Wednesday, February 15, 2017

Modal Auxiliaries

Modal Auxiliaries

Modal Auxiliary
Modal Auxiliary এক ধরণের helping verb যা ক্রিয়া সম্পাদনের mode বা ধরণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়।

Modal Auxiliaries are those helping verbs which help to express the mode or manner in which the action is done.

নিচের ১৩ টি শব্দ ইংরেজিতে Modal Auxiliary হিসাবে ব্যবহৃত হয়।
Following 13 words are used as Modal Auxiliaries in English:


1. Can (পারা/সামর্থ হওয়া):
I can drive a car.

2. Could (পারা/অনুরোধ):
Could you help me to do the sum ?

3. May (পারা/অনুমতি):
May I come in ?

4. Might (পারা/প্রস্তাব):
You might go there.

5. Shall (জিজ্ঞাসা):
Shall I do the work ?

6. Should (উচিত/প্রস্তাব):
You should work hard.

7. Will (জিজ্ঞাসা): 
Will you go to shool ?

8. Would (অনুরোধ):
Would you give me a book.

9. Must (বাধ্যতা): 
You must do this.

10. Need (প্রয়োজন):
I need to read my lesson.

11. Dare (সাহস করা):
How dare you tell me fool ?

12. Ought to (উচিত/প্রস্তাব):
We ought to love our country.

13. Used to (অভ্যস্ত):
I used to go to school regularly.
 






Wednesday, February 8, 2017

Tense learning in easy method


Tense (কাল)

ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কে Tenses বলে। 
The time of a verb is called Tense.

যেমন: আমি পড়ি।  I read.
          আমি পড়েছিলাম । I read
          আমি পড়বো।  I shall read.
এই যে পড়া কাজটি (Verb) বিভিন্ন সময় সম্পন্ন হচ্ছে অর্থাৎ কখনো বর্তমানে, কখনো অতীতে বা কখনো ভবিষ্যতে সম্পন্ন হচ্ছে একেই Tense (কাল) বলে।  

Tense এর প্রকারভেদঃ
Tense প্রথমত তিন প্রকার। যথা:
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল)
3. Future Tense (ভবিষ্যৎ কাল)

এই তিন প্রকারের প্রত্যেকটিকে আবার ৪ ভাগ করে মোট ১২ ভাগে বিভক্ত করা হয়েছে। যথা:
1. Present Indefinite Tense/Simple Indefinite Tense
2. Present Continuous Tense
3. Present Perfect Tense 
4. Present Perfect Continuous Tense 

5. Past Indefinite Tense
6. Past Continuous Tense
7. Past Perfect Tense 
8. Past Perfect Continuous Tense

9. Future Indefinite Tense
10. Future Continuous Tense
11. Future Perfect Tense 
12. Future Perfect Continuous Tense

নিম্নে এই গুলোর বিস্তারিত বিবরণ দেয়া হলো

PRESENT TENSE

1. Present Indefinite Tense

সংজ্ঞা:
কোনো কাজ বর্তমান কালে সচরাচর হয় বা হয়ে থাকে বুঝলে তাকে Present Indefinite Tense বলে
এছাড়া চিরন্তন সত্য (Universal Truth) বা অভ্যাসগত সত্য (Habitual Truth) বুঝলেও তাকে Present Indefinite Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে এ, ও, য়, ই  ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Principal Verb এর Present form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
Subject+Principal Verb এর Present form+Object+Extension

Note:
1. Subject third person singular number হলে Verb এর শেষে s বা es যোগ করতে হবে
2. Assertive Sentence কে Negative অথবা Interrogative করতে হলে Subject এর পূর্বে do বা does বসাতে হবে।

উদাহরণ:
আমি বই পড়ি - I read a book.
সে বই পড়ে - He reads a book.

2. Present Continuous Tense

সংজ্ঞা:
কোনো কাজ বর্তমান কালে চলিতেছে বুঝলে তাকে Present Continuous Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে তেছে, তেছি, তেছ ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে am, is অথবা are তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(am/is/are)+(Principal Verb+ing)+(Object)+(Extension)

Note:
Subject First Person Singular Number হলে am,  
Subject Third Person Singular Number হলে is এবং 
বাকি সব ক্ষেত্রে  are বসবে

উদাহরণ:
আমি বই পড়িতেছি  - I am reading a book.
সে বই পড়িতেছে   - He is reading a book.

3. Present Perfect Tense

সংজ্ঞা:
কোনো কাজ শেষ হয়েছে কিন্তু উহার ফল এখনো বিদ্যমান আছে এরূপ বুঝলে তাকে Present Perfect Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে য়াছে , য়াছি, য়াছ ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে have অথবা has তারপর Principal Verb এর Past Participle form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(have/has)+(Principal Verb এর Past Participle form)+(Object)+(Extension)

Note:
Subject Third Person Singular Number হলে has এবং 
বাকি সব ক্ষেত্রে  have বসবে

উদাহরণ:
আমি ভাত খাইয়াছি - I have eaten rice.
সে ভাত খাইয়াছে   - He has eaten rice.

4. Present Perfect Continuous Tense

সংজ্ঞা:
বর্তমানে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় যাবৎ চলিতেছে বুঝলে তাকে Present Perfect Continuous Tense বলে

চেনার উপায়:
সময় উল্লেখ পূর্বক বাংলা ক্রিয়ার শেষে তেছে, তেছি, তেছ ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে have been অথবা has been তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(have been/has been)+(Principal Verb এর সাথে ing যোগ)+(Object)+(Extension)

Note:
1. Subject Third Person Singular Number হলে has been এবং 
বাকি সব ক্ষেত্রে  have  been বসবে
2. বাংলা বাক্য এর মধ্যে ধরিয়া বা যাবৎ থাকলে for এবং হইতে থেকে থাকলে since বসাতে হবে

উদাহরণ:
আমি এক ঘন্টা যাবৎ পড়িতেছি - I have been rading for one hour.
সোমবার হইতে বৃষ্টি হইতেছে   - It has been raining since monday.


PAST TENSE

5. Past Indefinite Tense

সংজ্ঞা:
অতীত কালে কোনো কাজ হয়েছিল বুঝলে তাকে Past Indefinite Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিল ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Principal Verb এর Past form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
Subject+Principal Verb এর Past form+Object+Extension

Note:

Assertive Sentence কে Negative অথবা Interrogative করতে হলে Subject এর পূর্বে did বসাতে হবে।

উদাহরণ:
আমি ভাত খেয়েছিলাম - I ate rice.
সে স্কুলে গিয়েছিলো - He went to school.


6. Past Continuous Tense

সংজ্ঞা:
অতীত কালে কোনো কাজ কিছু সময় যাবৎ চলিতেছিল বুঝলে তাকে Past Continuous Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে was অথবা ware তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(was/ware)+(Principal Verb+ing)+(Object)+(Extension)

Note:
Subject First Person Singular Number ও Subject Third Person Singular Number হলে was  এবং বাকি সব ক্ষেত্রে  ware বসবে

উদাহরণ:
আমি বই পড়িতেছিলাম   - I was reading a book.
তাহারা খেলিতেছিলো    - He ware playing.

7. Past Perfect Tense

সংজ্ঞা:
অতীত কালে দুটি কাজ সংঘটিত হলে পূর্বে সংঘটিত কাজটিকে Past Perfect Tense এবং শেষে সংঘটিত কাজটিকে Past Indefinite Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিলইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে had তারপর Principal Verb এর Past Participle form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(had)+(Principal Verb এর Past Participle form)+(Object)+(Extension)

Note:
before এর পূর্বে Past Perfect Tense অংশ বসবে এবং after এর পরে Past Indefinite Tense অংশ বসবে

উদাহরণ:
ডাক্তার আসার পূর্বে রুগীটি মারাগেলো - The patient had died before the doctor came.

ডাক্তার আসার পর রুগীটি মারাগেলো - The patient died after the doctor had come.

8. Past Perfect Continuous Tense

সংজ্ঞা:
অতীত কালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় যাবৎ চলছিল বুঝলে তাকে Past Perfect Continuous Tense বলে

চেনার উপায়:
সময় উল্লেখ পূর্বক বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে had been তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(had been)+(Principal Verb এর সাথে ing যোগ)+(Object)+(Extension)


উদাহরণ:
আমি এক ঘন্টা যাবৎ পড়িতেছিম  - I had been rading for one hour.
সোমবার হইতে বৃষ্টি হইতেছিল    - It had been raining since monday.


FUTURE TENSE

9. Future Indefinite Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ ঘটবে বুঝলে তাকে Future Indefinite Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে ইব, ইবা, ইবে ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb shall বা will তারপর Principal Verb এর Present form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall/will)+(Principal Verb এর Present form)+Object+Extension

Note:
Subject First Person হলে shall বসবে বাকি সব ক্ষেত্রে will বসবে।


উদাহরণ:
আমি বই পড়িব  - I shall read a book.
সে বই পড়িবে  - He will read a book.


10. Future Continuous Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ চলিতে থাকবে বুঝলে তাকে Future Continuous Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিব ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে shall be অথবা will be তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall be/will be)+(Principal Verb+ing)+(Object)+(Extension)


উদাহরণ:
আমি বই পড়িতেথাকিব  - I shall be reading a book.
সে বই পড়িতেথাকিবে    - He will be reading a book.

11. Future Perfect Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বুঝলে তাকে Future Perfect Tense বলে

চেনার উপায়:
বাংলা ক্রিয়ার শেষে য়া থাকিবে, য়া থাকিবা, য়া থাকিব ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে shall have অথবা will have তারপর Principal Verb এর Past Participle form তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall have/will have)+(Principal Verb এর Past Participle form)+(Object)+(Extension)


উদাহরণ:
আমি ভাত খাইয়াথাকিব  - I shall have eaten rice.
সে ভাত খাইয়াথাকিবে    - He will have eaten rice.

12. Future Perfect Continuous Tense

সংজ্ঞা:
ভবিষ্যৎ কালে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় যাবৎ চলতে থাকবে বুঝলে তাকে Future Perfect Continuous Tense বলে

চেনার উপায়:
সময় উল্লেখ পূর্বক বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিব ইত্যাদি যুক্ত থাকবে।

গঠন প্রনালীঃ 
প্রথমে Subject তারপর Auxiliary Verb হিসাবে shall have been অথবা will have been তারপর Principal Verb এর সাথে ing যোগ করতে হবে তারপর Object তারপর Extension বসাতে হবে।

Structure:
(Subject)+(shall have been/will have been )+(Principal Verb+ing)+(Object)+(Extension)


উদাহরণ:
আমি এক ঘন্টা যাবৎ পড়িতেথাকিব  - I shall have been rading for one hour.
এক সপ্তাহ যাবৎ আমাদের পরীক্ষা চলিতে থাকিবে- Our examination will have been going on for a weak.






















 

Pronoun Learning easy method

Pronoun (সর্বনাম)  

যে শব্দটি Noun এর পরিবর্তে বসে তাকে Pronoun বলে. 
যেমন:
I, we, he, she, you, they, them, him, us, who, which, himself, myself, themselves etc

There are 8 kinds of pronoun. They are as follows:

1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)
i.g: I, we, he, she, you, they, them, him, us etc

2. Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম)
i.g: Himself, myself, themselves etc

3. Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম)
i.g: This that these those etc

4. Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম)
i.g: Any, one, anyone, some, someone, no one, anybody, somebody, nobody, many, everyone, all etc

5. Relative Pronoun (সম্বন্ধসূচক সর্বনাম)
i.g: Who, whose, whom, which, what etc

6. Interrogative Pronoun (প্রশ্নবাচক সর্বনাম)
i.g: Who, whose, whom, which, what etc

7. Distributive Pronoun (বন্টনসূচক সর্বনাম)
i.g: Each, either neither etc

8. Reciprocal Pronoun (অন্যান্যসূচক/বিপরীত সর্বনাম)
i.g: each other, no other etc

Monday, February 6, 2017

How to write standard CV


How to write standard CV

CV stands for Curriculum Vitae. It is known as “resume” also.

CV is someone’s academic and experience records as well his personal details. Now a days it is a very common way of highlighting someone.

Why CV is used?
To apply for a job in an organization.
To show oneself to others for any purpose such as marriage.

 A complete CV is given below for your opportunity:

Curriculum Vitae
MUHAMMAD MOHIUDDIN

Cell No : 01711… … … … … … …  
Email: …………………….@gmail.com
Career Objectives:
To obtain a responsible and challenging position in the ground of management and administration in any national/multinational organization with professionalism and dynamism.
Career Summary:

Ø  I served in ………………….. and in ……………… for ……. Years where I performed communication by different communication equipments controlled by computers all over naval ships and establishments. Besides these I performed a multidimensional works and activities. But for the last 5 years, I worked in Navy for administering, managing and controlling Fire Safety, Electrical hazards and First Aid activities along with communication activities.
Ø  I am practicing as a Lawyer in Dhaka Judges Court for more than 1 year.
Ø  I performed Multimedia Presentation and Motivational Training in different marketing companies in Bangladesh.
Ø  I have the practical experiences in MS word, MS Excel, MS Access, MS Power point, E-mail & Internet browse etc.

Special Qualification:
Excellent Organizer and Hard worker having Strong Leadership, Creativity, Enthusiasm and Integrity. Honesty and transparemcy is my strong point.

Employment History:
Total year of experience: 15 Years

  1. Write your designation here (Jan 01, 1999 - Continue)

Bangladesh Railway
Company Location: Dhaka, Sylhet, Rajshahi
Department: Admin (Operation)
Duties/Responsibilities:
Served in Bangladesh Railway for 15 years where I performed a multidimensional works and activities but my major duties and responsibilities were as follows:
·         Conducting annual audit in different offices all over Bangladesh.
·         Conducting fire fighting & safety exercises regularly.
·         Conducting motivation lecture on health & safety, fire fighting & rescue.
·         All sorts of administrative activities and duties.
·         Day to day event management.
·         Maintain Base/Ship’s Cleanliness and Security arrangement.
·         Base, Ship and building maintenance.
·         Property, equipment, materials and inventory maintenance and management.
·         Monitoring daily attendance and maintain leave record.
·         Checking daily in-out material register.
·         Personnel deployment/ Man detailing.
·         Preparing and maintaining working schedule and duty roster.
·         Monitoring disciplinary matters of personnel and taking subsequent legal action.
·         Drafting and issuing various circulars, orders, notices, show cause letter, warning letter etc.
·         Maintain filing system of necessary documents.
·         Supervising mail and dispatch section.
·         Investigation of any incident and reporting.
·         Purchasing of equipments and materials.
·         Operating and maintenance of modern Intelligence and security devices like Hidden camera and recorder, Metal detector etc.

Academic Qualifications:
Exam Title
Concentration/
Major
Institute
Result
Pass Year
Duration
Achievement
MBA
Human Resource Management
Southern University Bangladesh

CGPA:3.47
out of 4  
2009
1 & half years

LL.B
Law  
National University

Second Class,
Marks 45%  
2013
2 years

BA
(Pass)
Arts  
National University

Second Class,
Marks 54%
2006
3 years

HSC
Arts   
Secondary and Higher Secondary Board Dhaka
First Division,
Marks 67.1%
1997

2 years

SSC
Science  
Secondary and Higher Secondary Board Dhaka  
First Division,
Marks 77.5%
1995

2 years

* Marks

Special Courses:
Training Title
Institute
Location
Year
Duration
Diploma in Apparel Merchandising  
Karnafuly textile and clothing institute  

Dhaka
2008  
6 months  
Pharmacist (c)  
Bangladesh Chemist & Druggist Association  
Dhaka  
2009  
3 Months  
Computer course:
MS word, MS Excel, MS Access, MS Power point, E-mail & Internet browse etc
Computer Club Dhaka
Computer Club Dhaka
2000
3 Months
Language Proficiency
I)            Fluent in English (Speaking, Listening, Reading and Writing).
II)          Bangla as mother language with distinct pronunciation.
III)        Hindi and Urdu also known well (Speaking, Listening, Reading and Writing).

Computer Literacy:
I) MS word, MS Excel, MS Access, MS Power point, Internet browse including E-mail sending and receiving & website visit etc.
II) Expart at typing in English and Bangla.

Personal Details:
Father's Name
:

Mother's Name
:

Date of Birth
:

Gender
:

Marital Status
:

Blood Group
:

Height
:

Colour
:

Identification mark
:

Nationality
:

National ID No
:

Religion
:

Mailing Addres
:

Permanent Address
:

Cell No
:

Email
:


References:


Reference: 01
Reference: 02

Name
:


Organization
:


Designation
:


Address
:


Mobile
:


E-Mail
:
 

Relation
:












Dated:                                                                              Signature

Specific Relief Act 1877 in Bangla

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ Specific Relief Act 1877 সুনির্দিষ্ট প্রতিকার: বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা আদালত যদি তাকে সেই প...