তরঃ ডিক্রী রদের আবেদন,
           ডিক্রী সম্পর্কে অবগত হওয়ার ৩০ দিনের মধ্যে ডিক্রী রদের আবেদন,
           ৯৬ ধারায় উচ্চ আদালতে ডিক্রী রদের জন্য আপীল আবেদন,
           আদেশ ৪৭(১) অনুযায়ী এক তরফা ডিক্রী রদের আবেদন,
           বাদী প্রতারণামূলকভাবে সমন গোপন করে এক তরফা ডিক্রী পেলে জ্ঞাত হওয়ার তারিখ থেকে ৩ বছরের মধ্যে ডিক্রী রদের মোকদ্দদমা দায়ের করতে হবে।
১৫৭. সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদীপক্ষ পদক্ষেপ না নিলে মোকদ্দমা খারিজ হয়  ?
উত্তরঃ তিন মাস।
১৫৮. এক তরফা মোকদ্দদমা খারিজ (Dismiss)/মোকদ্দদমা খারিজ কত ধারায় ?
উত্তরঃ আদেশ ৯(৩) ও ৯(৮) 
১৫৯. তদবিরের অভাবে খারিজ আদেশ রদ/রহিত করার সর্বোচ্চ খরচ কত ?
উত্তরঃ ১০০০ টাকা ।
১৬০. মোকদ্দদমা খারিজের সিদ্ধান্ত কি?
উত্তরঃ ডিক্রী।
১৬১. পুনর্বহালের আবেদন না মঞ্জুর হলে কি করবেন?

উত্তরঃ বিবিধ আপীল।
১৬২. ছানি মোকদ্দদমা কত ধারায়?
উত্তরঃ আদেশ ৯ এর বিধি ৪, ৯ ও ১৩।
১৬৩. বাদী বিবাদী অনুপস্থিতির জন্য মোকদ্দদমা খারিজ হলে ছানি মোকদ্দদমা কত ধারায়?
উত্তরঃ আদেশ ৯(৪)।
১৬৪. বাদী অনুপস্থিত এবং বিবাদীর উপস্থিতির জন্য মোকদ্দদমা খারিজ হলে ছানি মোকদ্দদমা কত ধারায়?
উত্তরঃ আদেশ ৯ এর বিধি ৯।
১৬৫. আদি এখতিয়ার সম্পন্ন আদালতের এক তরফা ডিক্রীর বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি?
উত্তরঃ আপীল।
১৬৬. ছানি মোকদ্দদমার সিদ্ধান্ত কি?
উত্তরঃ আদেশ।
১৬৭. ছানি মোকদ্দদমার খারিজ হলে কি করবেন?
উত্তরঃ বিবিধ আপীল।


15. Examination of Parties
আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ 

১৬৮. পক্ষগণের জবানবন্দি কত ধারায় ?
উত্তরঃ আদেশ ১০ ।
১৬৯. পক্ষ বা পক্ষের সাক্ষীর জবানবন্দি কিভাবে হয় ?
উত্তরঃ মৌখিকভাবে।
১৭০. বিচারক কর্তৃক জবানবন্দির সারমর্ম লিখিত অবস্থায় আনতে হবে কেন?
উত্তরঃ কারণ ইহা নথির অংশে পরিণত হবে।
১৭১. আইনজীবি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা অসমর্থ হলে কি হবে ?
উত্তরঃ আদালত মোকদ্দমা স্থগিত রেখে সংশ্লিষ্ট পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিবেন ।
১৭২. ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ প্রাপ্ত ব্যক্তি যৌক্তিক কারণ ব্যতীত হাজির না হলে কি হবে ?
উত্তরঃ আদালত তার বিরুদ্ধে রায় দিতে পারেন ।


16. Settlement of Issues and Disposal of suits
বিচার্য বিষয় এবং মামলা নিষ্পত্তি

১৭৩. বিচার্য বিষয় কত ধারায় ?
উত্তরঃ আদেশ ১৪ ।
১৭৪. বিচার্য বিষয় কি ?
উত্তরঃ এক পক্ষ কর্তৃক স্বীকৃত অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত প্রত্যেকটি বিষয় হলো বিচার্য বিষয় ।
১৭৫. বিচার্য বিষয় কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার । যথাঃ তথ্যগত ও আইনগত বিচার্য বিষয় ।
১৭৬. কত দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে ?
উত্তরঃ প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের ১৫ দিনের মধ্যে যাহা আগে হয় ।
১৭৭. একই মোকদ্দমায় তথ্যগত ও আইনগত বিচার্য বিষয় উদ্ভব হলে কি হবে ?
উত্তরঃ আদালত প্রথমে আইনগত বিচার্য বিষয়গুলি নিষ্পত্তি করবেন।
১৭৮. বিচার্য বিষয় নির্ধারণ করা হয় কোন বিষয় থেকে ?
উত্তরঃ পক্ষগণের অভিযোগসমূহ, আরজি জবাবের বা প্রশ্নমালার উত্তরের মধ্যে উত্থাপিত অভিযোগসমূহ, দলিলপত্রের বিষয়বস্তু।
১৭৯. কখন বিচার্য বিষয় সংশোধন ও কর্তন করা যায় ?
উত্তরঃ ডিক্রী প্রদানের পূর্বে আদালতের প্রয়োজন অনুসারে যেকোনো সময়।
১৮০. কখন বিচার্য বিষয় কর্তন করা যায় ?
উত্তরঃ ডিক্রী প্রদানের পূর্বে যেকোনো সময় আদালতের কাছে ডিক্রী ভ্রান্তভাবে প্রণীত হয়েছে বলে মনে হলে।

##############6


১৮১. কখন চূড়ান্ত শুনানীর তারিখ ধার্য করা হয় ?
উত্তরঃ বিচার্য বিষয় প্রণয়নের পর ১২০ দিনের মধ্যে।
১৮২. বিচার্য বিষয় কিসের উপর ভিত্তি করে প্রণয়ন করা হয় ?
উত্তরঃ বাদীর আরজি ও বিবাদীর জবাব পাঠ করে।

17. Adjournments
মূলতবি 

১৮৩. মূলতবি কোন ধারায় ?
উত্তরঃ আদেশ ১৭ 
১৮৪. মূলতবি কি ?
উত্তরঃ মোকদ্দমার শুনানী স্থগিত রাখা হলো মূলতবি।
১৮৫. কখন মূলতবি করা হয় ?
উত্তরঃ মোকদ্দমার যেকোনো স্তরে কোনো পক্ষ যথেষ্ট কারণ দর্শিয়ে সময় প্রার্থনা করলে অথবা আদালত প্রয়োজন মনে করলে।
১৮৬. কোনো পক্ষের সময় প্রার্থনায় খরচা প্রদান ছাড়া আদালত কতবার সময় মঞ্জুর/মূলতবি করতে পারেন ?
উত্তরঃ সর্বোচ্চ ৬ বার ।
১৮৭. কোনো পক্ষের সময় প্রার্থনায় খরচা প্রদানসহ আদালত কতবার সময় মঞ্জুর/মূলতবি করতে পারেন ?
উত্তরঃ ৩ বার।
১৮৮. দেওয়ানি মামলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা মূলতবি খরচ (Adjournment Cost) দেয়া যেতে পারে ?
উত্তরঃ সর্বনিম্ন ২০০ এবং সর্বোচ্চ ১০০০ টাকা।
১৮৯. উভয় পক্ষ মুম্বইর দরখাস্ত করলে এবং খরচাসহ মঞ্জুর হলে খরচ কোথায় জমা হবে ?
উত্তরঃ রাষ্ট্রের রাজস্ব খাতে।


18. Hearing of the suit and examination of witnesses
মোকদ্দমার শুনানী ও সাক্ষীর জবানবন্দী গ্রহণ 

১৯০. মোকদ্দমার শুনানী ও সাক্ষীর জবানবন্দী গ্রহণ কোন ধারায় ?
উত্তরঃ আদেশ ১৮।
১৯১. কে শুনানী আরম্ভ করবে ?
উত্তরঃ বাদীপক্ষ শুনানী আরম্ভ করবে যদি বিবাদী বাদীর অভিযোগসমূহ অস্বীকার করে।
১৯২. বিবাদী বাদীর অভিযোগসমূহ স্বীকার করলে কে শুনানী আরম্ভ করবে ?উত্তরঃ বিবাদীপক্ষ।
১৯৩. কোনো আদালত দৈনিক কার্যতালিকায় কয়টি মামলা চূড়ান্ত শুনানীর জন্য ধার্য করতে পারেন ?
উত্তরঃ ৫ টি ।



No comments:

Post a Comment

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...