Monday, March 12, 2018

Question & Answer on Penal Code in Bangla

Description on Penal Code in Bangla

দণ্ডবিধির বর্ণনা 

১. খুন ও অপরাধজনক নরহত্যার পার্থক্য কি ?

খুন ও অপরাধজনক নরহত্যার পার্থক্য নিম্নে বর্ণনা করা হলো:
১. খুন ৩০০ ধারায়  - অপরাধজনক নরহত্যা ২৯৯ ধারায়

২. খুনের শাস্তি ৩০২ ধারায়  - অপরাধজনক নরহত্যার শাস্তি ৩০৪ ধারায়
৩. খুনের শাস্তি মৃত্যুদণ্ড/যাবজ্জীবন কারাদণ্ড  -  যাবজ্জীবন/১০বছর কারাদণ্ড
৩. সকল খুনই অপরাধজনক নরহত্যা কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয় 
৪. পূর্ব পরিকল্পনা থাকে - পূর্ব পরিকল্পনা থাকেনা 
৫. নিশ্চিত মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কাজ  - নিশ্চিত নয় 

২. কোন কোন ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুনে পরিণত হয় না ?

নিম্নলিখিত ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুনে পরিণত হয় না। যথা: 
১. গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে হত্যা করলে 
২. আত্মরক্ষার অধিকার প্রয়োগ কালে আইন প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে হত্যা করলে 
৩. সরকারি কর্মচারী সদ্ব বিশ্বাসে আইন প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে হত্যা করলে
৪. আকস্মিক কলহে রাগান্বিত হয়ে হত্যা করলে  
৫. সাবালক ব্যক্তির ইচ্ছায় মৃত্যু ঘটালে (নাবালক ব্যক্তির ইচ্ছায় মৃত্যু ঘটালে খুন হবে)





1 comment:

  1. According to Stanford Medical, It's indeed the one and ONLY reason this country's women live 10 years more and weigh an average of 19 kilos lighter than we do.

    (Just so you know, it has NOTHING to do with genetics or some secret exercise and absolutely EVERYTHING around "how" they are eating.)

    BTW, What I said is "HOW", not "what"...

    Tap this link to see if this short test can help you unlock your real weight loss potential

    ReplyDelete

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...