Thursday, April 27, 2017

MCQ on Penal Code, 1860

 দন্ডবিধি, ১৮৬০ 
MCQ :

১. দণ্ডবিধি (Penal Code) প্রণীত হয় কোন সালে ?
(ক) ১৮৫৯ সালে 
(খ) ১৮৬০ সালে 
(গ) ১৮৯৮ সালে 
(ঘ) ১৯০৮ সালে

উত্তরঃ (খ) ১৮৬০ সালে 

২. দণ্ডবিধিতে (Penal Code) মোট ধারা আছে কতটি ?
(ক) ৬৫ টি 
(খ) ৫১২ টি 
(গ) ৫১১ টি 
(ঘ) ৫৬৫ টি

উত্তরঃ (গ) ৫১১ টি 

৩. দণ্ডবিধিতে মোট কতগুলো অধ্যায়/পরিচ্ছদ আছে ?
(ক) ২৩ টি 
(খ) ১২ টি 
(গ) ৫১ টি 
(ঘ) ৫৬ টি

উত্তরঃ (ক) ২৩ টি 

৪. দণ্ডবিধি (Penal Code) কখন প্রকাশিত হয় ?

(ক) ২১ ফেব্রুয়ারি, ১৮৫৯ 
(খ) ১ মে, ১৮৬১
(গ) ৬ অক্টবর, ১৮৬০
(ঘ) ৯ অক্টোবর, ১৯০৮

উত্তরঃ (গ) ৬ অক্টবর, ১৮৬০

৫. দণ্ডবিধি (Penal Code) কখন থেকে কার্যকর হয় ?
(ক) ২১ ফেব্রুয়ারি, ১৮৫৯ 
(খ) ১ মে, ১৮৬১
(গ) ৬ অক্টবর, ১৮৬০
(ঘ) ৯ অক্টোবর, ১৯০৮

উত্তরঃ (খ) ১ মে, ১৮৬১

৬. দণ্ডবিধি (Penal Code) কত নম্বর আইন?
(ক) ১৮৬০ সালের ৫ নং আইন
(খ) ১৮৬০ সালের ৪৫ নং আইন
(গ) ১৮৬১ সালের ৪৫ নং আইন
(ঘ) ১৮৬১ সালের ৫ নং আইন

উত্তরঃ (খ) ১৮৬০ সালের ৪৫ নং আইন

৭. দণ্ডবিধি (Penal Code) কে প্রণয়ন করেন?
(ক) স্টুয়ার্ড হোয়াইট
(খ) স্যার জেমস স্টিফেন
(গ) লর্ড ম্যাকলে
(ঘ) ডি এফ মুল্লা

উত্তরঃ (গ) লর্ড ম্যাকলে (Lord Mackley)

৮. পেনাল কোড কি ধরণের আইন?
(ক) মূল আইন
(খ) পদ্ধতিগত আইন
(গ) বিধিবদ্ধ আইন
(ঘ) উপরের সবগুলো

উত্তরঃ (ক) মূল আইন বা Substantive Law

৯. দণ্ডবিধি কি ধরণের আইন?
(ক) বাস্তবভিত্তিক আইন
(খ) পদ্ধতিগত আইন
(গ) মৌলিক আইন
(ঘ) কোনোটিই না

উত্তরঃ (ক) বাস্তবভিত্তিক আইন

১০. অপরাধ (Offence) কি?
উত্তরঃ ধারা ৪০ মোতামেক যে সমস্ত কাজ করা বা না করা প্রচলিত আইনে শাস্তিযোগ্য।

১১. অপরাধের সংজ্ঞা কোন ধারায়?
(ক) দণ্ডবিধির   ৩৮ ধারায়
(খ) দণ্ডবিধির   ৪০ ধারায়
(গ) দণ্ডবিধির   ৪৫ ধারায়
(ঘ) দণ্ডবিধির   ৫০ ধারায়

উত্তরঃ (খ) দণ্ডবিধির   ৪০ ধারায়।

১১. অপরাধের সংজ্ঞা কোন আইনে আছে ?
উত্তরঃ ফৌজদারী কার্যবিধি ও দণ্ডবিধিতে। 
           (ফৌজদারী কার্যবিধির ধারা ৪(ণ) এবং দণ্ডবিধির ধারা ৪০)
১২. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ Substantive Law বা মূল আইন।
১৩. দণ্ডবিধি (Penal Code) কোন ধরণের আইন ?
উত্তরঃ শাস্তির বিধান।



General Explanations
সাধারণ ব্যাখ্যা সমূহ
ধারা ৬-৫২

১৪. দণ্ডবিধিতে "জজ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১৯ ধারায়।
১৫. দণ্ডবিধিতে "অপরাধ" এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ৪০ ধারায়।
১৬. দণ্ডবিধিতে সরল বিশ্বাস (Good Faith) সম্পর্কে লেখা কোন ধারায় ?
উত্তরঃ ৫২ ধারায়।
১৭. একজন শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ৯ বছর।


Acts done by several persons in furtherance of common intention/Vicarious Liability
যৌথ দায়বদ্ধতা/সাধারণ অভিপ্রায়/অভিন্ন ইচ্ছা/পরার্থ দায়
ধারা ৩৪, ১৪৯


১৮. সাধারণ অভিপ্রায় বা Common Intention এর সংজ্ঞা কত ধারায়?
উত্তরঃ ৩৪ ধারায়।
১৯. একই উদ্দেশ্য সাধনকল্পে কতিপয় লোকের কৃত কাজে সংঘটিত অপরাধের জন্য সবাই সমান দোষী হবে কোন ধারা অনুযায়ী ?
উত্তরঃ ৩৪ ধারায়।
২০. ৩৪ ধারার অপরাধ সংঘটনের জন্য কতজন ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন ?
উত্তরঃ ২ বা ততোধিক।                                                                   
২১. যৌথ অপরাধীদের দায়িত্ব কত ধারায় ?
উত্তরঃ ৩৪ ধারায়।
২২. ৩৪ ধারার সর্বোচ্চ শাস্তি কি ?
উত্তরঃ মূল অপরাধের শাস্তি।
২৩. সাধারণ উদ্দেশ্য (Common Object) এর শাস্তি কত ধারায় ?
উত্তরঃ ১৪৯ ধারায়।


Abetment
প্ররোচনা 
ধারা ১০৭-১১৭

২৪. প্ররোচনার সংজ্ঞা কত ধারায় ?
উত্তরঃ ১০৭ ধারায়।
২৫. প্ররোচনার শাস্তির বিধান কত ধারায় ?
উত্তরঃ ১০৯ ও ১১০ ধারায়।
২৬. প্ররোচনার ক্ষেত্রে ১০ জনের অধিক ব্যক্তিগোষ্ঠী দ্বারা অপরাধ সংঘটনে সাহায্য করলে শাস্তি কি ?
উত্তরঃ ৩ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) কারাদণ্ড/অর্থদণ্ড/উভয় ।
২৭. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১১৫ ধারায়।
২৮. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার পর অপরাধটি সংঘটিত না হলে শাস্তি কি ?
উত্তরঃ ১১৫ ধারা মতে ৭ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) এবং অর্থদণ্ড।
২৯. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তার পর অপরাধটি সংঘটিত হলে শাস্তি কি ?
উত্তরঃ ১১৫ ধারা মতে ১৪ বছর পর্যন্ত (সশ্রম বা বিনাশ্রম ) এবং অর্থদণ্ড।

Essential Elements of an Offence
অপরাধের প্রয়োজনীয় উপাদানসমূহ 

৩০. Mens rea কি নির্দেশ করে/ বলতে কি বুঝায় ?

উত্তরঃ দোষযুক্ত মন বা Guilty mind
৩১. একজন ৯ বছরের বেশি বয়স্ক অপক্ক শিশুর অপরাধের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তরঃ ১২ বছর।


Punishments: Its objectives and limits
শাস্তি: ইহার উদ্দেশ্য এবং মাত্রা
ধারা ৫৩-৭৫
৫৩ ধারায় -  সাজা ৫ ধরণের। যথাঃ
i)   মৃত্যুদণ্ড 
ii)  যাবজ্জীবন কারাদণ্ড (ইহা অবশ্যই সশ্রম হবে)
iii) কারাদণ্ড (সশ্রম বা বিনাশ্রম হতে পারে)
iv) সম্পত্তির বাজেয়াপ্তি 
v)  অর্থদণ্ড 
৫৪ ধারায় সরকার অপরাধীর সম্মতি ব্যতীত মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে।
৫৫ ধারায় সরকার অপরাধীর সম্মতি ব্যতীত যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে অনুর্ধ ২০ বছর করতে পারে।
৫৫ক ধারায়- রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে।
৫৭ ধারায় - যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে ত্রিশ বছর।
৭৩ ধারায় - নির্জন কারাবাস এর বিধান আছে।যথাঃ 
i) নির্জন কারাবাস সর্বসাকুল্যে ৩ মাসের বেশি হতে পারবে না।
ii) কারাদণ্ডের মেয়াদ ৬ মাসের নিচে হলে - অনধিক ১ মাস।
iii) কারাদণ্ডের মেয়াদ ৬ মাস - ১ বছরের নিচে হলে - অনধিক ২ মাস। 
iv) কারাদণ্ডের মেয়াদ ১ বছরের বেশি হলে - অনধিক ৩ মাস। 
৭৪ ধারায় - নির্জন কারাবাস এর মেয়াদ একাদিক্রমে ১৪ দিনের বেশি হবে না।

৩২. পেনাল কোডে কত প্রকার শাস্তির কথা বলা হয়েছে ?
উত্তরঃ ৫ প্রকার
৩৩. শাস্তির বর্ণনা আছে কত ধারায় ?
উত্তরঃ ৫৩ ধারায়
৩৪. কারাদণ্ড কত ধরণের ?
উত্তরঃ ২ ধরণের। যথাঃ সশ্রম ও বিনাশ্রম।
৩৫. পেনাল কোডে কোনটি অনুমিত সাজা নয়/কোন শাস্তির বিধান নাই ?
উত্তরঃ বেত্রাঘাত।
৩৬. পেনাল কোডে সর্বনিম্ন সাজা কোনটি ?
উত্তরঃ ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
৩৭. যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত দিন ?
উত্তরঃ ৫৭ ধারা অনুযায়ী - যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হবে ৩০ বছর।
৩৮. যাবজ্জীবন কারাদণ্ড কি ধরণের হবে ?
উত্তরঃ সর্বদাই সশ্রম হবে 
৩৯. দ্বীপান্তর সাজাটি স্থলাভিষিক্ত করা হয়েছে কি শাস্তি দ্বারা ?
উত্তরঃ যাবজ্জীবন কারাদণ্ডের দ্বারা।
৪০. আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে, তাহা ১/৪ অংশের বেশি হবে না-
উত্তরঃ অপরাধের সর্বোচ্চ শাস্তির।                                                     *
৪১. নির্জন কারাবাস কত ধারায় ?
উত্তরঃ ৭৩ ধারায়।
৪২. সরকার কর্তৃক মৃত্যুদণ্ড লাঘবের বিধান -
উত্তরঃ ৫৪ ধারায়।
৪৩. সরকার কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড লাঘবের বিধান -
উত্তরঃ ৫৫ ধারায়।


General Exceptions
সাধারণ বাতিক্রমসমূহ
ধারা ৭৬-১০৬


৪৪. সাধারণ বাতিক্রমসমূহ কত ধারায়?
উত্তরঃ ৭৬ থেকে ১০৬ ধারায়।
৪৫. অপরাধ হিসেবে গণ্য হবেনা কোনটি ?
উত্তরঃ আত্মরক্ষার অধিকার প্রয়োগের কৃত কর্ম।
৪৬. ব্যক্তিগত আত্মরক্ষার বিধান কত ধারায় ?
উত্তরঃ ৯৬ ধারায়।
৪৭. মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে ব্যাক্তিগত আত্মরক্ষার অধিকার-
উত্তরঃ ৯৮ ধারায়
৪৮. সরকারী কর্মকর্তা কর্তৃক কৃত অপরাধের বিরুদ্ধে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবেনা, কোন ধারায় আছে ?
উত্তরঃ ৯৯ ধারায়
৪৯দেহ রক্ষায় আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায় কত ধারায় ?
উত্তরঃ ১০০ ধারায়

৫০. দেহ রক্ষার অধিকার কত ধারায়?
উত্তরঃ ১০২ ধারায়।
৫১. সম্পত্তি রক্ষায় আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায় কত ধারায় ?
উত্তরঃ ১০৩ ধারায়।
৫২. সম্পত্তি রক্ষার অধিকার কত ধারায় ?
উত্তরঃ ১০৫ ধারায়।
৫৩. দেহ রক্ষায় আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায় কয়টি ক্ষেত্রে ?
উত্তরঃ ৬ টি ক্ষেত্রে।
৫৪. সম্পত্তি রক্ষায় আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায় কয়টি ক্ষেত্রে ?
উত্তরঃ ৪ টি ক্ষেত্রে।
৫৫. আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে ?
উত্তরঃ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশর ক্ষেত্রে


Criminal Conspiracy
অপরাধমূলক ষড়যন্ত্র 
ধারা ১২০-১২০খ 

১. অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy) এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১২০ক ধারায়।
২. অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy) এর সাজা কোন ধারায় ?
উত্তরঃ ১২০খ ধারায়।
৩. দুই বা ততোধিক ব্যক্তি অবৈধ কাজ করার জন্য সম্মত হলে কি হবে ?
উত্তরঃ অপরাধমূলক ষড়যন্ত্র (Criminal Conspiracy) ।
৪. 'ক' সহ পাঁচ ব্যক্তি 'ছ'-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তাহারা সকলে মিলে 'ছ'-কে হত্যা করে। 'ক' সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক ?
উত্তরঃ ১২০এ ।


Offences Against the State
রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ
ধারা ১২১-১৩০

১. রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১২১ ধারায়।
২. সরকারকে তার কাজ করতে বাধা প্রদানের বা প্ররোচনার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১২৪ ধারায়।
৩. সরকারী কর্মকর্তার অবহেলায় রাষ্ট্র বা যুদ্ধাপরাধী পালিয়ে গেলে শাস্তি -
উত্তরঃ ১২৯ ধারায়।
৪. বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা/উদ্যোগ/সহায়তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১২১ ধারায়।
৫. বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা/উদ্যোগ/সহায়তার শাস্তি কি ?
উত্তরঃ মৃত্যুদণ্ড/যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড ।


Offences Against the Public Tranquility
জনশৃংখলা বিরোধী অপরাধ 
ধারা ১৪১-১৬০
১. বেআইনী সমাবেশের (unlawful Assembly) সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১৪১ ধারায়।
২. বেআইনী সমাবেশ (unlawful Assembly) গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির প্রয়োজন ?
উত্তরঃ ৫ জন বা তার বেশি।
৩. বেআইনী সমাবেশ (unlawful Assembly) সংঘটনের শাস্তি কত ধারায় ?
উত্তরঃ ১৪৩ ধারায়।
৪. বেআইনী সমাবেশে (unlawful Assembly) অস্ত্রসহ অংশগ্রহণ করলে শাস্তি কত ধারায় ?
উত্তরঃ ১৪৪ ধারায়।
৫. বেআইনী সমাবেশের (unlawful Assembly) উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভাড়া করা হলে তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৫০ ধারায়।
৬. বেআইনী সমাবেশের (unlawful Assembly) উদ্দেশ্যে ভাড়াকৃত ব্যক্তিকে কেউ আশ্রয় দিলে তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৫৭ ধারায়।
৭. বেআইনী সমাবেশ (unlawful Assembly) বা দাঙ্গার (Rioting) উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভাড়া করা হলে তার শাস্তি কিরূপ ?
উত্তরঃ সর্বাধিক ৬ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়।
৮. বেআইনী সমাবেশ (unlawful Assembly) সংঘটিত হবার স্থানের মালিক বা দখলকারীর প্রতিনিধির শাস্তি কিরূপ ?
উত্তরঃ সর্বাধিক ১ হাজার টাকা অর্থদণ্ড।
৯. দাঙ্গার (Rioting) সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১৪৬ ধারায়।
১০. দাঙ্গার (Rioting) শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৪৭ ধারায়।
১১. মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা (Rioting) সৃষ্টি কোন ধারায় ?
উত্তরঃ ১৪৮ ধারায়।
১২. দাঙ্গার (Rioting) সময় সরকারি কর্মকর্তাকে আক্রমণ বা বাঁধা প্রদান করলে তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৫২ ধারায়।
১৩. ছাত্র ছাত্রীকে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণে প্রলুব্ধ করলে তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৫৩(খ) ধারায়।
১৪. যে ব্যক্তির সুবিধার্থে দাঙ্গা সংঘটিত হয় তার শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৫৫ ধারায়।
১৫.  দাঙ্গা সংঘটিত স্থানের মালিক বা দখলকারীর প্রতিনিধির দায়ভার সম্পর্কে বর্ণনা কোন ধারায় ?
উত্তরঃ ১৫৬ ধারায়।
১৬. প্রকাশ্য স্থানে মারামারি (Affray) এর সংজ্ঞা কোন ধারায় ?
উত্তরঃ ১৫৯ ধারায়।

১৭. প্রকাশ্য স্থানে মারামারি (Affray) এর শাস্তি কোন ধারায় ?
উত্তরঃ ১৬০ ধারায়।
১৮. মারামারি (Affray) এর উপাদান কয়টি ?
উত্তরঃ ৩ টি।


Offences by or relating to Public Servants
সরকারী কর্মচারী কর্তৃক বা তাদের বিরুদ্ধে অপরাধ
ধারা ১৬১-১৭১
১. সরকারী কর্মকর্তা সরকারী কর্মকান্ডে ঘুষ গ্রহণ করলে তা শাস্তি কিরূপ ?
উত্তরঃ সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও জরিমানা বা উভয়দন্ড।
২. বাংলাদেশ দণ্ডবিধিতে কয় ধরণের সরকারী কর্মকর্তার কথা উল্লেখিত রয়েছে ?
উত্তরঃ ১২ ধরণের
৩. সরকারী কর্মকর্তাকে প্রভাবিত করার নিমিত্তে কেউ ঘুষ গ্রহণ করলে তার শাস্তির বিধান কোন ধারায় ?
উত্তরঃ ১৬২ ধারায় 
৪. সরকারী কর্মকর্তা আইন অমান্য করে কারো ক্ষতি সাধন করলে তার শাস্তির বিধান কোন ধারায় ?
উত্তরঃ ১৬৬ ধারায় 



To be continued............



Sunday, April 23, 2017

Chief of Different Institutions/Organizations

Chief of Different Institution of Bangladesh

1. Prime Minister of Bangladesh - Sheikh Hasina
    Home District- Gopalgonj


2. NBR Chairman                  - Md Nojibur Rahman


3. Anti Corruption Commission (ACC) Chairman - Iqbal Mahmood

4. VC of Dhaka University    - AAMS Arefin Siddique
5. Attorney General of Bangladesh - Advocate Mahbubey Alam


6. Chief Justice of Bangladesh - Surendra Kumar Sinha

7. Bangladesh Human Rights Commission Chairman- Kazi Riazuk Haque

8. Bangladesh Bank Governor - Fazle Kabir

9. University Grants Commission (UGC) Chairman - Professor Abdul Mannan

10.Chief of Bangladesh Police - A K M Shahidul Hoque BPM, PPM
Inspector General Bangladesh Police


11. Chief of Bangladesh Army   - General Abu Belal Muhammad Shafiul Huq

12. Chief of Bangladesh Navy   - Admiral Nizamuddin Ahmed
    Home District - Madaripur

13. Chief of Bangladesh Air Force  - Air Chief Marshal Abu Esrar

14. United Nation's Secretary general - António Guterres





Please enable JavaScript to access this page.

Friday, April 21, 2017

The Monetary Jurisdiction of Civil Courts of Bangladesh


The Monetary Jurisdiction of Civil Courts of Bangladesh


To reduce the sufferings of the litigants in civil suits as well as to adjust with the expansion of currency it was needed to increase the pecuniary jurisdiction of the civil courts of Bangladesh. 

That's why Bangladesh Parliament on 12 May 2016, passed the “Civil Courts (Amendment) Act, 2016” which will amend The Civil Courts Act, 1887. (The Act of 1887). It will expand the monetary jurisdiction of the judges of lower courts .
                                    
The amendments to the Civil Courts Act 1887 (Act of 1887) through Civil Courts (Amendment) Act 2016 (Act of 2016)is as follows:
Section 2 of the Act of 2016 has amended section 19 of the Act of 1887. 
According to that amendment, district judges will try civil cases with suit value of Tk. 5 crores instead of existing Tk. 5 lakhs. Assistant Judges will try civil cases with suit value of Tk. 15 lakhs instead of Tk. 2 lakhs and Senior Assistant Judges Tk. 25 lakhs instead of Tk. 4 lakhs.
According to that amendment, the pecuniary jurisdiction of civil courts of Bangladesh:
Name of the Courts
Type of Suits
Amended Suit Value
Previous Suit Value
 Assistant Judges
 Original Suit
15,00,000/- Taka
 2,00,000/- Taka
 Senior  Assistant Judges
 Original Suit
25,00,000/- Taka
 4,00,000/- Taka
 Joint District Judge
 Original Suit
Unlimited
 Unlimited
 District Judge
 Appeal Suit
 5,00,00,000/- Taka
 5,00,000/- Taka

But amendment is suspended by the Supreme Court. So the previous jurisdiction is continuing now.


                                                                                                         

         Learned Academy

Wednesday, April 19, 2017

Legal Abbreviations


Some Legal Terms or Abbreviations and elaborations for the Law Professionals as well as others

A
ACC   = Anti Corruption Commission
AIR    = All Indian Reports
AD    = Acknowledgement Due


BLD   = Bangladesh Legal Decisions
              (A journal published by Bangladesh Bar Council)
BLC  = Bangladesh Law Chronicles
BSCD = Bangladesh Supreme Court Digest
BSCR = Bangladesh Supreme Court Reports
BCR  = Bangladesh Case Reports
BLT   = Bngladesh Law Times
BS      = Bangladesh Survey (1940 to present)
BTRC = Bangladesh Telecommunication Regulatory Commission
BSCIC = Bangladesh Small and Cottage Industries Corporation

C 
CD      = Case Diary
CMM  = Chief Metropolitan Magistrate
CJM    = Chief Judicial Magistrate
CLJ     = Civil Law Judgements
CLJ     = Criminal Law Journal
CrLJ    = Criminal Law Journal
CPC    = The Code of Civil Procedure
CrPC   = The Code of Criminal Procedure
CR      = Complaint Register
CDA   = Chittagong Development Authority
CI Sheet = Corrugated Iron Sheet 
CNG    = Compressed Natural Gas
CSR     = Corporate Social Responsibility
CLJ    = Civil Law Judgement
CrLJ   = Criminal Law Judgement
CS      = Charge Sheet
CS      = Cadastral Survey (1888-1940, Cox's Bazar to Dinajpur)
CWN   = Calcutta Weekly Notes

D
DLR    = Dhaka Law Reports
DW     = Defendant Witness
DOHS = Defense Officers Housing Society
DW     = Defendant Witness (বিবাদীর সাক্ষী)
DS     = District Settlement

E 
EPZ      = Export Processing Zone
FIR     = First Information Report (Crpc Sec 154)

G GR      = General Regiater
GIS      = Geographic Information Service

I IT        = Information Technology
ICT      = Information and Communication Technology
ITES    = Information Technology Enabled Services 
IGW    = International Gateway
ISO      = International Satelite Dialing

K KDA   = Khulna Development Authority

L LNG    = Liquefied Natural Gas 

M MLR   = Mainstream Law Reports
MS Rod = Mild Steel Road

N NGO   = Non-Government Organization

PPLD   = Pakistan Legal Decisions
PLR   = Pakistan Law Reports
PW    = Plaintiff Witness/Prosecution Witness (বাদীর সাক্ষী)
PSC    = Production  Sharing Contract 

R RDA   = Rajshahi Development Authority
RS      = Revisional/Review Ssurvey (To amend mistakes in SA)

S
SC       = Supreme Court
SCC   = Supreme Court Case (India)
SCC   = Supreme Court Report (India)
SEZ      = Special Economic Zone
SA      = State Acquisition (1950)
SR     = Service Return
SD     = Settle Date

W WS    = Written Statement



Tax Related Terms

NBR   = National Board of Revenue
ITP     = Income Tax Professionals 
ACT    = Assistant Commissioner of Taxes
AJCT  = Appellate Joint Commissioner of Taxes
DCT    = Deputy Commissioner of Taxes
EACT  = Extra Assistant Commissioner of Taxes
IJCT    = Inspecting Joint Commissioner of Taxes
TIN     = Taxpayer's Identification Number
E-TIN = Electronics Taxpayer's Identification Number
UTIN  = Unified Taxpayer's Identification Number
ADR   = Alternative Dispute Resolution
AIT     = Advance Income Tax
BAS    = Bangladesh Accounting Standard
BFRS  = Bangladesh Financial Reporting Standard
BIN     = Business Identification Number 
FA       = Finance Act
FO      = Finance Ordinance
ITO     = Income Tax Ordinance
SRO    =  Statutory Regulatory Order 
TCAN = Tax Collection Account Number
TDS    = Tax Deduction at Source 
TRN   = Temporary Registration Number
TRO   = Tax Recovery Officer
VAT    = Value Added Tax















Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...